ETV Bharat / state

বন্ধ ট্রেন পরিষেবা, মালদার সুস্বাদু আম থেকে বঞ্চিত বালুরঘাট-সহ জেলাবাসী - people of south dinajpur deprived of the delicious mangoes of Malda

মালদা থেকে আম না আসায়, জেলার ভাগলপুর, চাকদহের আম বিক্রি করছেন ব্যবসায়ীরা । কিন্তু তার দাম অনেকটাই বেশি ।

আম
আম
author img

By

Published : Jun 25, 2020, 9:06 PM IST

বালুরঘাট, 25 জুন : গরমে শেষপাতে আম না থাকলে জমে না বাঙালির । কিন্তু, এবার কোরোনা সংক্রমণ ও লকডাউন সেই স্বাদ আস্বাদনে বাধ সেধেছে । বন্ধ ট্রেন চলাচল । তাই আমের জোগানেও ভাটা পড়েছে । আর এর জেরেই এবার মালদার সুস্বাদু আম থেকে বঞ্চিত হচ্ছেন দক্ষিণ দিনাজপুরের মানুষজন । জেলার আমই চড়া দামে কিনে চাহিদা মেটাচ্ছেন তাঁরা ।

প্রতিবছর গরমের সময়ে দেড়-দু'মাস ধরে বালুরঘাট হাইস্কুল মাঠে অস্থায়ী আমের বাজার বসে । মূলত গৌড়লিঙ্ক এক্সপ্রেস করেই মালদা থেকে জেলায় আম ঢুকত । পসরা সাজিয়ে শতাধিক দোকানি আম বিক্রি করতেন । জেলার নানা প্রান্ত থেকে আম কিনতে আসতেন মানুষজন । সকাল থেকেই গমগম করত বাজার চত্বর । এর জেরে বেশ কয়েকবছর ধরে বাড়তি লাভের মুখ দেখতেন মালদা ও জেলার ব্যবসায়ীরা । কিন্তু এবার সেই কেনা-বেচা বন্ধ । কারণ দীর্ঘ লকডাউনে বালুরঘাট ও মালদার মধ্যে বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা । তাই মালদা থেকে আমের জোগানও বন্ধ । লরি করে সড়কপথে কিছু আম এলেও, তার দাম আকাশছোঁয়া । কারণ পরিমাণ কম । এই পরিস্থিতিতে জেলার মধ্যেই ভাগলপুর, চাকদহের আম বিক্রি করছেন ব্যবসায়ীরা । মালদার আমের থেকে সেই আমের দাম অনেক বেশি । হিমসাগর বিক্রি হচ্ছে 80 টাকা প্রতি কেজি । ল্যাংড়া আমও 70-র আশপাশে । একটু খারাপ হলে 60-70 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে ।

image
জেলার আম নিয়ে ব্যবসা শুরু করেছেন স্থানীয় ব্যবসায়ীরা

এবিষয়ে আম ব্যবসায়ী রাজুচন্দ্র দাস ও কৌশিক সাহা বলেন, "আপাতত ভাগলপুর ও চাকদহের আমই বিক্রি করতে হচ্ছে । একদিকে অতিবৃষ্টি, ঝড় । তারউপর লকডাউনে বন্ধ ট্রেন পরিষেবা । এসবের জেরেই মালদা এবার আর আম আসছে না । অনেকে আবার আম ছেড়ে লিচু বিক্রি শুরু করছেন । মালদার আম না আসায়, বাজারে আমের পরিমাণও কম । তাই দাম অনেক বেশি । নিম্নমধ্যবিত্ত তো আম কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে । আমের বিক্রিও কম । তাই ব্যবসায় লোকসান হচ্ছে ।"

নাম প্রকাশে অনিচ্ছুক বালুরঘাট স্টেশনের এক রেল কর্মী জানান, কবে বালুরঘাট-মালদার রেল পরিষেবা চালু হবে, তা এখনই বলা মুশকিল । পরিষেবা চালু নিয়ে এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা আসেনি ।

বালুরঘাট, 25 জুন : গরমে শেষপাতে আম না থাকলে জমে না বাঙালির । কিন্তু, এবার কোরোনা সংক্রমণ ও লকডাউন সেই স্বাদ আস্বাদনে বাধ সেধেছে । বন্ধ ট্রেন চলাচল । তাই আমের জোগানেও ভাটা পড়েছে । আর এর জেরেই এবার মালদার সুস্বাদু আম থেকে বঞ্চিত হচ্ছেন দক্ষিণ দিনাজপুরের মানুষজন । জেলার আমই চড়া দামে কিনে চাহিদা মেটাচ্ছেন তাঁরা ।

প্রতিবছর গরমের সময়ে দেড়-দু'মাস ধরে বালুরঘাট হাইস্কুল মাঠে অস্থায়ী আমের বাজার বসে । মূলত গৌড়লিঙ্ক এক্সপ্রেস করেই মালদা থেকে জেলায় আম ঢুকত । পসরা সাজিয়ে শতাধিক দোকানি আম বিক্রি করতেন । জেলার নানা প্রান্ত থেকে আম কিনতে আসতেন মানুষজন । সকাল থেকেই গমগম করত বাজার চত্বর । এর জেরে বেশ কয়েকবছর ধরে বাড়তি লাভের মুখ দেখতেন মালদা ও জেলার ব্যবসায়ীরা । কিন্তু এবার সেই কেনা-বেচা বন্ধ । কারণ দীর্ঘ লকডাউনে বালুরঘাট ও মালদার মধ্যে বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা । তাই মালদা থেকে আমের জোগানও বন্ধ । লরি করে সড়কপথে কিছু আম এলেও, তার দাম আকাশছোঁয়া । কারণ পরিমাণ কম । এই পরিস্থিতিতে জেলার মধ্যেই ভাগলপুর, চাকদহের আম বিক্রি করছেন ব্যবসায়ীরা । মালদার আমের থেকে সেই আমের দাম অনেক বেশি । হিমসাগর বিক্রি হচ্ছে 80 টাকা প্রতি কেজি । ল্যাংড়া আমও 70-র আশপাশে । একটু খারাপ হলে 60-70 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে ।

image
জেলার আম নিয়ে ব্যবসা শুরু করেছেন স্থানীয় ব্যবসায়ীরা

এবিষয়ে আম ব্যবসায়ী রাজুচন্দ্র দাস ও কৌশিক সাহা বলেন, "আপাতত ভাগলপুর ও চাকদহের আমই বিক্রি করতে হচ্ছে । একদিকে অতিবৃষ্টি, ঝড় । তারউপর লকডাউনে বন্ধ ট্রেন পরিষেবা । এসবের জেরেই মালদা এবার আর আম আসছে না । অনেকে আবার আম ছেড়ে লিচু বিক্রি শুরু করছেন । মালদার আম না আসায়, বাজারে আমের পরিমাণও কম । তাই দাম অনেক বেশি । নিম্নমধ্যবিত্ত তো আম কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে । আমের বিক্রিও কম । তাই ব্যবসায় লোকসান হচ্ছে ।"

নাম প্রকাশে অনিচ্ছুক বালুরঘাট স্টেশনের এক রেল কর্মী জানান, কবে বালুরঘাট-মালদার রেল পরিষেবা চালু হবে, তা এখনই বলা মুশকিল । পরিষেবা চালু নিয়ে এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা আসেনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.