বালুরঘাট ,16 জুলাই : চকভৃগুর বে-লাইন ও ডাকরা এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি । এলাকা জলমগ্ন । প্রায় 100 পরিবার ঘর ছেড়ে আশ্রয় নিচ্ছেন স্টেশনে , কেউ বা প্রাথমিক বিদ্যালয়ে । স্থানীয় বাসিন্দা অশীল বর্মণ বলেন, "নদীর জল হঠাৎ বাড়ার কারণ জানি না । আশ্রয়ের নির্দিষ্ট জায়গা নেই । এখনও জল বেড়েই চলছে । এই অবস্থায় কোথায় যাব জানি না । এখনও পর্যন্ত সরকারি সাহায্য আসেনি ।"
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছে প্রশাসন । সেচ বিভাগের তরফে আত্রেয়ী নদীর বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে কিছু জায়গায় । নৌকায় করে আত্রেয়ী নদী পরিদর্শন শুরু করেছে BSF । অন্যদিকে পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে জল ঢুকে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন তপন ব্লকের আজমতপুর ও যদুবাটি এলাকা ।
এক সপ্তাহ ধরে দার্জিলিং , ভুটান ও সিকিমে একটানা বৃষ্টি হচ্ছে । জল বেড়েছে তিস্তা থেকে শুরু করে অন্য নদীগুলোরও । কোচবিহার থেকে আলিপুরদুয়ার সর্বত্র তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি । কয়েকদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে কখনও মাঝারি আবার কখনও ভারী বৃষ্টি হচ্ছে । পাহাড়ের জল নেমে আসায় ফুলে-ফেঁপে উঠেছে আত্রেয়ী নদীসহ বালুরঘাট জেলার অন্য নদীগুলি । যার জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এলাকাজুড়ে ।