ETV Bharat / state

নামেই বাসস্ট্যান্ড, রাতে শুধু নেশাই নেশা ! - drug

বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকায় রাতের বেলা চলছে অসামাজিক কাজকর্ম ।

বুনিয়াদপুর বাসস্ট্যান্ড
author img

By

Published : Jun 19, 2019, 3:15 PM IST

Updated : Jun 19, 2019, 3:23 PM IST

বংশীহারী, 19 জুন : বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকা ট্রাক টার্মিনাসে পরিণত হয়েছে । পাশাপাশি রাতের বেলা চলছে অসামাজিক কাজকর্ম । বাসস্ট্যান্ডে বাস কম ঢোকার জন্য সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকছে । এবং স্থানীয় কয়েকজন ঠিকাদার এই বাসস্ট্যান্ডকে ইট রাখার জায়গা হিসেবে বেছে নিয়েছে । কিন্তু প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয়দের ।

কয়েকবছর আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন বিপ্লব মিত্রের প্রচেষ্টায় বুনিয়াদপুর বাসস্ট্যান্ডটি নির্মাণ হয়েছিল । কালিয়াগঞ্জ, বালুরঘাট এবং মালদা বালুরঘাটগামী সমস্ত বাস এখানে দাঁড়াত । কিন্তু কিছুদিন যাওয়ার পর দেখা যায়, এই বাসস্ট্যান্ড এলাকায় সকাল বেলা মালদা-রায়গঞ্জগামী সমস্ত বাস যাতায়াতের জন্য আসা যাওয়া করে । কিন্তু দুপুর থেকে কোনও বাস স্ট্যান্ডে ঢোকে না । তাই জায়গা দখল করেছে ট্রাক মালিকরা । এবিষয়ে এলাকাবাসী বহুবার প্রশাসনকে জানিয়েছে । কাজের কাজ কিছু হয়নি ।

স্থানীয় বাসিন্দা নারায়ণ মণ্ডল বলেন, "বাসস্ট্যান্ডে রাতের বেলায় বসে নেশার আসর । অল্প বয়সি ছেলেরা বিভিন্ন বয়সের লোকের সাথে বসে কফ শিরাপের নেশা করে । কিন্তু পুলিশ প্রশাসনের এই বিষয়ে কোনও নজর নেই ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মণ বলেন, "এই সমস্যার কথা আমি শুনেছিলাম । এই বিষয়ে মহকুমাশাসকের দপ্তরে বিভিন্ন বাস মালিক সহ প্রশাসনের কর্তাদের সঙ্গে গত 12 জুন কথা হয়েছে । আগামী 20 তারিখ আবার এই সমস্যা নিয়ে আলোচনায় বসব । আশা করছি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে ।"

এই বিষয়ে বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার বলেন, "বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকার মতো জায়গাতে যে এমন ঘটনা ঘটতে পারে তা ভাবা যায়নি । আমি নিজে যাব এবং খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেব ।"

বংশীহারী, 19 জুন : বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকা ট্রাক টার্মিনাসে পরিণত হয়েছে । পাশাপাশি রাতের বেলা চলছে অসামাজিক কাজকর্ম । বাসস্ট্যান্ডে বাস কম ঢোকার জন্য সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকছে । এবং স্থানীয় কয়েকজন ঠিকাদার এই বাসস্ট্যান্ডকে ইট রাখার জায়গা হিসেবে বেছে নিয়েছে । কিন্তু প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয়দের ।

কয়েকবছর আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন বিপ্লব মিত্রের প্রচেষ্টায় বুনিয়াদপুর বাসস্ট্যান্ডটি নির্মাণ হয়েছিল । কালিয়াগঞ্জ, বালুরঘাট এবং মালদা বালুরঘাটগামী সমস্ত বাস এখানে দাঁড়াত । কিন্তু কিছুদিন যাওয়ার পর দেখা যায়, এই বাসস্ট্যান্ড এলাকায় সকাল বেলা মালদা-রায়গঞ্জগামী সমস্ত বাস যাতায়াতের জন্য আসা যাওয়া করে । কিন্তু দুপুর থেকে কোনও বাস স্ট্যান্ডে ঢোকে না । তাই জায়গা দখল করেছে ট্রাক মালিকরা । এবিষয়ে এলাকাবাসী বহুবার প্রশাসনকে জানিয়েছে । কাজের কাজ কিছু হয়নি ।

স্থানীয় বাসিন্দা নারায়ণ মণ্ডল বলেন, "বাসস্ট্যান্ডে রাতের বেলায় বসে নেশার আসর । অল্প বয়সি ছেলেরা বিভিন্ন বয়সের লোকের সাথে বসে কফ শিরাপের নেশা করে । কিন্তু পুলিশ প্রশাসনের এই বিষয়ে কোনও নজর নেই ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মণ বলেন, "এই সমস্যার কথা আমি শুনেছিলাম । এই বিষয়ে মহকুমাশাসকের দপ্তরে বিভিন্ন বাস মালিক সহ প্রশাসনের কর্তাদের সঙ্গে গত 12 জুন কথা হয়েছে । আগামী 20 তারিখ আবার এই সমস্যা নিয়ে আলোচনায় বসব । আশা করছি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে ।"

