ETV Bharat / state

পুজোর ভোগ রান্নার সময় গ্যাস লিক, আগুনে পুড়ল বাড়ি - fire broke out at balurghat

বালুরঘাটের এক বাসিন্দার বাড়িতে ভয়াবহ আগুন লাগে ৷ মঙ্গলবার সকালে পুজোর ভোগ রান্নার সময় আগুন লাগে ৷

fire broke out at balurghat
পুজোর ভোগ রান্নায় গ্যাস লিক করে আগুন
author img

By

Published : Aug 18, 2020, 5:30 PM IST

বালুরঘাট, 18 অগাস্ট : কালীপুজোর ভোগ রান্না করতে গিয়ে আগুনে পুড়ে গেল বাড়ি । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের খাদিমপুর রবীন্দ্রনগর এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকলের একটি ইঞ্জিন এবং বালুরঘাট থানার পুলিশ । প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । ততক্ষণে নগদ 70 হাজার টাকা, সোনায় গয়নাসহ প্রায় 6 লাখ টাকার সামগ্রী আগুনে ভস্মীভূত হয়ে গেছে । গ্যাস লিক করে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের । গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ও দমকল কর্মীরা ।

বালুরঘাট খাদিমপুর রবীন্দ্রনগর এলাকায় বাড়ি নিখিল দাসের । পেশায় তিনি রাজমিস্ত্রি । আজ বাড়িতে তারা মায়ের পুজো ছিল । সেই উপলক্ষে সকালে পুজোর ভোগ রান্নার সময় আগুন লাগে বাড়িতে । মুহূর্তে রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে । এদিকে খবর পেয়ে বালুরঘাট দমকল কেন্দ্র থেকে ঘটনাস্থানে আসে একটি ইঞ্জিন ও বালুরঘাট থানার পুলিশ। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভাতে হাত লাগায় স্থানীয়রা । দমকলকর্মী ও স্থানীয়দের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে । ততক্ষণে বিধ্বংসী আগুনে পুড়ে যায় বাড়িতে শ্রমিকদের জন্য রাখা নগদ 70 হাজার টাকা, মেয়ের বিয়ের জন্য তৈরি করা প্রায় দুই ভরি সোনার গয়নাসহ অন্যান্য আসবাবপত্র । আগুনে বাড়ির সর্বস্ব পুড়ে গেলেও ঘটনায় কেউ জখম হননি । গ্যাস লিক করে আগুন লাগে বাড়িতে । অল্পের জন্য রক্ষা পান প্রতিবেশীরা । গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুঘাট থানার পুলিশ ও দমকল কর্মীরা ।

fire broke out
আগুনে পুড়ে ছাই

এবিষয়ে বাড়ির মালিক নিখিল দাস জানান, মুহূর্তে আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ায় ভিতর থেকে কোনও জিনিস বাইরে বের করতে পারেননি । নগদ টাকা, সোনার গয়না, টিভি, ফ্রিজ, ফ্যানসহ রেশন সামগ্রী আগুনে পুড়ে গেছে । সব মিলিয়ে প্রায় 6 লাখ টাকার জিনিস আগুনে পুড়ে গেছে । প্রশাসনিক সাহায্যের আবেদন জানিয়েছেন নিখিলবাবু।

অন্যদিকে বালুরঘাট দমকল কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস লিক করেই সম্ভবত আগুন লেগেছে। পুরো ঘটনা তারা খতিয়ে দেখছে।

বালুরঘাট, 18 অগাস্ট : কালীপুজোর ভোগ রান্না করতে গিয়ে আগুনে পুড়ে গেল বাড়ি । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের খাদিমপুর রবীন্দ্রনগর এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকলের একটি ইঞ্জিন এবং বালুরঘাট থানার পুলিশ । প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । ততক্ষণে নগদ 70 হাজার টাকা, সোনায় গয়নাসহ প্রায় 6 লাখ টাকার সামগ্রী আগুনে ভস্মীভূত হয়ে গেছে । গ্যাস লিক করে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের । গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ও দমকল কর্মীরা ।

বালুরঘাট খাদিমপুর রবীন্দ্রনগর এলাকায় বাড়ি নিখিল দাসের । পেশায় তিনি রাজমিস্ত্রি । আজ বাড়িতে তারা মায়ের পুজো ছিল । সেই উপলক্ষে সকালে পুজোর ভোগ রান্নার সময় আগুন লাগে বাড়িতে । মুহূর্তে রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে । এদিকে খবর পেয়ে বালুরঘাট দমকল কেন্দ্র থেকে ঘটনাস্থানে আসে একটি ইঞ্জিন ও বালুরঘাট থানার পুলিশ। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভাতে হাত লাগায় স্থানীয়রা । দমকলকর্মী ও স্থানীয়দের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে । ততক্ষণে বিধ্বংসী আগুনে পুড়ে যায় বাড়িতে শ্রমিকদের জন্য রাখা নগদ 70 হাজার টাকা, মেয়ের বিয়ের জন্য তৈরি করা প্রায় দুই ভরি সোনার গয়নাসহ অন্যান্য আসবাবপত্র । আগুনে বাড়ির সর্বস্ব পুড়ে গেলেও ঘটনায় কেউ জখম হননি । গ্যাস লিক করে আগুন লাগে বাড়িতে । অল্পের জন্য রক্ষা পান প্রতিবেশীরা । গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুঘাট থানার পুলিশ ও দমকল কর্মীরা ।

fire broke out
আগুনে পুড়ে ছাই

এবিষয়ে বাড়ির মালিক নিখিল দাস জানান, মুহূর্তে আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ায় ভিতর থেকে কোনও জিনিস বাইরে বের করতে পারেননি । নগদ টাকা, সোনার গয়না, টিভি, ফ্রিজ, ফ্যানসহ রেশন সামগ্রী আগুনে পুড়ে গেছে । সব মিলিয়ে প্রায় 6 লাখ টাকার জিনিস আগুনে পুড়ে গেছে । প্রশাসনিক সাহায্যের আবেদন জানিয়েছেন নিখিলবাবু।

অন্যদিকে বালুরঘাট দমকল কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস লিক করেই সম্ভবত আগুন লেগেছে। পুরো ঘটনা তারা খতিয়ে দেখছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.