বালুরঘাট, 11 জানুয়ারী : বিজেপিতে যোগ দিলেন সিপিআইএমের 15 বছরের পঞ্চায়েত সদস্য তথা হিলির সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী রঞ্জিত কুণ্ডু । সোমবার বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা কার্যালয়ে বিজেপি জেলা সভাপতি বিনয় বর্মণ ও বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার রঞ্জিত কুণ্ডুর হাতে বিজেপির পতাকা তুলে দেন ।
2021 বিধানসভা নির্বাচন পাখির চোখ । প্রতিটি রাজনৈতিক দলই তাদের শক্তি বাড়াতে উঠেপড়ে লেগেছে । রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হয়ে গিয়েছে মিছিল-মিটিং থেকে দেওয়াল লিখন । রাজনৈতিক শক্তি বাড়াতে একের পর এক চলছে যোগদান কর্মসূচি । আজও একটি অনুষ্ঠানের মাধ্যমে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে বিজেপিতে যোগদান করলেন সিপিআইএমের পঞ্চায়েত সদস্য তথা হিলির সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী রঞ্জিত কুণ্ডু । তাঁর যোগদানে হিলিতে দলের সাংগঠনিক শক্তি বাড়বে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব । রঞ্জিতবাবু জানান, প্রধানমন্ত্রীর কাজে অনুপ্রাণিত হয়ে এবং এলাকার উন্নয়নে কাজ করার লক্ষেই বিজেপিতে যোগ দিয়েছেন ।
বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "সিপিআইএমের দ্বিচারিতা, নরেন্দ্র মোদির উন্নয়নে কাজের গতি দেখে হিলির সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা পনেরো বছরের সিপিআইএম পঞ্চায়েত সদস্য রঞ্জিত কুণ্ডু বিজেপিতে যোগ দিয়েছেন । এতে হিলিতে বিজেপি আরও শক্তিশালী হল ।"