ETV Bharat / state

কর্মসংস্থানের লক্ষ্যে মার্কেট কমপ্লেক্সের ভিত্তিস্থাপন দক্ষিণ দিনাজপুরে - কুশমন্ডি এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেড

কর্মসংস্থানের লক্ষ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়াল কুশমণ্ডি এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেড । বুনিয়াদপুরে তাদের উদ্যোগে মার্কেট কমপ্লেক্স হচ্ছে তা একদম অত্যাধুনিক মানের । এতে সাধারণ মানুষ-সহ বিভিন্ন কৃষিজীবী মানুষের কর্মসংস্থান হবে বলে দাবি করছে তারা ।

south dinajpur news
south dinajpur news
author img

By

Published : Sep 23, 2020, 10:31 PM IST

বংশীহারী, 23 সেপ্টেম্বর : কুশমণ্ডি এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের উদ্যোগে বুনিয়াদপুর পৌরসভার নারায়ণপুর এলাকায় মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন হল আজ । এই উদ্বোধনে উপস্থিত ছিলেন কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস, মার্কেটিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান সুনির্মল জ্যোতি বিশ্বাস এবং সিনিয়র ম্যানেজার সুরজিৎ ঘোষ-সহ আরও অনেকে ।

বুনিয়াদপুর পৌরসভায় এই প্রথম মার্কেটিং সোসাইটির পক্ষ থেকে মার্কেট কমপ্লেক্সের ব্যবস্থা নেওয়া হয়েছে কর্মসংস্থানের লক্ষ্যে । চারতলা বিশিষ্ট মার্কেট কমপ্লেক্স অত্যাধুনিক সুবিধাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যাবে । কো-অপারেটিভ সোসাইটির লক্ষ্য, খুব তাড়াতাড়ি যেন সাধারণ মানুষ-সহ বিভিন্ন কৃষিজীবী মানুষদের কর্মসংস্থান এবং রোজগারের ব্যবস্থা করা যায় । এই মার্কেট কমপ্লেক্সের 30 টি দোকান হবে বলে জানানো হয় মার্কেট কমপ্লেক্সের পক্ষ থেকে । 30টি দোকান হলে এখানে প্রায় দুশোটি পরিবারের কর্মসংস্থান হবে বলে জানা গেছে । দুই কোটি টাকা ব্যয়ে এই মার্কেট কমপ্লেক্স তৈরি হবে । বুনিয়াদপুর পৌরসভার বংশীহারী এলাকার সাধারণ মানুষ খুব খুশি এতে । কারণ এই মার্কেটিং সোসাইটি সাধারণত চলে কৃষিজীবী মানুষদের উপর এবং তাঁদের রোজগারের কথা ভেবেই এই মার্কেটিং সোসাইটি এত বড় উদ্যোগ নিয়েছে ।

এই বিষয়ে সুনির্মল জ্যোতি বিশ্বাস জানান, এই প্রথম বুনিয়াদপুরে কুশমণ্ডি এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের উদ্যোগে মার্কেট কমপ্লেক্স হচ্ছে তা একদম অত্যাধুনিক মানের । এখানে চারতলা বিশিষ্ট মার্কেট কমপ্লেক্স কর্মসংস্থানের লক্ষ্যে বানানো হচ্ছে । এখানে প্রায় 200 টি পরিবারের কর্মসংস্থান হবে । এই কমপ্লেক্সে লিফ্টসহ বিভিন্ন ব্যবস্থা থাকবে বলে জানা গেছে ।

কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস বলেন, “কুশমণ্ডি এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের উদ্যোগে নারায়ণপুর এলাকায় মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন হল । এতে প্রচুর কর্মসংস্থান হবে সাধারণ মানুষসহ কৃষিজীবী মানুষদের । আমরা মার্কেটিং সোসাইটির পাশে আছি এবং আগামী দিনেও থাকব ।”

বংশীহারী, 23 সেপ্টেম্বর : কুশমণ্ডি এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের উদ্যোগে বুনিয়াদপুর পৌরসভার নারায়ণপুর এলাকায় মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন হল আজ । এই উদ্বোধনে উপস্থিত ছিলেন কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস, মার্কেটিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান সুনির্মল জ্যোতি বিশ্বাস এবং সিনিয়র ম্যানেজার সুরজিৎ ঘোষ-সহ আরও অনেকে ।

বুনিয়াদপুর পৌরসভায় এই প্রথম মার্কেটিং সোসাইটির পক্ষ থেকে মার্কেট কমপ্লেক্সের ব্যবস্থা নেওয়া হয়েছে কর্মসংস্থানের লক্ষ্যে । চারতলা বিশিষ্ট মার্কেট কমপ্লেক্স অত্যাধুনিক সুবিধাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যাবে । কো-অপারেটিভ সোসাইটির লক্ষ্য, খুব তাড়াতাড়ি যেন সাধারণ মানুষ-সহ বিভিন্ন কৃষিজীবী মানুষদের কর্মসংস্থান এবং রোজগারের ব্যবস্থা করা যায় । এই মার্কেট কমপ্লেক্সের 30 টি দোকান হবে বলে জানানো হয় মার্কেট কমপ্লেক্সের পক্ষ থেকে । 30টি দোকান হলে এখানে প্রায় দুশোটি পরিবারের কর্মসংস্থান হবে বলে জানা গেছে । দুই কোটি টাকা ব্যয়ে এই মার্কেট কমপ্লেক্স তৈরি হবে । বুনিয়াদপুর পৌরসভার বংশীহারী এলাকার সাধারণ মানুষ খুব খুশি এতে । কারণ এই মার্কেটিং সোসাইটি সাধারণত চলে কৃষিজীবী মানুষদের উপর এবং তাঁদের রোজগারের কথা ভেবেই এই মার্কেটিং সোসাইটি এত বড় উদ্যোগ নিয়েছে ।

এই বিষয়ে সুনির্মল জ্যোতি বিশ্বাস জানান, এই প্রথম বুনিয়াদপুরে কুশমণ্ডি এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের উদ্যোগে মার্কেট কমপ্লেক্স হচ্ছে তা একদম অত্যাধুনিক মানের । এখানে চারতলা বিশিষ্ট মার্কেট কমপ্লেক্স কর্মসংস্থানের লক্ষ্যে বানানো হচ্ছে । এখানে প্রায় 200 টি পরিবারের কর্মসংস্থান হবে । এই কমপ্লেক্সে লিফ্টসহ বিভিন্ন ব্যবস্থা থাকবে বলে জানা গেছে ।

কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস বলেন, “কুশমণ্ডি এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের উদ্যোগে নারায়ণপুর এলাকায় মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন হল । এতে প্রচুর কর্মসংস্থান হবে সাধারণ মানুষসহ কৃষিজীবী মানুষদের । আমরা মার্কেটিং সোসাইটির পাশে আছি এবং আগামী দিনেও থাকব ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.