বংশীহারি, (দক্ষিণ দিনাজপুর) 5 অগস্ট : সরকারি নির্দেশিকা অমান্য করে বেসরকারি স্কুল খুলল ৷ এ নিয়ে বিতর্কে জড়াল দক্ষিণ দিনাজপুরের বংশীহারির এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের ডিটল হাট গ্রামের একটি বেসরকারি নার্সারি স্কুল কর্তৃপক্ষ ৷
স্কুল কর্তৃপক্ষের তরফে প্রধান শিক্ষকের দাবি, প্রশাসনকে না জানালেও স্থানীয় অভিভাবকদের সঙ্গে কথা বলে স্কুল চালু করেছেন তাঁরা ৷ অনলাইনে ঠিকমতো পরীক্ষা নেওয়া সম্ভব হয় না ৷ আসন্ন অর্ধ-বার্ষিক পরীক্ষার আগে কচিকাঁচাদের স্কুলে নিয়ে এসে দিন পনেরোর জন্য কোচিং দেওয়া হচ্ছে ৷ তবে করোনা বিধিনিষেধ মেনে শিশুরা মাস্ক পরে আসছে, ক্লাসে স্য়ানিটাইজার ব্যবহার করা হচ্ছে, শারীরিক দূরত্ববিধি মেনে তাদের বসানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক ৷
আরও পড়ুন : সরকারি নিয়ম অমান্য করে চলছে খুদেদের স্কুল
এ নিয়ে বিতর্ক তৈরি হলে তিনি সেই প্রসঙ্গে বর্তমানে রাজ্যে সব কিছুই খোলা আছে বলে যুক্তি দিয়েছেন ৷ এমনকি 50 জনকে নিয়ে বিয়েবাড়ি করার অনুমতি দেওয়া হয়েছে, ডিজে বাজিয়ে শিবরাত্রির শোভাযাত্রা হচ্ছে, অথচ সীমিত সংখ্যক পড়ুয়াদের নিয়ে পঠনপাঠন শুরু করলে, সেখান থেকে করোনা সংক্রমণ হবে, এটা তাঁর ঠিক মনে হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান শিক্ষক ৷
যদিও অভিভাবকদের সঙ্গে পরামর্শ করে স্কুল চালু করার কথা অস্বীকার করেছেন অভিভাবকদের একাংশ ৷ সরকারি নির্দেশিকা না থাকা সত্ত্বেও স্কুল খোলার এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বিডিও । ব্লকের বিডিও সুদেষ্ণা পাল শিক্ষা দফতরের আধিকারিককে বিষয়টি জানাবেন বলে আশ্বাস দিয়েছেন ৷ এর সঙ্গে তিনি আরও জানান, সত্যিই যদি স্কুল খোলা রাখা হয়ে থাকে, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ।