ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে শারীরিক পরীক্ষা ও সোয়াব টেস্ট করা হল সাংবাদিকদের - Coronavirus news

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (দ্বিতীয়) কিশলয় দত্তের নেতৃত্বে গতকাল জেলার সাংবাদিকদের শারীরিক পরীক্ষা ও সোয়াব টেস্ট করা হয় ।

Dakshin Dinajpur
সোয়াব টেস্ট করা হল সাংবাদিকদের
author img

By

Published : May 10, 2020, 9:13 AM IST


বালুরঘাট, 10মে : কোরোনা মোকাবিলায় জরুরি পরিষেবায় সঙ্গে যুক্ত সাংবাদিকরাও । এইবার তাঁদের শারীরিক পরীক্ষা ও সোয়াব টেস্ট করল দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্যদপ্তর । গত দুপুরে বালুরঘাটে অবস্থিত পুরনো স্বাস্থ্যভবনে সাংবাদিকদের স্বাস্থ্য পরীক্ষার শিবির অনুষ্ঠিত হয় । যেখানে জেলার প্রায় 40 জন সাংবাদিকের স্বাস্থ্য পরীক্ষা ও সোয়াব টেস্ট করা হয় ।

প্রসঙ্গত, কোরোনা মোকাবিলায় শুধুমাত্র স্বাস্থ্যকর্মী নয় , জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সংবাদমাধ্যমের কর্মীরাও । খবর সংগ্রহের জন্য হাসপাতাল থেকে বিভিন্ন প্রান্তে ঘুরতে হচ্ছে সাংবাদিকদের । এমন অবস্থায় ভয় ও আতঙ্কের মধ্যেই গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে তা সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন । বেশ কয়েকদিন আগেই স্বাস্থ্যদপ্তরের আধিকারিক সুশান্ত রায় দক্ষিণ দিনাজপুর জেলায় আসেন । ঘোষণা করেছিলেন কোরোনা মোকাবিলায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি কর্মী ও সাংবাদিকদের শারীরিক পরীক্ষা এবং টেস্ট করা হবে । সেই মত দক্ষিণ দিনাজপুর জেলার সংবাদমাধ্যমের কর্মীদের শারীরিক পরীক্ষা ও সোয়াব টেস্ট হয় ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (দ্বিতীয়) কিশলয় দত্তের নেতৃত্বে গতকাল জেলার সাংবাদিকদের শারীরিক পরীক্ষা ও সোয়াব টেস্ট করা হয় ।

Dakshin Dinajpur
চলছে স্বাস্থ্য পরীক্ষা


দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সম্পাদক শঙ্করকুমার রায় এই বিষয়ে জানান, কোরোনার সংক্রমণ রুখতে সারাদেশে লকডাউন চলছে । বাড়ির বাইরে কাজে থাকতে হচ্ছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, দমকল এবং সংবাদমাধ্যমের কর্মীদের । কোরোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন সাংবাদিকরাও । খবর সংগ্রহের জন্য বিভিন্ন এলাকায় যেতে হয় । সেই জায়গা থেকে সংক্রমণের ভয় থেকেই যায় । এমন পরিস্থিতিতে জেলা স্বাস্থ্যদপ্তর সাংবাদিকদের শারীরিক পরীক্ষা ও সোয়াব টেস্ট করছে । যা অত্যন্ত জরুরি ছিল ।


বালুরঘাট, 10মে : কোরোনা মোকাবিলায় জরুরি পরিষেবায় সঙ্গে যুক্ত সাংবাদিকরাও । এইবার তাঁদের শারীরিক পরীক্ষা ও সোয়াব টেস্ট করল দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্যদপ্তর । গত দুপুরে বালুরঘাটে অবস্থিত পুরনো স্বাস্থ্যভবনে সাংবাদিকদের স্বাস্থ্য পরীক্ষার শিবির অনুষ্ঠিত হয় । যেখানে জেলার প্রায় 40 জন সাংবাদিকের স্বাস্থ্য পরীক্ষা ও সোয়াব টেস্ট করা হয় ।

প্রসঙ্গত, কোরোনা মোকাবিলায় শুধুমাত্র স্বাস্থ্যকর্মী নয় , জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সংবাদমাধ্যমের কর্মীরাও । খবর সংগ্রহের জন্য হাসপাতাল থেকে বিভিন্ন প্রান্তে ঘুরতে হচ্ছে সাংবাদিকদের । এমন অবস্থায় ভয় ও আতঙ্কের মধ্যেই গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে তা সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন । বেশ কয়েকদিন আগেই স্বাস্থ্যদপ্তরের আধিকারিক সুশান্ত রায় দক্ষিণ দিনাজপুর জেলায় আসেন । ঘোষণা করেছিলেন কোরোনা মোকাবিলায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি কর্মী ও সাংবাদিকদের শারীরিক পরীক্ষা এবং টেস্ট করা হবে । সেই মত দক্ষিণ দিনাজপুর জেলার সংবাদমাধ্যমের কর্মীদের শারীরিক পরীক্ষা ও সোয়াব টেস্ট হয় ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (দ্বিতীয়) কিশলয় দত্তের নেতৃত্বে গতকাল জেলার সাংবাদিকদের শারীরিক পরীক্ষা ও সোয়াব টেস্ট করা হয় ।

Dakshin Dinajpur
চলছে স্বাস্থ্য পরীক্ষা


দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সম্পাদক শঙ্করকুমার রায় এই বিষয়ে জানান, কোরোনার সংক্রমণ রুখতে সারাদেশে লকডাউন চলছে । বাড়ির বাইরে কাজে থাকতে হচ্ছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, দমকল এবং সংবাদমাধ্যমের কর্মীদের । কোরোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন সাংবাদিকরাও । খবর সংগ্রহের জন্য বিভিন্ন এলাকায় যেতে হয় । সেই জায়গা থেকে সংক্রমণের ভয় থেকেই যায় । এমন পরিস্থিতিতে জেলা স্বাস্থ্যদপ্তর সাংবাদিকদের শারীরিক পরীক্ষা ও সোয়াব টেস্ট করছে । যা অত্যন্ত জরুরি ছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.