ETV Bharat / state

কেন সাংসদকে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ ? জানতে চেয়ে SP-কে চিঠি - লকডাউন পরিস্থিতি

বালুরঘাটের মহকুমাশাসক বিশ্বরঞ্জন মুখ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারকে 14 দিনের হোম কোয়ারানটিনে থাকার জন্য সরকারি চিঠি দিয়েছিলেন । কিন্তু কী কারণে হোম কোয়ারানটিনে থাকতে হবে, তা জানতে চেয়ে পুলিশ সুপারকে চিঠি দিল জেলা BJP।

বালুরঘাট
বালুরঘাট
author img

By

Published : Apr 30, 2020, 7:27 PM IST

বালুরঘাট, 30 এপ্রিল : বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে কী কারণে 14 দিনের জন্য হোম কোয়ারানটিনে থাকতে হবে ? তা জানতে চেয়ে পুলিশ সুপার দেবর্ষি দত্তকে চিঠি দিল দক্ষিণ দিনাজপুর জেলা BJP নেতৃত্ব । আজ দুপুরে সাংবাদিক বৈঠক করে একথা জানান BJP-র জেলা সভাপতি বিনয়কুমার বর্মণ ।

23 এপ্রিল হিলি সীমান্তে যাওয়ার আগে বালুরঘাটের মঙ্গলপুর এলাকায় সাংসদ সুকান্ত মজুমদারের পথ আটকায় পুলিশ । আট-দশজনকে সঙ্গে নিয়ে ঘোরাফেরা করায় ওই দিনই বালুরঘাটের মহকুমাশাসক বিশ্বরঞ্জন মুখ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারকে 14 দিনের হোম কোয়ারানটিনে থাকার জন্য সরকারি চিঠি দিয়েছিলেন । সরকারের নির্দেশের পরও হোম কোয়ারানটিনে না থেকে রাস্তায় বের হওয়ায় তাঁর বিরুদ্ধে লকডাউন ভঙ্গ করার অভিযোগ দায়ের করা হয়েছে ।

দিল্লি থেকে ফেরার পর 14 দিনের হোম কোয়ারানটিনে ছিলেন সাংসদ সুকান্ত মজুমদার । তারপরও কী করে সাংসদকে ফের হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিলেন মহকুমাশাসক, তা জানতে চেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হল BJP । গতকাল এই বিষয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে BJP-র পাঁচজনের প্রতিনিধি দল দেখা করার জন্য যায় । তবে তাঁদের সঙ্গে দেখা করেননি পুলিশ সুপার । এমনকী, অভিযোগপত্র পুলিশ সুপারের অফিসে পাঠানো হলেও তা গ্রহণ করা হয়নি । তাই আজ সেই চিঠি মেল করে পুলিশ সুপারের কাছে পাঠান তাঁরা । মূলত কেন এই নির্দেশিকা জারি করা হয়েছিল তা জানতে চেয়েই পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে ।

এবিষয়ে বিনয় কুমার বর্মণ বলেন, "23 এপ্রিল সুকান্ত মজুমদারকে হোম কোয়ারানটিনে থাকার জন্য মহকুমাশাসক নির্দেশিকা দিয়েছিলেন । কেন না পুলিশ সুপার জানিয়েছেন সুকান্তবাবু একসঙ্গে আট-10জনকে নিয়ে ঘুরছেন । তাই তাঁকে 14 দিনের জন্য হোম কোয়ারানটিনে থাকতে হবে । অথচ সুকান্তবাবুর এক-দু'দিন আগেই তৃণমূলের জেলা সভানেত্রী কলকাতা থেকে জেলায় এসেছেন । তিনি হোম কোয়ারানটিনে না থেকে বিভিন্ন এলাকায় জমায়েত করে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন । সে ক্ষেত্রে তাঁকে হোম কোয়ারানটিনে থাকার জন্য নির্দেশিকা দেওয়া হচ্ছে না । তৃণমূল করলে সব ছাড় । BJP-র বেলায় যত সব জোর করে নিয়ম প্রয়োগ করা হচ্ছে ।" এবিষয়ে পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, তিনি এখনও পর্যন্ত মেলে কোনও চিঠি পাননি । চিঠি পেলে তা পড়ে পুরো বিষয়টি জানাতে পারবেন ।

