ETV Bharat / state

বালুরঘাটে চিকিৎসাধীন রোগীর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতাল সুপারকে ঘেরাও

author img

By

Published : Sep 5, 2020, 5:17 PM IST

একাংশ নার্স ও আয়াদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ । অবিলম্বে তাদের উপযুক্ত শাস্তির দাবি তোলা হয়েছে।

Family agitation due to patient died at balurghat hospital
বালুরঘাটে চিকিৎসাধীন রোগীর মৃত্যু

বালুরঘাট, 5 সেপ্টেম্বর : রোগীর মৃত্যু ঘিরে ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ ৷ মৃতার নাম নমিতা ঘোষ সরকার ৷ তিনি বালুরঘাট পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের শান্তি কলোনি এলাকার বাসিন্দা ৷ ওই ওয়ার্ডের সক্রিয় তৃণমূল কর্মীও ছিলেন ৷ আজ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বালুরঘাট হাসপাতাল সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতার পরিবার ও স্থানীয়রা ৷

বৃহস্পতিবার শান্তি কলোনির ওই মহিলা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বালুরঘাট হাসপাতলে ভরতি করা হয় । গতকাল দুপুরে ওই মহিলার USG করা হয় । সেই সময় স্যালাইন ও ক্যাথিটার খোলা হয় । USG করার পর রোগীকে ফের বেডে দেওয়া হয় । তখন থেকেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয় । বিষয়টি নজরে আসে কর্তব্যরত নার্স ও আয়া মাসিদের । অভিযোগ, রোগীর শ্বাসকষ্ট শুরু হলেও অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়নি । এমনকী বন্ধ ক্যাথিটার খোলাও হয়নি । যদিও রাতে ওই রোগীকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ । তবে তখনও খোলা ছিল না ক্যাথিটার । এরপর গতকাল গভীর রাতে হাসপাতালের CCU বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগী মারা যান । বিষয়টি জানতে পেরে আজ দুপুরে হাসপাতাল সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতার পরিবার ও স্থানীয়রা । তাদের দাবি, নার্স ও আয়া মাসিদের গাফিলতির জন্যই নমিতাদেবী মারা গেছেন । এই মর্মে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে মৃতার পরিবার ও প্রতিবেশীরা । প্রতিবেশীদের পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতারাও হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান । বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তদের অবিলম্বে উপযুক্ত শাস্তি দিতে হবে ৷

প্রতিবেশী অলকা মহন্ত বলেন, প্রায় 10 ঘণ্টা নমিতার ক্যাথিটার বন্ধ ছিল । ফলে, গতরাতে শারীরিক অবস্থার অবনতি হয় ৷ রাতেই মারা যান তিনি। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি ৷

হাসপাতালের সুপার তপন কুমার বিশ্বাস বলেন, মৃতার পরিবার হাসপাতাল কর্তৃপক্ষ নয়, নার্স ও আয়া মাসিদের নামে অভিযোগ দায়ের করেছে ৷ বিষয়টি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নজরে আনা হবে । তদন্ত কমিটি গঠন করে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে । সেই তদন্তে কেউ দোষি প্রমাণিত হলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।

বালুরঘাট, 5 সেপ্টেম্বর : রোগীর মৃত্যু ঘিরে ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ ৷ মৃতার নাম নমিতা ঘোষ সরকার ৷ তিনি বালুরঘাট পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের শান্তি কলোনি এলাকার বাসিন্দা ৷ ওই ওয়ার্ডের সক্রিয় তৃণমূল কর্মীও ছিলেন ৷ আজ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বালুরঘাট হাসপাতাল সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতার পরিবার ও স্থানীয়রা ৷

বৃহস্পতিবার শান্তি কলোনির ওই মহিলা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বালুরঘাট হাসপাতলে ভরতি করা হয় । গতকাল দুপুরে ওই মহিলার USG করা হয় । সেই সময় স্যালাইন ও ক্যাথিটার খোলা হয় । USG করার পর রোগীকে ফের বেডে দেওয়া হয় । তখন থেকেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয় । বিষয়টি নজরে আসে কর্তব্যরত নার্স ও আয়া মাসিদের । অভিযোগ, রোগীর শ্বাসকষ্ট শুরু হলেও অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়নি । এমনকী বন্ধ ক্যাথিটার খোলাও হয়নি । যদিও রাতে ওই রোগীকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ । তবে তখনও খোলা ছিল না ক্যাথিটার । এরপর গতকাল গভীর রাতে হাসপাতালের CCU বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগী মারা যান । বিষয়টি জানতে পেরে আজ দুপুরে হাসপাতাল সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতার পরিবার ও স্থানীয়রা । তাদের দাবি, নার্স ও আয়া মাসিদের গাফিলতির জন্যই নমিতাদেবী মারা গেছেন । এই মর্মে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে মৃতার পরিবার ও প্রতিবেশীরা । প্রতিবেশীদের পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতারাও হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান । বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তদের অবিলম্বে উপযুক্ত শাস্তি দিতে হবে ৷

প্রতিবেশী অলকা মহন্ত বলেন, প্রায় 10 ঘণ্টা নমিতার ক্যাথিটার বন্ধ ছিল । ফলে, গতরাতে শারীরিক অবস্থার অবনতি হয় ৷ রাতেই মারা যান তিনি। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি ৷

হাসপাতালের সুপার তপন কুমার বিশ্বাস বলেন, মৃতার পরিবার হাসপাতাল কর্তৃপক্ষ নয়, নার্স ও আয়া মাসিদের নামে অভিযোগ দায়ের করেছে ৷ বিষয়টি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নজরে আনা হবে । তদন্ত কমিটি গঠন করে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে । সেই তদন্তে কেউ দোষি প্রমাণিত হলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.