এই বিষয়ে বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার বলেন, "বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকার মতো জায়গাতে যে এমন ঘটনা ঘটতে পারে তা ভাবা যায়নি । আমি নিজে যাব এবং খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেব ।"

Intro:

এই বিষয়ে বংশী হারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনজিত সরকার জানান বুনিয়াদপুর বাস্ট্যান্ড এলাকার মতো জায়গাতে যে হবে ভাবা যায় নি ।আমি নিজে যাবো এবং খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিবো ।





Body:
বুনিয়াদপুর বাস্টান্ড এলাকা ট্রাক টার্মিনাসে পরিণত হয়েছে এবং রাতের বেলা চলে অসামাজিক
কাজ ,প্রশাসনের হেলদোল নেই ।।

বংশী হারি : 18 জুন : - বুনিয়াদপুর বাস্ট্যান্ড এলাকা সহ সমস্ত এলাকা ট্রাক টার্মিনাসে পরিণত হয়েছে ।কোনো বাস না ঢোকার জন্য সেখানে সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকছে এBবং স্থানীয় কয়েকজন ঠিকাদার তাদের ইট রাখার জায়গা হিসাবে বেছে নিয়েছে এই বাস্টান্ড ।

কয়েকবছর আগে উত্তর বঙ্গ উন্নয়ন দপ্তরের ভাইস প্রেসিডেন্ট থাকা কালীন বিপ্লন মিত্রের প্রচেষ্টায় বুনিয়াদপুর অবস্থিত এই বাস্টান্ড টি নির্মাণ হয় ।কালিয়াগঞ্জ বালুরঘাট এবং মালদা বালুরঘাট গামী সমস্ত বাস এইখানে দাঁড়াবে ।কিন্তু কিছুদিন যাবার পর দেখা যায় এই বাস্টান্ড এলাকায় সকাল বেলা মালদা রায়গঞ্জ গামী সমস্ত বাস যাতায়াতের জন্য আসা যাওয়া করলেও দুপুর থেকে কোনো বাস ঢোকে না ।সেই কারণে বাস ঢোকার জায়গা দখল করেছে ট্রাক মালিকরা ।এই বিষয় নিয়ে এলাকাবাসীরা বহুবার প্রশাসন কে বলেও কোনো কাজ না হওয়ায় ট্রাক থাকার জন্য এই বাস টার্মিনাসে চলে রাতের বেলা নেশার আসর ।এখানে খুব কম বয়সী ছেলে ট্যেকে শুরু করে বিভিন্য বয়সের লোকজন কফ সিরাপের নেশা খুব সহজে করতে পারে ।কারণ বাস্টান্ডে কোনো রকমের পুলিশ প্রশাসনের নজর নেই ।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা নারায়ণ মন্ডল জানান আমরা বহুবার এই সমস্যা র কথা প্রশাসন কে জানিয়েছি , তাও কোনো কাজ হয় নি ।তবে বিভিন্য বয়সের ছেলেরা এই সমস্ত নেশা করার জন্য তাদের ভবিষ্যৎ অন্ধকারের পথে নেমে আসছে ।খুব তাড়াতাড়ি প্রশাসনের উচিৎ এই সমস্ত বন্ধ করা ।
বুনিয়াদপুর বাস্ট্যান্ড এলাকা সহ সমস্ত এলাকা ট্রাক টার্মিনাসে পরিণত হয়েছে ।কোনো বাস না ঢোকার জন্য সেখানে সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকছে ।প্রশাসনের উচিৎ এই সমস্ত বন্ধ করে আবার চালু করা ।

বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান অখিল বর্মন বলেন এই সমস্যার কথা আমি শুনেছি ।সেই কারণে মহকুমা শাসকের দপ্তরে সেই জন্য বিভিন্য বাস মালিক সহ প্রশাসনের কর্তাদের সাথে গত 12 জুন কথা হয়েছে ।আগামী 20 তারিখ আবার এই সমস্যা নিয়ে বসবো । আসা করছি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে ।

এই বিষয়ে বংশী হারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনজিত সরকার জানান বুনিয়াদপুর বাস্ট্যান্ড এলাকার মতো জায়গাতে যে হবে ভাবা যায় নি ।আমি নিজে যাবো এবং খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিবো ।








Conclusion:বুনিয়াদপুর বাস্টান্ড এলাকা ট্রাক টার্মিনাসে পরিণত হয়েছে এবং রাতের বেলা চলে অসামাজিক
কাজ ,প্রশাসনের হেলদোল নেই ।।

বংশী হারি : 18 জুন : - বুনিয়াদপুর বাস্ট্যান্ড এলাকা সহ সমস্ত এলাকা ট্রাক টার্মিনাসে পরিণত হয়েছে ।কোনো বাস না ঢোকার জন্য সেখানে সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকছে এBবং স্থানীয় কয়েকজন ঠিকাদার তাদের ইট রাখার জায়গা হিসাবে বেছে নিয়েছে এই বাস্টান্ড ।

