বালুরঘাট, 1 জুন : তৈরি হওয়ার তিন বছরের মধ্যেই বালুরঘাট সেতুতে দেখা দিল ফাটল । সেতুর নিচে অনেকটা জুড়ে ফাটল দেখা দিয়েছে । কয়েকদিন আগেই স্থানীয়দের নজরে আসে বিষয়টি । খবর যায় পূর্ত দপ্তরে । যদিও তাদের দাবি, ভয়ের কিছু নেই ।
2015 সালের জুলাই মাসে বালুরঘাটের জলযোগ মোড়ে জোড়া সেতুর একটি ভেঙে দেওয়া হয় । তৈরি হয় নতুন সেতু । খরচ হয় 4 কোটি 63 লাখ টাকা । কিন্তু তৈরির পর থেকেই উঠছিল একাধিক অভিযোগ । বেশ কয়েকবার সংযোগকারী রাস্তা বসে যাওয়ার অভিযোগ ওঠে । যার জেরে 2016 সালে ওই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় । এবার দেখা দিল সেতুতে ফাটল ।
সেতু ফাটল নিয়ে শুরু হয়েছে বিতর্ক । স্থানীয় এক দোকানদারের দাবি, "সেতুর নিচে ফাটল অনেকদিন ধরেই দেখা যাচ্ছে । পূর্ত দপ্তরের আধিকারিকরা দেখেছেন । ফাটল মেরামতি বা সংস্কার কোনওটাই করা হয়নি ।"
পূর্ত দপ্তরের এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়র রানা দত্ত জানান, বিষয়টি তারা শুনেছেন । সেতুতে নয়, সংযোগকারী রাস্তার গার্ড ওয়ালে ফাটল দেখা দিয়েছে । এতে ভয়ের কিছু নেই । শীঘ্রই সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।