বালুরঘাট, 23 ফেব্রুয়ারি: বালুরঘাট বিদ্যুৎ দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী ও কৃষকরা। বোড়ো ধান চাষের মরসুমে কৃষকদের বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিদ্যুৎ বণ্টন দফতরে বিক্ষোভ দেখান তাঁরা।
সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিদ্যুৎ বণ্টন দফতরে বিক্ষোভ দেখান অমৃতখণ্ড, চিঙ্গিশপুর, কামারপাড়া এলাকার কৃষকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, এখন বোড়ো ধান চাষের মরসুম চলছে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ দফতরের বিল না-পাঠিয়ে গত শনিবার কর্মীরা গ্রামে গিয়ে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। হঠাৎ করে এই সুখা মরসুমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় সমস্যায় পড়েছে গ্রামের কৃষকরা।
আরও পড়ুন: প্রশাসনিক ও ভোট কর্মীদের টিকাকরণ শুরু বালুরঘাটে
বিদ্যুৎ সংযোগের দাবিতে এ দিন বিক্ষোভ দেখান তাঁরা। বালুরঘাট বিদ্যুৎ বণ্টন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছরের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। অবশেষে আধিকারিকরা কৃষকদের সঙ্গে আলোচনায় বসে আংশিকভাবে বিল পরিশোধের মধ্যস্থতায় আসেন। বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়ায় বিক্ষোভ তুলে নেন কৃষকরা।