ETV Bharat / state

বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে ধানচারা লাগিয়ে বিক্ষোভ বংশীহারীতে - Demanding for repair road In bansihari

বেহাল রাস্তা সংস্করণের দাবিতে ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখাল গ্রামবাসী । দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী লোকের আবুতাহার গ্রামের ঘটনা ।

Demanding for repair road villagers showing protest
Demanding for repair road villagers showing protest
author img

By

Published : Jul 24, 2020, 10:04 PM IST

বংশীহারী, 24 জুলাই : বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখাল কয়েকশো গ্রামবাসী । তারা রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখায় । বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটের সময় হলে নেতারা এই রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিয়ে থাকে । ভোট ফুরোলেই তাদের আর দেখা যায় না । প্রতিশ্রুতি দেওয়াই সার । আজও হাল ফেরেনি রাস্তার ।

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের 3 নম্বর এলাহাবাদ অঞ্চলের প্রায় ঢিল ছোঁড়া দূরত্বে আবুতাহার গ্রাম । সেখান থেকে গায়েনপাড়া পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা বেহাল দশায় পড়ে রয়েছে । দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি । গ্রামবাসী বহুবার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনকে জানিয়েছে । তাতেও সুরাহা মিলেনি ।

জানা গেছে, বাসকুড়ি, গায়েনপাড়া , গোসাইপুর গ্রাম সব মিলিয়ে প্রায় 700 টি পরিবার রয়েছে । যারা প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করে । বর্ষাকালে এর হাল আরও খারাপ হয় । বাচ্চাদের পড়াশোনা, ছাত্র ছাত্রীদের যাতায়াত ও অসুস্থ কিংবা প্রসূতিদের যথেষ্ট সমস্যা হয় ।

রাস্তা সারাইয়ের দাবি নিয়ে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছে, রাস্তা সংস্কার করে দেওয়া হোক । না হলে বৃহত্তর আন্দোলনে নামব । আগামী 2021 সালের বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করব ।

বিক্ষোভকারী সুরজিৎ রায় জানিয়েছেন, “আমাদের এই রাস্তা দিয়ে প্রায়ই চলাচল করা যায় না বললেই চলে। যদিও বিপ্লব মিত্র থেকে শুরু করে গঙ্গারামপুরের প্রাক্তন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমরা আমাকে ভোটে জেতালে এই রাস্তাটা করে দেব। আমরা তাদের ভোটে জিতিয়েছি কিন্তু আমাদের রাস্তা যেরকম ছিল সেরকমই আছে ।”

এবিষয়ে বংশীহারী ব্লকের BDO সুদেষ্ণা পাল জানিয়েছেন, “আমরাই রাস্তাটির প্রপোজাল অনেকদিন আগে জেলা প্রশাসনের মাধ্যমে BCW দপ্তরে পাঠিয়েছিলাম । আমার মনে হয় এখন অতিমারি কোরোনা পরিস্থিতি চলার কারণে প্রপোজাল আসতে একটু দেরি হচ্ছে, তবে আশা করছি খুব শীঘ্রই আমরা অনুমোদন পেয়ে যাব ।”

বংশীহারী, 24 জুলাই : বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখাল কয়েকশো গ্রামবাসী । তারা রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখায় । বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটের সময় হলে নেতারা এই রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিয়ে থাকে । ভোট ফুরোলেই তাদের আর দেখা যায় না । প্রতিশ্রুতি দেওয়াই সার । আজও হাল ফেরেনি রাস্তার ।

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের 3 নম্বর এলাহাবাদ অঞ্চলের প্রায় ঢিল ছোঁড়া দূরত্বে আবুতাহার গ্রাম । সেখান থেকে গায়েনপাড়া পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা বেহাল দশায় পড়ে রয়েছে । দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি । গ্রামবাসী বহুবার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনকে জানিয়েছে । তাতেও সুরাহা মিলেনি ।

জানা গেছে, বাসকুড়ি, গায়েনপাড়া , গোসাইপুর গ্রাম সব মিলিয়ে প্রায় 700 টি পরিবার রয়েছে । যারা প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করে । বর্ষাকালে এর হাল আরও খারাপ হয় । বাচ্চাদের পড়াশোনা, ছাত্র ছাত্রীদের যাতায়াত ও অসুস্থ কিংবা প্রসূতিদের যথেষ্ট সমস্যা হয় ।

রাস্তা সারাইয়ের দাবি নিয়ে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছে, রাস্তা সংস্কার করে দেওয়া হোক । না হলে বৃহত্তর আন্দোলনে নামব । আগামী 2021 সালের বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করব ।

বিক্ষোভকারী সুরজিৎ রায় জানিয়েছেন, “আমাদের এই রাস্তা দিয়ে প্রায়ই চলাচল করা যায় না বললেই চলে। যদিও বিপ্লব মিত্র থেকে শুরু করে গঙ্গারামপুরের প্রাক্তন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমরা আমাকে ভোটে জেতালে এই রাস্তাটা করে দেব। আমরা তাদের ভোটে জিতিয়েছি কিন্তু আমাদের রাস্তা যেরকম ছিল সেরকমই আছে ।”

এবিষয়ে বংশীহারী ব্লকের BDO সুদেষ্ণা পাল জানিয়েছেন, “আমরাই রাস্তাটির প্রপোজাল অনেকদিন আগে জেলা প্রশাসনের মাধ্যমে BCW দপ্তরে পাঠিয়েছিলাম । আমার মনে হয় এখন অতিমারি কোরোনা পরিস্থিতি চলার কারণে প্রপোজাল আসতে একটু দেরি হচ্ছে, তবে আশা করছি খুব শীঘ্রই আমরা অনুমোদন পেয়ে যাব ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.