বালুরঘাট, 30 এপ্রিল : বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে কী কারণে 14 দিনের জন্য হোম কোয়ারানটিনে থাকতে হবে ? তা জানতে চেয়ে পুলিশ সুপার দেবর্ষি দত্তকে চিঠি দিল দক্ষিণ দিনাজপুর জেলা BJP নেতৃত্ব । আজ দুপুরে সাংবাদিক বৈঠক করে একথা জানান BJP-র জেলা সভাপতি বিনয়কুমার বর্মণ ।

23 এপ্রিল হিলি সীমান্তে যাওয়ার আগে বালুরঘাটের মঙ্গলপুর এলাকায় সাংসদ সুকান্ত মজুমদারের পথ আটকায় পুলিশ । আট-দশজনকে সঙ্গে নিয়ে ঘোরাফেরা করায় ওই দিনই বালুরঘাটের মহকুমাশাসক বিশ্বরঞ্জন মুখ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারকে 14 দিনের হোম কোয়ারানটিনে থাকার জন্য সরকারি চিঠি দিয়েছিলেন । সরকারের নির্দেশের পরও হোম কোয়ারানটিনে না থেকে রাস্তায় বের হওয়ায় তাঁর বিরুদ্ধে লকডাউন ভঙ্গ করার অভিযোগ দায়ের করা হয়েছে ।

দিল্লি থেকে ফেরার পর 14 দিনের হোম কোয়ারানটিনে ছিলেন সাংসদ সুকান্ত মজুমদার । তারপরও কী করে সাংসদকে ফের হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিলেন মহকুমাশাসক, তা জানতে চেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হল BJP । গতকাল এই বিষয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে BJP-র পাঁচজনের প্রতিনিধি দল দেখা করার জন্য যায় । তবে তাঁদের সঙ্গে দেখা করেননি পুলিশ সুপার । এমনকী, অভিযোগপত্র পুলিশ সুপারের অফিসে পাঠানো হলেও তা গ্রহণ করা হয়নি । তাই আজ সেই চিঠি মেল করে পুলিশ সুপারের কাছে পাঠান তাঁরা । মূলত কেন এই নির্দেশিকা জারি করা হয়েছিল তা জানতে চেয়েই পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে ।

এবিষয়ে বিনয় কুমার বর্মণ বলেন, "23 এপ্রিল সুকান্ত মজুমদারকে হোম কোয়ারানটিনে থাকার জন্য মহকুমাশাসক নির্দেশিকা দিয়েছিলেন । কেন না পুলিশ সুপার জানিয়েছেন সুকান্তবাবু একসঙ্গে আট-10জনকে নিয়ে ঘুরছেন । তাই তাঁকে 14 দিনের জন্য হোম কোয়ারানটিনে থাকতে হবে । অথচ সুকান্তবাবুর এক-দু'দিন আগেই তৃণমূলের জেলা সভানেত্রী কলকাতা থেকে জেলায় এসেছেন । তিনি হোম কোয়ারানটিনে না থেকে বিভিন্ন এলাকায় জমায়েত করে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন । সে ক্ষেত্রে তাঁকে হোম কোয়ারানটিনে থাকার জন্য নির্দেশিকা দেওয়া হচ্ছে না । তৃণমূল করলে সব ছাড় । BJP-র বেলায় যত সব জোর করে নিয়ম প্রয়োগ করা হচ্ছে ।" এবিষয়ে পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, তিনি এখনও পর্যন্ত মেলে কোনও চিঠি পাননি । চিঠি পেলে তা পড়ে পুরো বিষয়টি জানাতে পারবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.