কুমারগঞ্জ, 23 এপ্রিল : কুমারগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক মেহমুদা বেগমের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল। গাড়ি থেকে ভোটারদের টাকা দিচ্ছিলেন বলে অভিযোগ । পাশাপাশি, BJP-র অভিযোগ, তাদের পোলিং এজেন্টকে মেরে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে । ঘটনাস্থানে পুলিশকর্মীরা এলে তাঁদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন প্রাক্তন তৃণমূল বিধায়ক । ঘটনাটি কুমারগঞ্জের ।
কুমারগঞ্জের শ্যামনগর প্রাথমিক বিদ্যালয়ের 38 /170 নম্বর বুথে ভোটগ্রহণ চলছিল । কিছুটা পর সেখানে আসেন মেহমুদা বেগম। BJP-র অভিযোগ, তাঁদের পোলিং এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দিয়েছে মেহমুদা বেগমের লোকজন। BJP-র জেলা নেতা গৌতম চক্রবর্তীর অভিযোগ, "সকালে আমাদের পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থানে অঞ্চল সভাপতি আসেন। তাঁর গাড়িতে হামলা চালানো হয় । তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়।" খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রাক্তন তৃণমূল বিধায়ক ।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন মেহমুদা। তিনি বলেন, "শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সব দলের এজেন্ট রয়েছে। BJP মিথ্যা অভিযোগ করেছে। আর ভোট বানচাল করতে পুলিশ বাহিনী পাঠানো হয়েছে। এত পুলিশ কী জন্য এল ? পুলিশের তো কোনও প্রয়োজন হয়নি । নিশ্চয়ই কেউ তথ্য দিয়েছে । BJP-র একজন এসেছিলেন । পাড়ার মেয়েরাই তাকে আটকে মেরে বের করে দিয়েছে ।"