ক্যানিং, 12 ফেব্রুয়ারি : বাসন্তীতে রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সুন্দরবনের বাসন্তী ব্লকে জয়গোপালপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে বিজ্ঞান প্রযুক্তি ও দেশপ্রেম উৎসব সপ্তাহ পালন করা হয় । সেই উৎসবের সূচনা করতেই বাসন্তীতে আসেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷
এছাড়া বিবেকানন্দ শিক্ষানিকেতনের হলডর টপসো-এডুকেশন সেন্টারের সূচনাও করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । অনুষ্ঠানে শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্যপাল । বাম ছাত্র যুব-র ডাকা নবান্ন অভিযানে পুলিশের নির্বিচারে লাঠি চালানোর তীব্র নিন্দা করেন তিনি ৷
আরও পড়ুন : আজ বামেদের ডাকা বনধে বাড়তি নজরদারি লালবাজারের
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, ‘‘গণতন্ত্রের যেভাবে বিরোধীদের উপর আক্রমণ করা হচ্ছে তা কখনওই শোভনীয় নয় ৷’’ এছাড়া মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন ৷ বারবার রাজ্যের শাসকদলের তরফে তাঁকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করা হয় ৷ এবিষয়ে তিনি বলেন, ‘‘রাজ্যপালের কাজ হল সংবিধান এবং গণতন্ত্র রক্ষা করা, রাজনীতি করা নয় ।’’
কলকাতার ভিক্টোরিয়াতে সরকারি অনুষ্ঠানে ‘‘জয় শ্রীরাম’’ ধ্বনি নিয়েও কথা বলেন রাজ্যপাল । বলেন, ‘‘ ভারতীয় সংবিধানে ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে কোনও আপত্তির জায়গা নেই ৷’’ এরপর তিনি বলেন, ‘‘2014 সালের পর থেকে নেতাজিকে সম্মান জানাচ্ছে কেন্দ্রীয় সরকার । ক্ষমতায় এসে বিজেপি সরকারই প্রথম নেতাজির সম্পর্কে ফাইল উন্মুক্ত করে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লালকেল্লায় রাত্রি বারোটার সময় পতাকা উত্তোলন করেন নেতাজির সম্মানার্থে । তবে সমালোচনা থেকে নেতাজিকে দূরে রাখা উচিত সমস্ত রাজনৈতিক দলের । নেতাজি আমাদের সকলের ৷ দেশের স্বাধীনতার জন্য অনেক বলিদান দিয়েছেন । সুভাষচন্দ্র বসুকে নেতাজি বানিয়েছেন মানুষ ।’’