ETV Bharat / state

করোনা আবহে বুনিয়াদপুরের প্রাচীন সরাই হাট বন্ধ করল প্রশাসন - sarai hat closed

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার সবথেকে পুরনো হাট হল সরাই হাট ৷ রাজ্যজুড়ে কার্যত লকডাউন শুরু হওয়ার পরও মঙ্গলবার হাটে আসে ব্য়বসায়ীদের একাংশ ৷ পরে পুলিশের হস্তক্ষেপে হাট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় ৷

WB_SDIN_01_BUNIADPUR_HUT_WB10011
করোনা আবহে বুনিয়াদপুরের প্রাচীন সরাই হাট বন্ধ করল প্রশাসন
author img

By

Published : May 18, 2021, 7:49 PM IST

বংশীহারি, 18 মে : দক্ষিণ দিনাজপুর জেলার বহু প্রাচীন হাটগুলির মধ্যে সরাই হাট অন্যতম ৷ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা ছাড়াও মালদা, মুর্শিদাবাদ, নদিয়া থেকে ক্রেতা ও বিক্রেতারা এই হাটে আসেন বিকিকিনি করতে ৷ বুনিয়াদপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের 50 একর জায়গা নিয়ে এই হাটটি বসে প্রতি মঙ্গলবার ৷ ভোর তিনটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত এই হাট বসে ৷ গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী এই হাটে পাওয়া যায় ৷ মঙ্গলবার ভোর তিনটে থেকে বেলা 11টা পর্যন্ত পাইকারি কাপড়ের ব্যবসা চলে ৷ কোভিড আবহে আপাতত এই হাট বন্ধ করে দিল জেলা পুলিশ ও প্রশাসন ৷

জেলা প্রশাসন সূত্রে খবর, করোনা আবহে রাজ্যজুড়ে কার্যত লকডাউন জারি হওয়ার পরই সরাই হাটের বিক্রেতাদেরও নতুন বিধিনিষেধের কথা জানিয়ে দেওয়া হয়েছিল ৷ তারপরও হুঁশ ফেরেনি তাঁদের ৷ মঙ্গলবার ভোর হতে না হতেই দূরদূরান্তের পাইকাররা পৌঁছে যান হাটে ৷ অথচ, প্রশাসনের নির্দেশ মাফিক এদিন হাটের পাইকারি কাপড় বেচাকেনার অংশটি বন্ধ ছিল ৷

এর পরও সকাল থেকেই বিক্ষিপ্তভাবে কিছু দোকানপাট খোলেন ব্য়বসায়ীরা ৷ কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা তাঁদের দোকান বন্ধ করে উঠে যেতে বললেও লাভ হয়নি ৷ হাটের অন্য প্রান্তে গরু, ছাগল কেনাবেচাও শুরু হয়ে যায় ৷

আরও পড়ুন : করোনা আক্রান্তদের বাড়িতে গিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা ধূপগুড়ি পুরসভার

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ তারাই হাট পুরোপুরি বন্ধ করে দেয় ৷ এই বিষয়ে বংশীহারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনজিৎ সরকার জানান, বুনিয়াদপুর পৌরসভার সবথেকে পুরনো হাট এটি ৷ কিন্তু এখন কোনওভাবেই হাট খোলা রাখা সম্ভব নয় ৷ তাতে সংক্রমণ বেড়ে যাবে ৷ তাই হাট বন্ধ করে দেওয়া হয়েছে ৷

বংশীহারি, 18 মে : দক্ষিণ দিনাজপুর জেলার বহু প্রাচীন হাটগুলির মধ্যে সরাই হাট অন্যতম ৷ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা ছাড়াও মালদা, মুর্শিদাবাদ, নদিয়া থেকে ক্রেতা ও বিক্রেতারা এই হাটে আসেন বিকিকিনি করতে ৷ বুনিয়াদপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের 50 একর জায়গা নিয়ে এই হাটটি বসে প্রতি মঙ্গলবার ৷ ভোর তিনটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত এই হাট বসে ৷ গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী এই হাটে পাওয়া যায় ৷ মঙ্গলবার ভোর তিনটে থেকে বেলা 11টা পর্যন্ত পাইকারি কাপড়ের ব্যবসা চলে ৷ কোভিড আবহে আপাতত এই হাট বন্ধ করে দিল জেলা পুলিশ ও প্রশাসন ৷

জেলা প্রশাসন সূত্রে খবর, করোনা আবহে রাজ্যজুড়ে কার্যত লকডাউন জারি হওয়ার পরই সরাই হাটের বিক্রেতাদেরও নতুন বিধিনিষেধের কথা জানিয়ে দেওয়া হয়েছিল ৷ তারপরও হুঁশ ফেরেনি তাঁদের ৷ মঙ্গলবার ভোর হতে না হতেই দূরদূরান্তের পাইকাররা পৌঁছে যান হাটে ৷ অথচ, প্রশাসনের নির্দেশ মাফিক এদিন হাটের পাইকারি কাপড় বেচাকেনার অংশটি বন্ধ ছিল ৷

এর পরও সকাল থেকেই বিক্ষিপ্তভাবে কিছু দোকানপাট খোলেন ব্য়বসায়ীরা ৷ কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা তাঁদের দোকান বন্ধ করে উঠে যেতে বললেও লাভ হয়নি ৷ হাটের অন্য প্রান্তে গরু, ছাগল কেনাবেচাও শুরু হয়ে যায় ৷

আরও পড়ুন : করোনা আক্রান্তদের বাড়িতে গিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা ধূপগুড়ি পুরসভার

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ তারাই হাট পুরোপুরি বন্ধ করে দেয় ৷ এই বিষয়ে বংশীহারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনজিৎ সরকার জানান, বুনিয়াদপুর পৌরসভার সবথেকে পুরনো হাট এটি ৷ কিন্তু এখন কোনওভাবেই হাট খোলা রাখা সম্ভব নয় ৷ তাতে সংক্রমণ বেড়ে যাবে ৷ তাই হাট বন্ধ করে দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.