কয়েকবছর আগে উত্তর বঙ্গ উন্নয়ন দপ্তরের ভাইস প্রেসিডেন্ট থাকা কালীন বিপ্লন মিত্রের প্রচেষ্টায় বুনিয়াদপুর অবস্থিত এই বাস্টান্ড টি নির্মাণ হয় ।কালিয়াগঞ্জ বালুরঘাট এবং মালদা বালুরঘাট গামী সমস্ত বাস এইখানে দাঁড়াবে ।কিন্তু কিছুদিন যাবার পর দেখা যায় এই বাস্টান্ড এলাকায় সকাল বেলা মালদা রায়গঞ্জ গামী সমস্ত বাস যাতায়াতের জন্য আসা যাওয়া করলেও দুপুর থেকে কোনো বাস ঢোকে না ।সেই কারণে বাস ঢোকার জায়গা দখল করেছে ট্রাক মালিকরা ।এই বিষয় নিয়ে এলাকাবাসীরা বহুবার প্রশাসন কে বলেও কোনো কাজ না হওয়ায় ট্রাক থাকার জন্য এই বাস টার্মিনাসে চলে রাতের বেলা নেশার আসর ।এখানে খুব কম বয়সী ছেলে ট্যেকে শুরু করে বিভিন্য বয়সের লোকজন কফ সিরাপের নেশা খুব সহজে করতে পারে ।কারণ বাস্টান্ডে কোনো রকমের পুলিশ প্রশাসনের নজর নেই ।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা নারায়ণ মন্ডল জানান আমরা বহুবার এই সমস্যা র কথা প্রশাসন কে জানিয়েছি , তাও কোনো কাজ হয় নি ।তবে বিভিন্য বয়সের ছেলেরা এই সমস্ত নেশা করার জন্য তাদের ভবিষ্যৎ অন্ধকারের পথে নেমে আসছে ।খুব তাড়াতাড়ি প্রশাসনের উচিৎ এই সমস্ত বন্ধ করা ।
বুনিয়াদপুর বাস্ট্যান্ড এলাকা সহ সমস্ত এলাকা ট্রাক টার্মিনাসে পরিণত হয়েছে ।কোনো বাস না ঢোকার জন্য সেখানে সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকছে ।প্রশাসনের উচিৎ এই সমস্ত বন্ধ করে আবার চালু করা ।

বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান অখিল বর্মন বলেন এই সমস্যার কথা আমি শুনেছি ।সেই কারণে মহকুমা শাসকের দপ্তরে সেই জন্য বিভিন্য বাস মালিক সহ প্রশাসনের কর্তাদের সাথে গত 12 জুন কথা হয়েছে ।আগামী 20 তারিখ আবার এই সমস্যা নিয়ে বসবো । আসা করছি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে ।



বুনিয়াদপুর বাস্টান্ড এলাকা ট্রাক টার্মিনাসে পরিণত হয়েছে এবং রাতের বেলা চলে অসামাজিক
কাজ ,প্রশাসনের হেলদোল নেই ।।

বংশী হারি : 18 জুন : - বুনিয়াদপুর বাস্ট্যান্ড এলাকা সহ সমস্ত এলাকা ট্রাক টার্মিনাসে পরিণত হয়েছে ।কোনো বাস না ঢোকার জন্য সেখানে সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকছে এBবং স্থানীয় কয়েকজন ঠিকাদার তাদের ইট রাখার জায়গা হিসাবে বেছে নিয়েছে এই বাস্টান্ড ।

কয়েকবছর আগে উত্তর বঙ্গ উন্নয়ন দপ্তরের ভাইস প্রেসিডেন্ট থাকা কালীন বিপ্লন মিত্রের প্রচেষ্টায় বুনিয়াদপুর অবস্থিত এই বাস্টান্ড টি নির্মাণ হয় ।কালিয়াগঞ্জ বালুরঘাট এবং মালদা বালুরঘাট গামী সমস্ত বাস এইখানে দাঁড়াবে ।কিন্তু কিছুদিন যাবার পর দেখা যায় এই বাস্টান্ড এলাকায় সকাল বেলা মালদা রায়গঞ্জ গামী সমস্ত বাস যাতায়াতের জন্য আসা যাওয়া করলেও দুপুর থেকে কোনো বাস ঢোকে না ।সেই কারণে বাস ঢোকার জায়গা দখল করেছে ট্রাক মালিকরা ।এই বিষয় নিয়ে এলাকাবাসীরা বহুবার প্রশাসন কে বলেও কোনো কাজ না হওয়ায় ট্রাক থাকার জন্ বেলা নেশার আসর ।এখানে খুব কম বয়সী ছেলে ট্যেকে শুরু করে বিভিন্য বয়সের লোকজন কফ সিরাপের নেশা খুব সহযেই করতে পারে ।

এই বিষয়ে বংশী হারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনজিত সরকার জানান বুনিয়াদপুর বাস্ট্যান্ড এলাকার মতো জায়গাতে যে হবে ভাবা যায় নি ।আমি নিজে যাবো এবং খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিবো ।




Last Updated : Jun 19, 2019, 3:23 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.