ETV Bharat / state

বালুরঘাটের চকভৃগুতে বন্যা পরিস্থিতি, ঘরছাড়া প্রায় 100 পরিবার - block

আত্রেয়ী নদীর জল বেড়ে বালুরঘাটের চকভৃগুতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি । প্রায় 100 পরিবার ঘরছাড়া । কেউ স্টেশনে বা কেউ প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন ।

বন্যা পরিস্থিতি
author img

By

Published : Jul 16, 2019, 11:51 PM IST


বালুরঘাট ,16 জুলাই : চকভৃগুর বে-লাইন ও ডাকরা এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি । এলাকা জলমগ্ন । প্রায় 100 পরিবার ঘর ছেড়ে আশ্রয় নিচ্ছেন স্টেশনে , কেউ বা প্রাথমিক বিদ্যালয়ে । স্থানীয় বাসিন্দা অশীল বর্মণ বলেন, "নদীর জল হঠাৎ বাড়ার কারণ জানি না । আশ্রয়ের নির্দিষ্ট জায়গা নেই । এখনও জল বেড়েই চলছে । এই অবস্থায় কোথায় যাব জানি না । এখনও পর্যন্ত সরকারি সাহায্য আসেনি ।"

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছে প্রশাসন । সেচ বিভাগের তরফে আত্রেয়ী নদীর বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে কিছু জায়গায় । নৌকায় করে আত্রেয়ী নদী পরিদর্শন শুরু করেছে BSF । অন্যদিকে পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে জল ঢুকে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন তপন ব্লকের আজমতপুর ও যদুবাটি এলাকা ।


এক সপ্তাহ ধরে দার্জিলিং , ভুটান ও সিকিমে একটানা বৃষ্টি হচ্ছে । জল বেড়েছে তিস্তা থেকে শুরু করে অন্য নদীগুলোরও । কোচবিহার থেকে আলিপুরদুয়ার সর্বত্র তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি । কয়েকদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে কখনও মাঝারি আবার কখনও ভারী বৃষ্টি হচ্ছে । পাহাড়ের জল নেমে আসায় ফুলে-ফেঁপে উঠেছে আত্রেয়ী নদীসহ বালুরঘাট জেলার অন্য নদীগুলি । যার জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এলাকাজুড়ে ।


বালুরঘাট ,16 জুলাই : চকভৃগুর বে-লাইন ও ডাকরা এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি । এলাকা জলমগ্ন । প্রায় 100 পরিবার ঘর ছেড়ে আশ্রয় নিচ্ছেন স্টেশনে , কেউ বা প্রাথমিক বিদ্যালয়ে । স্থানীয় বাসিন্দা অশীল বর্মণ বলেন, "নদীর জল হঠাৎ বাড়ার কারণ জানি না । আশ্রয়ের নির্দিষ্ট জায়গা নেই । এখনও জল বেড়েই চলছে । এই অবস্থায় কোথায় যাব জানি না । এখনও পর্যন্ত সরকারি সাহায্য আসেনি ।"

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছে প্রশাসন । সেচ বিভাগের তরফে আত্রেয়ী নদীর বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে কিছু জায়গায় । নৌকায় করে আত্রেয়ী নদী পরিদর্শন শুরু করেছে BSF । অন্যদিকে পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে জল ঢুকে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন তপন ব্লকের আজমতপুর ও যদুবাটি এলাকা ।


এক সপ্তাহ ধরে দার্জিলিং , ভুটান ও সিকিমে একটানা বৃষ্টি হচ্ছে । জল বেড়েছে তিস্তা থেকে শুরু করে অন্য নদীগুলোরও । কোচবিহার থেকে আলিপুরদুয়ার সর্বত্র তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি । কয়েকদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে কখনও মাঝারি আবার কখনও ভারী বৃষ্টি হচ্ছে । পাহাড়ের জল নেমে আসায় ফুলে-ফেঁপে উঠেছে আত্রেয়ী নদীসহ বালুরঘাট জেলার অন্য নদীগুলি । যার জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এলাকাজুড়ে ।

Intro:চকভৃগুর বে লাইনে বন্যা পরিস্থিতি, ঘর ছাড়া ১০০ পরিবার স্টেশনে আশ্রয় নিচ্ছেন, তপনে ভাঙল রাস্তা।।

