ETV Bharat / state

স্কুল চলাকালীন পড়ুয়ার ব্যাগে মিলল আগ্নেয়াস্ত্র, আতঙ্কে অভিভাবকরা - Firearm Recovered

Firearm Recovered from Student: দক্ষিণ দিনাজপুরে নবম শ্রেণির পড়ুয়ার ব্যাগ থেকে স্কুলের মধ্যেই উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ৷ নাবালককে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনায় আতঙ্কিত ওই স্কুলের অন্যান্য পড়ুয়া থেকে অভিভাবকরা ৷

Firearm Recovered
আগ্নেয়াস্ত্র উদ্ধার
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 3:28 PM IST

Updated : Jan 3, 2024, 6:15 PM IST

স্কুল চলাকালীন পড়ুয়ার ব্যাগে মিলল আগ্নেয়াস্ত্র

বংশিহারী, 3 জানুয়ারি: নবম শ্রেণির পড়ুয়ার ব্যাগ থেকে উদ্ধার হল কার্তুজ-সহ আগ্নেয়াস্ত্র । মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহারী থানার পাথরঘাটা এলাকার একটি স্কুলে ৷ পড়ুয়ার ব্যাগে পিস্তল কোথা থেকে এল, তা নিয়ে ধন্দে সহপাঠী থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা । খবর পেয়ে ঘটনাস্থলে এসে নাবালককে গ্রেফতার করেছে বংশিহারী থানার পুলিশ ৷ এ নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে । পুরো ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা । পাশাপাশি এর পেছনে কোনও চক্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে ।

বংশিহারী থানার এক পুলিশ আধিকারিক বলেন, "আমরা গতকালকে পাথরঘাটা এলাকায় অবস্থিত একটি স্কুল থেকে এক নাবালককে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছি । আজকে তাকে বালুরঘাটের জুভেনাইল কোর্টে তোলা হয় । আমরা পুলিশের পক্ষ থেকে সমস্ত ঘটনার তদন্ত করছি ৷ কীভাবে ওই ছাত্রের কাছে আগ্নেয়াস্ত এল, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে ।"

জানা গিয়েছে, অভিযুক্ত ওই পড়ুয়া এ বছরই নবম শ্রেণিতে উঠেছে । মঙ্গলবার স্কুলের তরফ থেকে ওই ছাত্র-সহ বাকিদের বই বিতরণ করা হচ্ছিল । সেসময় বেশ কয়েকজন পড়ুয়া অনেকগুলি করে খাতা নিয়ে ক্লাস থেকে চলে যাচ্ছে বলে বাকি ছাত্ররা অভিযোগ করে ৷ বিষয়টি জানতে পেরে স্কুল কর্তৃপক্ষ সমস্ত ছাত্রদের ব্যাগ খুলে তল্লাশি শুরু করে ৷ তখনই নবম শ্রেণির ওই ছাত্রের ব্যাগে আগ্নেয়াস্ত্র দেখতে পান শিক্ষকেরা । এরপরেই ওই ছাত্রকে প্রধান শিক্ষকের ঘরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয় ।

সূত্রের খবর, ওই ছাত্র তার ব্যাগে থাকা আগ্নেয়াস্ত্র নিয়ে সদূত্তর দিতে না পারায় তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে ৷ পুলিশ পড়ুয়ার ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে । তবে এই ঘটনার পর থেকে স্কুল চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে ৷ সেই আতঙ্কের জেরেই বুধবার খুব কম সংখ্যক ছাত্র-ছাত্রীরা অভিভাবকদের সঙ্গে নিয়ে স্কুলে এসেছে ৷

এই বিষয়ে এক অভিভাবক গোবিন্দ রায় বলেন, "আমার ছেলে অষ্টম শ্রেণিতে পড়ে ৷ গতকাল সে বই খাতাপত্র নিতে এসেছিল স্কুলে ৷ সেসময় এই ঘটনা ঘটে ওদের স্কুলে ৷ পরে বাড়ি গিয়ে ছেলে আমাকে এই ঘটনার কথা জানায় । এই ঘটনার পর থেকেই আমার ছেলে প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছে ৷ আজকে স্কুলে আসতে চাইছিল না সে ৷ সেই কারণে আমরা সমস্ত অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষকের কাছে হাজির হই আজকে ৷ গতকালের ঘটনার বিষয়ে জানতে চাই তাঁর কাছে । এই ঘটনার জন্য আমরাও খুব আতঙ্কের মধ্যে রয়েছি ।" স্কুলের প্রধান শিক্ষক ননীগোপাল রায়কে ঘটনার বিষয়ে জানতে চেয়ে ফোন করা হলে তিনি প্রতিক্রিয়া দিতে রাজি হননি ৷

আরও পড়ুন:

