ETV Bharat / state

সিটে পা তোলা নিয়ে বচসা, ট্রেন থেকে নেমে যুবকের পা ভেঙে দিল সহযাত্রী - ট্রেনের ফাঁকা সিটে পা তুলে বসার প্রতিবাদ

Fellow Passenger hit Young Man leg and broke it: ট্রেনের সিট ফাঁকা থাকায় তাতে পা তুলে বসেছিলেন এক যুবক ৷ তা দেখেই রাগে অগ্নিশর্মা হয়ে বচসা শুরু করেন এক সহযাত্রী ৷ এরপর বিষয়টি মিটে গেলেও ট্রেন থেকে নেমে ওই যুবকের পা ভেঙে দেন সহযাত্রী ৷

Etv Bharat
বালুরঘাট স্টেশন
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 4:53 PM IST

প্রত্যক্ষদর্শীর বক্তব্য

বালুরঘাট, 23 নভেম্বর: ট্রেনের ফাঁকা সিটে পা তুলে বসা নিয়ে দুই যাত্রীর মধ্যে বচসা । ট্রেন থেকে নামার পর সেই বচসা আরও বড় আকার ধারণ করল। ফলশ্রুতিতে যুবকের সেই 'পা' মেরে ভেঙেই দিল আরেক যাত্রী । শুধুমাত্র পা নয়, স্টেশনে পড়ে থাকা পাথর দিয়ে যুবকের মাথাতেও আঘাত করা হয় বলে অভিযোগ ।

মঙ্গলবার রাতে ওই ঘটনায় গুরুতর আক্রান্ত রেলযাত্রীকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে বুধবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত যুবকের স্ত্রী । পালটা অপরপক্ষ থেকেও অভিযোগ জানানো হয়েছে । সেই ব্যক্তিও পুলিশের কাছে মারধরের অভিযোগ জানিয়েছে । দুই পক্ষের অভিযোগ পেয়ে তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ।

জানা গিয়েছে আক্রান্ত রেলযাত্রীর নাম বাবু মণ্ডল । বাড়ি বালুরঘাটের সন্ধ্যা সিনেমা হল সংলগ্ন এলাকায় । বর্তমানে তিনি বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন । এদিন সন্ধ্যায় ওই যুবকের পায়ে প্লাস্টার করা হয় । পরবর্তীতে অস্ত্রোপচার করা হতে পারে বলে জানা গিয়েছে ৷ আক্রান্ত বাবু মণ্ডল ও তাঁর এক বন্ধু রঘুনাথ সূত্রধর মালদায় কাজে গিয়েছিলেন । মঙ্গলবার মালদা থেকে ফিরছিলেন তাঁরা। ওই ট্রেনেই ফিরছিলেন চকভৃগুর বাসিন্দা বিকাশ মণ্ডল। তিনি পেশায় সরকারি কর্মী। বসার সিটে পা তুলে বসায় বাবুকে মারধর করা হয় ৷ আবার পালটা মারধর করার অভিযোগ করেন বিকাশ মণ্ডলও ।

আক্রান্ত যুবকের বন্ধু তথা প্রত্যক্ষদর্শী রঘুনাথ সূত্রধর জানান, মালদা থেকে বালুরঘাট আসার পথে বুনিয়াদপুরে পরে কামরা কিছুটা ফাঁকা হয়ে যায় । সেই সময় বাবু ফাঁকা সিটে পা রেখে বলেছিল । সেই সময় অপর এক যাত্রী পা তুলে বসার প্রতিবাদ করে । এই নিয়ে দুজনের বচসা বাঁধে, এরপর থেমেও যায় । ট্রেন বালুরঘাটে পৌঁছে গেলে বাড়ি ফেরার পথে স্টেশন থেকে কিছুটা এগিয়ে এলেই হঠাৎ সেই যাত্রী বাবুর উপর আক্রমণ চালায় । একটি পাথর দিয়ে ওর মাথা ফাটিয়ে দেয় এবং সেই পায়ে আঘাত করে পা ভেঙে দেয় ।

এই বিষয়ে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা জানান, স্টেশনের কাছে একটি মারামারি হয়েছে । এই নিয়ে দুইপক্ষ থেকেই অভিযোগ এসেছে । মামলা শুরু হয়েছে । পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন :

1 গাছ ও নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ সমাজসেবীর ! ক্ষোভ উগড়ে দিলেন প্রশাসনের বিরুদ্ধে