বালুরঘাট, ১৬ জুলাই: আত্রেয়ী কলোনির পর এবার বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের বে-লাইন ও ডাকরা এলাকায় শতাধিক পরিবার ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে। গোটা এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছে জেলা প্রশাসন। আত্রেয়ী বাঁধের বেশ কিছু এলাকায় বাঁধ মেরামতির কাজ করছে সেচ দফতর। নৌকায় করে আত্রেয়ী নদী পরিদর্শন করেছেন বিএসএফ। জেলার বালুরঘাট আত্রেয়ী, গঙ্গারামপুরের পুনর্ভবা এবং বংশীহারীর টাঙন নদীতে জল বিপদ সীমা ছুঁইছুঁই। তপনের যদুবাটি এলাকায় পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে। বাঁধ ভেঙে জলে ঢুকে ভেঙে গেছে রাস্তা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আজমতপুর ও যদুবাটি এলাকায়। সমস্যায় পড়েছে কয়েকশ মানুষ। পুরো পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসন।

প্রসঙ্গত, বিগত এক সপ্তাহ ধরে দার্জিলিং ভুটান সিকিমে একটানা বৃষ্টি হচ্ছে। এক টানা বৃষ্টিতে তিস্তা থেকে অন্য নদী গুলোর জল বেড়ে গেছে। কোচবিহার থেকে আলিপুরদুয়ার সর্বত্র বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দিকে বিগত কয়েকদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ও মাঝারি কখনো ভারী বৃষ্টি হচ্ছে। উপর থেকে পাহাড়ের জল নেমে আসায় ফুলে-ফেঁপে উঠেছে বালুরঘাট আত্রেয়ী সহ জেলার অন্যান্য নদীগুলি। গতকাল বালুরঘাট শহরের আত্রেয়ী কলোনিতে জল ঢুকে জলমগ্ন হয়ে পরে। মঙ্গলবার নতুন করে চকভৃগুর বেলাইন ডাকরা এলালায় জল ঢোকে। প্রায় ১০০ বেশী পরিবার নিরাপদ আশ্রয়ে ঠাঁই নিচ্ছেন। কেউ কেউ স্টেশনও কেউ কেউ একটি প্রাথমিক স্কুলে আশ্রয় নিয়েছে। এখনও বেশ কিছু মানুষ গ্রামের রয়েছেন তারাও ধীরে ধীরে আশ্রয়ের খোঁজে বেরিয়ে যাচ্ছেন গ্রাম থেকে। নতুন করে বৃষ্টি না হলেও আত্রেয়ীর জল কিন্তু সকাল থেকে আবার বাড়তে শুরু করেছে। ২০১৭ সালের বন্যার ভয়ঙ্কর অভিজ্ঞতাকে সম্বল করেই মানুষ আগে থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। নদী ভাঙ্গন রুখতে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয়রা।

এবিষয়ে স্থানীয় ছোটন শীল ও অখিল বর্মণ জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে আত্রেয়ীতে অনেক জল আগেই বেড়েছিল। উপর থেকে জল নেমে আসায় আত্রেয়ী এখন ফুলে-ফেঁপে রয়েছে। খাঁড়ি দিয়ে নদীর জল ঢুকতে শুরু করেছে তাদের এলাকায়। গতকাল থেকেই জল ঢুকতে শুরু করে। আজ এলাকার বেশিরভাগ বাড়ি জলে ডুবে গেছে। বাড়ি ঘরের সব জিনিস নিয়ে তারা বালুরঘাট স্টেশনে, প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ স্থানে যাচ্ছেন। পাশাপাশি প্রশাসনের কাছে পানীয় জল ও খাওয়ার ব্যবস্থার করার আর্জি জানান তারা। 

অন্য দিকে সেচ দফতরের নির্বাহী বাস্তুকার স্বপন বিশ্বাস জানান, পুরো বিষয়ের উপর নজর রাখা হয়েছে। নদীর নীচু বাঁধ গুলো বাঁধার কাজ করা হচ্ছে। আপাতত বালির বস্তা দেওয়া হচ্ছে। খিদিরপুর, ডাকরা এলাকায় বাঁধ দেওয়া হয়েছে। শহরের সুইচ গেট গুলো সিল করে দেওয়া হয়েছে।Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.