  1. বন্দুকবাজের আতঙ্কের রেশ এখনও কাটেনি মালদার স্কুলে
  2. হাড়হিম করা ঘটনা মালদার স্কুলে, পিস্তল দেখিয়ে পড়ুয়াদের পণবন্দির চেষ্টা যুবকের !
  3. অস্ত্র কারখানার হদিশ জয়নগরে, দু'কামরার ঘরে চলছিল ব্যবসা; ক্রেতা সেজে পর্দাফাঁস পুলিশের

স্কুল চলাকালীন পড়ুয়ার ব্যাগে মিলল আগ্নেয়াস্ত্র

বংশিহারী, 3 জানুয়ারি: নবম শ্রেণির পড়ুয়ার ব্যাগ থেকে উদ্ধার হল কার্তুজ-সহ আগ্নেয়াস্ত্র । মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহারী থানার পাথরঘাটা এলাকার একটি স্কুলে ৷ পড়ুয়ার ব্যাগে পিস্তল কোথা থেকে এল, তা নিয়ে ধন্দে সহপাঠী থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা । খবর পেয়ে ঘটনাস্থলে এসে নাবালককে গ্রেফতার করেছে বংশিহারী থানার পুলিশ ৷ এ নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে । পুরো ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা । পাশাপাশি এর পেছনে কোনও চক্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে ।

বংশিহারী থানার এক পুলিশ আধিকারিক বলেন, "আমরা গতকালকে পাথরঘাটা এলাকায় অবস্থিত একটি স্কুল থেকে এক নাবালককে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছি । আজকে তাকে বালুরঘাটের জুভেনাইল কোর্টে তোলা হয় । আমরা পুলিশের পক্ষ থেকে সমস্ত ঘটনার তদন্ত করছি ৷ কীভাবে ওই ছাত্রের কাছে আগ্নেয়াস্ত এল, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে ।"

জানা গিয়েছে, অভিযুক্ত ওই পড়ুয়া এ বছরই নবম শ্রেণিতে উঠেছে । মঙ্গলবার স্কুলের তরফ থেকে ওই ছাত্র-সহ বাকিদের বই বিতরণ করা হচ্ছিল । সেসময় বেশ কয়েকজন পড়ুয়া অনেকগুলি করে খাতা নিয়ে ক্লাস থেকে চলে যাচ্ছে বলে বাকি ছাত্ররা অভিযোগ করে ৷ বিষয়টি জানতে পেরে স্কুল কর্তৃপক্ষ সমস্ত ছাত্রদের ব্যাগ খুলে তল্লাশি শুরু করে ৷ তখনই নবম শ্রেণির ওই ছাত্রের ব্যাগে আগ্নেয়াস্ত্র দেখতে পান শিক্ষকেরা । এরপরেই ওই ছাত্রকে প্রধান শিক্ষকের ঘরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয় ।

সূত্রের খবর, ওই ছাত্র তার ব্যাগে থাকা আগ্নেয়াস্ত্র নিয়ে সদূত্তর দিতে না পারায় তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে ৷ পুলিশ পড়ুয়ার ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে । তবে এই ঘটনার পর থেকে স্কুল চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে ৷ সেই আতঙ্কের জেরেই বুধবার খুব কম সংখ্যক ছাত্র-ছাত্রীরা অভিভাবকদের সঙ্গে নিয়ে স্কুলে এসেছে ৷

এই বিষয়ে এক অভিভাবক গোবিন্দ রায় বলেন, "আমার ছেলে অষ্টম শ্রেণিতে পড়ে ৷ গতকাল সে বই খাতাপত্র নিতে এসেছিল স্কুলে ৷ সেসময় এই ঘটনা ঘটে ওদের স্কুলে ৷ পরে বাড়ি গিয়ে ছেলে আমাকে এই ঘটনার কথা জানায় । এই ঘটনার পর থেকেই আমার ছেলে প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছে ৷ আজকে স্কুলে আসতে চাইছিল না সে ৷ সেই কারণে আমরা সমস্ত অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষকের কাছে হাজির হই আজকে ৷ গতকালের ঘটনার বিষয়ে জানতে চাই তাঁর কাছে । এই ঘটনার জন্য আমরাও খুব আতঙ্কের মধ্যে রয়েছি ।" স্কুলের প্রধান শিক্ষক ননীগোপাল রায়কে ঘটনার বিষয়ে জানতে চেয়ে ফোন করা হলে তিনি প্রতিক্রিয়া দিতে রাজি হননি ৷

আরও পড়ুন:

  1. বন্দুকবাজের আতঙ্কের রেশ এখনও কাটেনি মালদার স্কুলে
  2. হাড়হিম করা ঘটনা মালদার স্কুলে, পিস্তল দেখিয়ে পড়ুয়াদের পণবন্দির চেষ্টা যুবকের !
  3. অস্ত্র কারখানার হদিশ জয়নগরে, দু'কামরার ঘরে চলছিল ব্যবসা; ক্রেতা সেজে পর্দাফাঁস পুলিশের
Last Updated : Jan 3, 2024, 6:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.