বংশীহারী, 14 জুন : দক্ষিণ দিনাজপুরে নতুন করে সাতজনের শরীরে মিলল COVID-19 এর হদিস । ফলে, জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 72 । আক্রান্তদের বাড়ি বংশীহারী ও হরিরামপুর ব্লকে । এদিকে জেলায় এখনও পর্যন্ত মোট 42 জন কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন । আক্রান্তদের চিকিৎসার জন্য বালুরঘাট কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে জেলা স্বাস্থ্য বিভাগ । এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি জেলা প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকরা ।
আক্রান্ত সাতজনের মধ্যে বংশীহারীর ছয় ও হরিরামপুরের একজন রয়েছেন । নতুন আক্রান্ত সকলে পরিযায়ী শ্রমিক বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর । রবিবার দুপুরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে সাতজনের রিপোর্ট পজ়িটিভ আসে ।
দক্ষিণ দিনাজপুরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 72 । গতকাল বালুরঘাটের এক সরকারি কর্মী COVID-19'এ আক্রান্ত হয়েছেন । পাশাপাশি আক্রান্তদের সংস্পর্শে আসা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকলকে কোয়ারানটিনে থাকতে বলা হয়েছে । ওই এলাকাগুলিকে কনটেনমেন্ট জো়ন হিসেবে চিহ্নিত করা হয়েছে ।