2 মাদক কারবারের প্রতিবাদ করায় তৃণমূল নেতার বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব, আক্রান্ত গাড়ির চালকও

3 শিশুকন্যাকে অবহেলা-নারী নির্যাতনের প্রতিবাদ, নিজের মেয়েকে লক্ষ্মীরূপে পুজো দম্পতির

প্রত্যক্ষদর্শীর বক্তব্য

বালুরঘাট, 23 নভেম্বর: ট্রেনের ফাঁকা সিটে পা তুলে বসা নিয়ে দুই যাত্রীর মধ্যে বচসা । ট্রেন থেকে নামার পর সেই বচসা আরও বড় আকার ধারণ করল। ফলশ্রুতিতে যুবকের সেই 'পা' মেরে ভেঙেই দিল আরেক যাত্রী । শুধুমাত্র পা নয়, স্টেশনে পড়ে থাকা পাথর দিয়ে যুবকের মাথাতেও আঘাত করা হয় বলে অভিযোগ ।

মঙ্গলবার রাতে ওই ঘটনায় গুরুতর আক্রান্ত রেলযাত্রীকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে বুধবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত যুবকের স্ত্রী । পালটা অপরপক্ষ থেকেও অভিযোগ জানানো হয়েছে । সেই ব্যক্তিও পুলিশের কাছে মারধরের অভিযোগ জানিয়েছে । দুই পক্ষের অভিযোগ পেয়ে তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ।

জানা গিয়েছে আক্রান্ত রেলযাত্রীর নাম বাবু মণ্ডল । বাড়ি বালুরঘাটের সন্ধ্যা সিনেমা হল সংলগ্ন এলাকায় । বর্তমানে তিনি বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন । এদিন সন্ধ্যায় ওই যুবকের পায়ে প্লাস্টার করা হয় । পরবর্তীতে অস্ত্রোপচার করা হতে পারে বলে জানা গিয়েছে ৷ আক্রান্ত বাবু মণ্ডল ও তাঁর এক বন্ধু রঘুনাথ সূত্রধর মালদায় কাজে গিয়েছিলেন । মঙ্গলবার মালদা থেকে ফিরছিলেন তাঁরা। ওই ট্রেনেই ফিরছিলেন চকভৃগুর বাসিন্দা বিকাশ মণ্ডল। তিনি পেশায় সরকারি কর্মী। বসার সিটে পা তুলে বসায় বাবুকে মারধর করা হয় ৷ আবার পালটা মারধর করার অভিযোগ করেন বিকাশ মণ্ডলও ।

আক্রান্ত যুবকের বন্ধু তথা প্রত্যক্ষদর্শী রঘুনাথ সূত্রধর জানান, মালদা থেকে বালুরঘাট আসার পথে বুনিয়াদপুরে পরে কামরা কিছুটা ফাঁকা হয়ে যায় । সেই সময় বাবু ফাঁকা সিটে পা রেখে বলেছিল । সেই সময় অপর এক যাত্রী পা তুলে বসার প্রতিবাদ করে । এই নিয়ে দুজনের বচসা বাঁধে, এরপর থেমেও যায় । ট্রেন বালুরঘাটে পৌঁছে গেলে বাড়ি ফেরার পথে স্টেশন থেকে কিছুটা এগিয়ে এলেই হঠাৎ সেই যাত্রী বাবুর উপর আক্রমণ চালায় । একটি পাথর দিয়ে ওর মাথা ফাটিয়ে দেয় এবং সেই পায়ে আঘাত করে পা ভেঙে দেয় ।

এই বিষয়ে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা জানান, স্টেশনের কাছে একটি মারামারি হয়েছে । এই নিয়ে দুইপক্ষ থেকেই অভিযোগ এসেছে । মামলা শুরু হয়েছে । পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন :

1 গাছ ও নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ সমাজসেবীর ! ক্ষোভ উগড়ে দিলেন প্রশাসনের বিরুদ্ধে

2 মাদক কারবারের প্রতিবাদ করায় তৃণমূল নেতার বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব, আক্রান্ত গাড়ির চালকও

3 শিশুকন্যাকে অবহেলা-নারী নির্যাতনের প্রতিবাদ, নিজের মেয়েকে লক্ষ্মীরূপে পুজো দম্পতির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.