ETV Bharat / state

দল থেকে বহিষ্কৃত দক্ষিণ দিনাজপুরের 3 তৃণমূল নেতা

author img

By

Published : Oct 18, 2020, 3:04 PM IST

দলের পদে থেকে পদের অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগে প্রথমে তিন তৃণমূল নেতাকে শোকজ় করা হয় ৷ তারপর শোকজ়ের উত্তরে সন্তুষ্ট না হওয়ায় তাঁদের দল থেকে বহিষ্কার করেন জেলা সভাপতি গৌতম দাস ৷

দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি

বংশীহারী , 18 অক্টোবর : দক্ষিণ দিনাজপুর জেলার তিন তৃণমূল নেতাকে দল থেকে বহিষ্কার করা হল । গতকাল বালুরঘাটে তৃণমূল জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে একথা জানালেন তৃণমূল জেলা সভাপতি গৌতম দাস । 24 অগাস্ট ওই তিন তৃণমূল নেতাকে শোকজ় করা হয় । দলের পদে থেকে পদের অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগ করায় তাদের শোকজ় করা হয়েছে বলে জানিয়েছিলেন জেলা সভাপতি গৌতম দাস । এরপর গতকাল সাংবাদিক বৈঠক করে গৌতম দাস জানান , শোকজ়ের উত্তরে জেলা কমিটি সন্তুষ্ট না হওয়ায় তাঁদের দল থেকে বহিষ্কার করা হল ।

কয়েক মাস আগে অর্পিতা ঘোষ-এর জায়গায় নতুন তৃণমূল জেলা সভাপতি হন গৌতম দাস । উল্লেখ্য, আগের কমিটিতে শুভাশিস পাল ওরফে সোনা এবং দেবাশিস মজুমদার ওরফে দেবা দুজনেই জেলা কার্যকরী সভাপতি ছিলেন । এর আগে সুনির্মল জ্যোতি বিশ্বাস তৃণমূলের জেলা সম্পাদক ছিলেন। রাজনৈতিক মহলের মতে, দলের এই তিন গুরুত্বপূর্ণ নেতাকে বহিষ্কার করা যে দলের অন্তর্কলহ তা বলাই বাহুল্য । শনিবার অর্থাৎ গতকাল বিকেলে , বালুরঘাট কাঠালপাড়া এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস । জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান শংকর চক্রবর্তী, জেলা তৃণমূলের যুগ্ম কো-অর্ডিনেটর সুভাষ চাকি ও ললিতা টিজ্ঞা । মূলত , তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তৃণমূলের জেলা সভাপতি সহ অন্য নেতারা। BJP শাসিত রাজ্যে যেখানে নারীরা অসুরক্ষিত তার তুলনায় পশ্চিমবঙ্গে নারীরা অনেক সুরক্ষিত বলা হয় ৷ পাশাপাশি , রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে তৃণমূল নেতৃত্ব ।

অন্যদিকে , বহিষ্কৃত নেতা সুনির্মল জ্যোতি বিশ্বাস তাঁর বহিষ্কারের বিরুদ্ধে সরব হয়েছেন । তাঁর অভিযোগ, চেয়ারম্যান দলে নিজের পথ পরিষ্কার করে পরিবারতন্ত্র কায়েম করতে তাঁদের বহিষ্কার করেছেন । আরও বলেন, জেলা সভাপতি গৌতম দাস এখনও কংগ্রেস-বাম জোটের বিধায়ক ৷ তাই আগামী নির্বাচনের আগে অবধি যদি এভাবে চলে তাহলে তৃণমূলের ভরাডুবি নিশ্চিত ।

বংশীহারী , 18 অক্টোবর : দক্ষিণ দিনাজপুর জেলার তিন তৃণমূল নেতাকে দল থেকে বহিষ্কার করা হল । গতকাল বালুরঘাটে তৃণমূল জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে একথা জানালেন তৃণমূল জেলা সভাপতি গৌতম দাস । 24 অগাস্ট ওই তিন তৃণমূল নেতাকে শোকজ় করা হয় । দলের পদে থেকে পদের অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগ করায় তাদের শোকজ় করা হয়েছে বলে জানিয়েছিলেন জেলা সভাপতি গৌতম দাস । এরপর গতকাল সাংবাদিক বৈঠক করে গৌতম দাস জানান , শোকজ়ের উত্তরে জেলা কমিটি সন্তুষ্ট না হওয়ায় তাঁদের দল থেকে বহিষ্কার করা হল ।

কয়েক মাস আগে অর্পিতা ঘোষ-এর জায়গায় নতুন তৃণমূল জেলা সভাপতি হন গৌতম দাস । উল্লেখ্য, আগের কমিটিতে শুভাশিস পাল ওরফে সোনা এবং দেবাশিস মজুমদার ওরফে দেবা দুজনেই জেলা কার্যকরী সভাপতি ছিলেন । এর আগে সুনির্মল জ্যোতি বিশ্বাস তৃণমূলের জেলা সম্পাদক ছিলেন। রাজনৈতিক মহলের মতে, দলের এই তিন গুরুত্বপূর্ণ নেতাকে বহিষ্কার করা যে দলের অন্তর্কলহ তা বলাই বাহুল্য । শনিবার অর্থাৎ গতকাল বিকেলে , বালুরঘাট কাঠালপাড়া এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস । জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান শংকর চক্রবর্তী, জেলা তৃণমূলের যুগ্ম কো-অর্ডিনেটর সুভাষ চাকি ও ললিতা টিজ্ঞা । মূলত , তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তৃণমূলের জেলা সভাপতি সহ অন্য নেতারা। BJP শাসিত রাজ্যে যেখানে নারীরা অসুরক্ষিত তার তুলনায় পশ্চিমবঙ্গে নারীরা অনেক সুরক্ষিত বলা হয় ৷ পাশাপাশি , রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে তৃণমূল নেতৃত্ব ।

অন্যদিকে , বহিষ্কৃত নেতা সুনির্মল জ্যোতি বিশ্বাস তাঁর বহিষ্কারের বিরুদ্ধে সরব হয়েছেন । তাঁর অভিযোগ, চেয়ারম্যান দলে নিজের পথ পরিষ্কার করে পরিবারতন্ত্র কায়েম করতে তাঁদের বহিষ্কার করেছেন । আরও বলেন, জেলা সভাপতি গৌতম দাস এখনও কংগ্রেস-বাম জোটের বিধায়ক ৷ তাই আগামী নির্বাচনের আগে অবধি যদি এভাবে চলে তাহলে তৃণমূলের ভরাডুবি নিশ্চিত ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.