ETV Bharat / state

জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের সংবর্ধনা বালুরঘাটের দুটি সংগঠনের

কোরোনা যুদ্ধে সামনে থেকে লড়াই করা জরুরি পরিষেবা কর্মীদের সংবর্ধনা দিল বালুরঘাটের দুটি সংগঠন। শনিবার পুলিশ, স্বাস্থ্য কর্মী ও সংবাদ মাধ্যম কর্মীদের কুর্নিশ জানাতে পুষ্পবৃষ্টি করা হয়। তাঁদের হাতে তুলে দেওয়া ঠান্ডা পানীয় ও বিস্কুটের প্যাকেট।

Reception of emergency services employees
বালুরঘাট
author img

By

Published : May 16, 2020, 11:42 PM IST

বালুরঘাট, 16 মে: কোরোনা মোকাবিলায় সামনে থেকে লড়াই করা জরুরি পরিষেবা কর্মীদের সংবর্ধিত করল বালুরঘাটের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার সকালে বালুরঘাট পৌরসভার সামনে থেকে শুরু হয় এই কর্মসূচি। এদিন স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মী ও সংবাদ মাধ্যম কর্মীদের উৎসাহ দিতে সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের পক্ষ থেকে পুষ্পবর্ষণ করা হয়। প্রতিনিয়ত যাঁরা পথে নেমে মানুষের সেবায় নিয়োজিত তাঁদের হাতে ঠান্ডা পানীয় তুলে দেন সংগঠনের সদস্যরা।

লকডাউনে অধিকাংশ মানুষ যখন মারণ ভাইরাস থেকে নিস্তার পেতে ঘরেই সুরক্ষিত, সেই সময় জীবনের ঝুঁকি প্রতিদিন পথে নেমে কোরোনার সঙ্গে যুদ্ধে সামনে থেকে লড়ছেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। সেই পুলিশ কর্মী, স্বাস্থ্য কর্মী ও সংবাদ কর্মীদের এদিন সংবর্ধনা জানাল বালুরঘাটের সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশন। সকালে বালুরঘাট পৌরসভার সামনে থেকে শুরু হলেও দুপুরে পতিরাম এলাকায় অবধি চলে কর্মসূচি। শনিবার জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের উৎসাহ বাড়াতে তাঁদের কর্মস্থলেই পুষ্পবর্ষণ করা হয়। এছাড়াও রোদে গরমে মানুষের সেবায় নিয়োজিত মানুষগুলোর হাতে ঠান্ডা পানীয়, জল ও বিস্কুটের প্যাকেট তুলে দেওয়া হয়। সংগঠনের তরফে আজ এমন 800 জন কোরোনা যোদ্ধার হাতে পানীয় ও বিস্কুটের প্যাকেট তুলে দেওয়া হয়।

Reception of emergency services employees
পুলিশ কর্মীদের ঠান্ডা পানীয় বিতরণ বালুরঘাটে।

অন্যদিকে বালুরঘাট জটালি মোড় এলাকায় "সবজি ATM" নামের একটি সংগঠন কাজ করছে লকডাউনে। যারা বিনামূল্যে সবজি বিতরণ করছে দুস্থদের। সেই সংগঠনের তরফেও আজ স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, দমকলকর্মী ও সংবাদ মাধ্যমের কর্মীদের ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

এই বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের গৌতম গোস্বামী জানান, কোরোনা মোকাবিলায় এইসব মানুষরা মাঠে নেমে কাজ করছেন। তাঁদের কুর্নিশ জানাতেই ছোট্ট প্রয়াস।

সবজি ATM-এর প্রেমানন্দ শীল জানান, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও সংবাদ মাধ্যম কর্মীরা সামনে থেকে প্রাণের ঝুঁকি নিয়ে কর্তব্য করে চলেছেন। তাঁদের কাজকে সম্মান জানাতেই এই সংবর্ধনা।

বালুরঘাট, 16 মে: কোরোনা মোকাবিলায় সামনে থেকে লড়াই করা জরুরি পরিষেবা কর্মীদের সংবর্ধিত করল বালুরঘাটের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার সকালে বালুরঘাট পৌরসভার সামনে থেকে শুরু হয় এই কর্মসূচি। এদিন স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মী ও সংবাদ মাধ্যম কর্মীদের উৎসাহ দিতে সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের পক্ষ থেকে পুষ্পবর্ষণ করা হয়। প্রতিনিয়ত যাঁরা পথে নেমে মানুষের সেবায় নিয়োজিত তাঁদের হাতে ঠান্ডা পানীয় তুলে দেন সংগঠনের সদস্যরা।

লকডাউনে অধিকাংশ মানুষ যখন মারণ ভাইরাস থেকে নিস্তার পেতে ঘরেই সুরক্ষিত, সেই সময় জীবনের ঝুঁকি প্রতিদিন পথে নেমে কোরোনার সঙ্গে যুদ্ধে সামনে থেকে লড়ছেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। সেই পুলিশ কর্মী, স্বাস্থ্য কর্মী ও সংবাদ কর্মীদের এদিন সংবর্ধনা জানাল বালুরঘাটের সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশন। সকালে বালুরঘাট পৌরসভার সামনে থেকে শুরু হলেও দুপুরে পতিরাম এলাকায় অবধি চলে কর্মসূচি। শনিবার জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের উৎসাহ বাড়াতে তাঁদের কর্মস্থলেই পুষ্পবর্ষণ করা হয়। এছাড়াও রোদে গরমে মানুষের সেবায় নিয়োজিত মানুষগুলোর হাতে ঠান্ডা পানীয়, জল ও বিস্কুটের প্যাকেট তুলে দেওয়া হয়। সংগঠনের তরফে আজ এমন 800 জন কোরোনা যোদ্ধার হাতে পানীয় ও বিস্কুটের প্যাকেট তুলে দেওয়া হয়।

Reception of emergency services employees
পুলিশ কর্মীদের ঠান্ডা পানীয় বিতরণ বালুরঘাটে।

অন্যদিকে বালুরঘাট জটালি মোড় এলাকায় "সবজি ATM" নামের একটি সংগঠন কাজ করছে লকডাউনে। যারা বিনামূল্যে সবজি বিতরণ করছে দুস্থদের। সেই সংগঠনের তরফেও আজ স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, দমকলকর্মী ও সংবাদ মাধ্যমের কর্মীদের ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

এই বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের গৌতম গোস্বামী জানান, কোরোনা মোকাবিলায় এইসব মানুষরা মাঠে নেমে কাজ করছেন। তাঁদের কুর্নিশ জানাতেই ছোট্ট প্রয়াস।

সবজি ATM-এর প্রেমানন্দ শীল জানান, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও সংবাদ মাধ্যম কর্মীরা সামনে থেকে প্রাণের ঝুঁকি নিয়ে কর্তব্য করে চলেছেন। তাঁদের কাজকে সম্মান জানাতেই এই সংবর্ধনা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.