গঙ্গারামপুর, 10 জুন : গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হল একটি বিশেষ বৈঠক। লকডাউন পরবর্তী পরিস্থিতি নিয়ে গঙ্গারামপুরের বিভিন্ন ব্যাঙ্ক,পেট্রল পাম্প, সোনার দোকান সহ বিশিষ্ট ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন গঙ্গারামপুর থানার IC পূর্ণেন্দু কুমার কুন্ডু, OC সমীর মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মী । বুধবার বৈঠকটি হয় গঙ্গারামপুর পুলিশ স্টেশনে।
জানা গেছে লকডাউন পরবর্তী সময়ে শহরে যাতে কোনও ধরণের চুরি কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য গঙ্গারামপুর থানার পক্ষ থেকে ব্যবসায়ীদের নিয়ে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। এদিন শহরের ব্যবসায়ীদের বিভিন্ন গাইডলাইন দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
প্রসঙ্গত, কোরোনা মোকাবিলায় গোটা দেশের সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে দু- মাসের বেশি সময় ধরে চলছে লকডাউন। লকডাউনের ফলে কর্মহীন হয়েছেন অনেকেই। কিন্তু গত 8 তারিখ থেকে লকডাউন ধীরে ধীরে উঠে যাওয়ার ফলে খুলতে শুরু করেছে বিভিন্ন দোকানপাট। এমন অবস্থায় কাজ না থাকার ফলে সমাজবিরোধী লোকজন যাতে শহরের কোনও দোকান কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরি কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেই কারণে বুধবার গঙ্গারামপুরের ব্যবসায়ীদের নিয়ে করা হয় এই বৈঠক।
এই বিষয়ে গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন, “আনলক ওয়ানে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাঙ্ক এবং সোনার দোকানগুলি খুলছে । এই প্রতিষ্ঠানগুলির উপর সমাজবিরোধীদের নজর থাকতে পারে। পাশাপাশি লকডাউনের ফলে কাজ হারিয়েছে বহু মানুষ। ফলে চুরি-ছিনতায় বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই শহরের প্রতিষ্ঠানগুলিকে আগাম সতর্ক করতে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়।”