ETV Bharat / state

সিপিআইএমের 15 বছরের পঞ্চায়েত সদস্য গেলেন বিজেপিতে - cpim leader of hili join bjp

তাঁর যোগদানে হিলিতে দলের সাংগঠনিক শক্তি বাড়াবে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব ।

cpim leader of hili join bjp
cpim leader of hili join bjp
author img

By

Published : Jan 11, 2021, 9:46 PM IST

বালুরঘাট, 11 জানুয়ারী : বিজেপিতে যোগ দিলেন সিপিআইএমের 15 বছরের পঞ্চায়েত সদস্য তথা হিলির সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী রঞ্জিত কুণ্ডু । সোমবার বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা কার্যালয়ে বিজেপি জেলা সভাপতি বিনয় বর্মণ ও বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার রঞ্জিত কুণ্ডুর হাতে বিজেপির পতাকা তুলে দেন ।

2021 বিধানসভা নির্বাচন পাখির চোখ । প্রতিটি রাজনৈতিক দলই তাদের শক্তি বাড়াতে উঠেপড়ে লেগেছে । রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হয়ে গিয়েছে মিছিল-মিটিং থেকে দেওয়াল লিখন । রাজনৈতিক শক্তি বাড়াতে একের পর এক চলছে যোগদান কর্মসূচি । আজও একটি অনুষ্ঠানের মাধ্যমে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে বিজেপিতে যোগদান করলেন সিপিআইএমের পঞ্চায়েত সদস্য তথা হিলির সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী রঞ্জিত কুণ্ডু । তাঁর যোগদানে হিলিতে দলের সাংগঠনিক শক্তি বাড়বে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব । রঞ্জিতবাবু জানান, প্রধানমন্ত্রীর কাজে অনুপ্রাণিত হয়ে এবং এলাকার উন্নয়নে কাজ করার লক্ষেই বিজেপিতে যোগ দিয়েছেন ।

সিপিআইএমের 15 বছরের হিলি পঞ্চায়েত সদস্য গেলেন বিজেপিতে

বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "সিপিআইএমের দ্বিচারিতা, নরেন্দ্র মোদির উন্নয়নে কাজের গতি দেখে হিলির সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা পনেরো বছরের সিপিআইএম পঞ্চায়েত সদস্য রঞ্জিত কুণ্ডু বিজেপিতে যোগ দিয়েছেন । এতে হিলিতে বিজেপি আরও শক্তিশালী হল ।"

বালুরঘাট, 11 জানুয়ারী : বিজেপিতে যোগ দিলেন সিপিআইএমের 15 বছরের পঞ্চায়েত সদস্য তথা হিলির সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী রঞ্জিত কুণ্ডু । সোমবার বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা কার্যালয়ে বিজেপি জেলা সভাপতি বিনয় বর্মণ ও বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার রঞ্জিত কুণ্ডুর হাতে বিজেপির পতাকা তুলে দেন ।

2021 বিধানসভা নির্বাচন পাখির চোখ । প্রতিটি রাজনৈতিক দলই তাদের শক্তি বাড়াতে উঠেপড়ে লেগেছে । রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হয়ে গিয়েছে মিছিল-মিটিং থেকে দেওয়াল লিখন । রাজনৈতিক শক্তি বাড়াতে একের পর এক চলছে যোগদান কর্মসূচি । আজও একটি অনুষ্ঠানের মাধ্যমে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে বিজেপিতে যোগদান করলেন সিপিআইএমের পঞ্চায়েত সদস্য তথা হিলির সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী রঞ্জিত কুণ্ডু । তাঁর যোগদানে হিলিতে দলের সাংগঠনিক শক্তি বাড়বে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব । রঞ্জিতবাবু জানান, প্রধানমন্ত্রীর কাজে অনুপ্রাণিত হয়ে এবং এলাকার উন্নয়নে কাজ করার লক্ষেই বিজেপিতে যোগ দিয়েছেন ।

সিপিআইএমের 15 বছরের হিলি পঞ্চায়েত সদস্য গেলেন বিজেপিতে

বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "সিপিআইএমের দ্বিচারিতা, নরেন্দ্র মোদির উন্নয়নে কাজের গতি দেখে হিলির সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা পনেরো বছরের সিপিআইএম পঞ্চায়েত সদস্য রঞ্জিত কুণ্ডু বিজেপিতে যোগ দিয়েছেন । এতে হিলিতে বিজেপি আরও শক্তিশালী হল ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.