ETV Bharat / state

তৈরির তিন বছরেই সেতুতে ফাটল; পূর্ত দপ্তর বলছে ভয় নেই - break

সেতু তৈরির তিনবছরের মধ্যেই ফাটল । তবে, ভয়ের কিছু নেই । জানালেন পূর্ত দপ্তর ।

ব্রিজে ফাটল
author img

By

Published : Jun 1, 2019, 12:02 PM IST

Updated : Jun 1, 2019, 12:33 PM IST

বালুরঘাট, 1 জুন : তৈরি হওয়ার তিন বছরের মধ্যেই বালুরঘাট সেতুতে দেখা দিল ফাটল । সেতুর নিচে অনেকটা জুড়ে ফাটল দেখা দিয়েছে । কয়েকদিন আগেই স্থানীয়দের নজরে আসে বিষয়টি । খবর যায় পূর্ত দপ্তরে । যদিও তাদের দাবি, ভয়ের কিছু নেই ।

2015 সালের জুলাই মাসে বালুরঘাটের জলযোগ মোড়ে জোড়া সেতুর একটি ভেঙে দেওয়া হয় । তৈরি হয় নতুন সেতু । খরচ হয় 4 কোটি 63 লাখ টাকা । কিন্তু তৈরির পর থেকেই উঠছিল একাধিক অভিযোগ । বেশ কয়েকবার সংযোগকারী রাস্তা বসে যাওয়ার অভিযোগ ওঠে । যার জেরে 2016 সালে ওই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় । এবার দেখা দিল সেতুতে ফাটল ।

সেতু ফাটল নিয়ে শুরু হয়েছে বিতর্ক । স্থানীয় এক দোকানদারের দাবি, "সেতুর নিচে ফাটল অনেকদিন ধরেই দেখা যাচ্ছে । পূর্ত দপ্তরের আধিকারিকরা দেখেছেন । ফাটল মেরামতি বা সংস্কার কোনওটাই করা হয়নি ।"

পূর্ত দপ্তরের এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়র রানা দত্ত জানান, বিষয়টি তারা শুনেছেন । সেতুতে নয়, সংযোগকারী রাস্তার গার্ড ওয়ালে ফাটল দেখা দিয়েছে । এতে ভয়ের কিছু নেই । শীঘ্রই সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

বালুরঘাট, 1 জুন : তৈরি হওয়ার তিন বছরের মধ্যেই বালুরঘাট সেতুতে দেখা দিল ফাটল । সেতুর নিচে অনেকটা জুড়ে ফাটল দেখা দিয়েছে । কয়েকদিন আগেই স্থানীয়দের নজরে আসে বিষয়টি । খবর যায় পূর্ত দপ্তরে । যদিও তাদের দাবি, ভয়ের কিছু নেই ।

2015 সালের জুলাই মাসে বালুরঘাটের জলযোগ মোড়ে জোড়া সেতুর একটি ভেঙে দেওয়া হয় । তৈরি হয় নতুন সেতু । খরচ হয় 4 কোটি 63 লাখ টাকা । কিন্তু তৈরির পর থেকেই উঠছিল একাধিক অভিযোগ । বেশ কয়েকবার সংযোগকারী রাস্তা বসে যাওয়ার অভিযোগ ওঠে । যার জেরে 2016 সালে ওই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় । এবার দেখা দিল সেতুতে ফাটল ।

সেতু ফাটল নিয়ে শুরু হয়েছে বিতর্ক । স্থানীয় এক দোকানদারের দাবি, "সেতুর নিচে ফাটল অনেকদিন ধরেই দেখা যাচ্ছে । পূর্ত দপ্তরের আধিকারিকরা দেখেছেন । ফাটল মেরামতি বা সংস্কার কোনওটাই করা হয়নি ।"

পূর্ত দপ্তরের এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়র রানা দত্ত জানান, বিষয়টি তারা শুনেছেন । সেতুতে নয়, সংযোগকারী রাস্তার গার্ড ওয়ালে ফাটল দেখা দিয়েছে । এতে ভয়ের কিছু নেই । শীঘ্রই সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

Intro:তৈরীর ৩ বছরের মধ্যেই বালুরঘাটের আন্দোলন সেতুতে ফাটল।।

বালুরঘাট, ১ জুন: বালুরঘাট আন্দোলন সেতু তৈরীর তিন বছরের মধ্যেই সেতুতে দেখা দিল ফাটল। বিষয়টি নজরে আসতে আতঙ্ক ছড়িয়েছে শহরবাসীর মধ্যে। ২০১৬ সালে সেতু তৈরীর পর থেকেই এর উপর দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তার পরেও কি করে সেতুতে ফাটল ধরল তা নিয়ে বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন? যদিও এ বিষয়ে পূর্ত দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সেতুতে নয়, সংযোগকারী রাস্তার গার্ড ওয়ালে ফাটল ধরেছে। এতে ভয়ের বা আতঙ্কের কিছু নেই।

জানা গেছে, ২০১৫ সালের জুলাই মাসে বালুরঘাটের জলযোগ মোড় এলাকার জোড়া ব্রিজের একটি ভেঙ্গে নতুন করে তৈরি করা হয়। তৎকালীন পূর্তমন্ত্রী শংকর চক্রবর্তী তত্ত্বাবধান এই সেতুটি নির্মাণ করা হয়। ৪ কোটি ৬৩ লক্ষ টাকা ব্যয়ে প্রায় ছয় মাসেই আন্দোলন সেতুটি তৈরি হয়েছে। ডবল লেনের সেতুটির এক দিকের নাম রাখা হয়েছে আন্দোলন সেতু অন্য দিকের নাম রাখা হয়েছে গ্যারেটি ব্রীজ। সেতুটি নির্মাণের সময় থেকেই নানান অভিযোগ সামনে এসেছিল। সেতু নির্মাণের পর বেশ কয়েকবার সংযোগকারী রাস্তার মাঝেমধ্যে বসে যাওয়ার অভিযোগ উঠেছিল। এবার আন্দোলন সেতুতে দেখা দিল ফাটল। সেতুর নিচে অনেকটা জুড়ে ফাটল দেখা দিয়েছে। কয়েকদিন আগেই স্থানীয়দের বিষয়টি নজরে আসে। এরপরই শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায়।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা জানান, সেতুর নিচে ফাটলটি অনেকদিন ধরেই দেখা যাচ্ছে। পূর্ত দপ্তরের আধিকারিকরা একবার এসে দেখে চলে গেছে। ফাটল মেরামতি বা সংস্কার কোনটাই করা হয়নি। অথচ এই সেতুর উপর দিয়ে ভারী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাহলে এত অল্প সময়ে কি করে সেতুতে ফাটল ধরে তা নিয়ে প্রশ্ন উঠছেই। সেতুতে ফাটল ধরায় তারা আশঙ্কিত।

অন্যদিকে পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রানা দত্ত জানান, বিষয়টি তারা শুনেছেন। তবে সেতুতে ফাটল নয়, সেতু সংযোগকারী যে রাস্তা রয়েছে তার গার্ড ওয়ালে ফাটল দেখা দিয়েছে। এতে ঘাবড়ানো বা ভয়ের কিছু নেই। খুব শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শন করতে যাবেন তারা। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


Body:Balurghat


Conclusion:Balurghat
Last Updated : Jun 1, 2019, 12:33 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.