বালুরঘাট, 29 এপ্রিল : কোরোনা মোকাবিলায় এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন তুলে দিলেন দক্ষিণ দিনাজপুরের পুলিশকর্মীরা । আজ পুলিশ সুপার দেবর্ষি দত্তের হাতে মোট 12 লাখ 74 হাজার 135 টাকার চেক তুলে দেওয়া হয়।
দিন দিন রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । গতকাল মুখ্যসচিব জানিয়েছিলেন, রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্য়া 522 । মৃত্যু হয়েছে 22 জনের । পরিস্থিতির সামাল দিতে ইতিমধ্য়েই লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী । এই পরিস্থিতিতে একটি ত্রাণ তহবিলও তৈরি করেছেন মুখ্যমন্ত্রী । সেই তহবিলে সাধ্যমতো অর্থ সাহায্যের জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে । নানা সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, পুজো কমিটি অর্থ সাহায্য করেছে এই ত্রাণ তহবিলে। এবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের তরফে পুলিশকর্মীরা একদিনের বেতন তুলে দিলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ।
এবিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "দক্ষিণ দিনাজপুর জেলায় 600-র বেশি পুলিশকর্মী রয়েছে। কোরোনা মোকাবিলায় জেলার সব পুলিশকর্মীরা একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিলেন। 12 লাখ 74 হাজার 135 টাকার চেক তুলে দেওয়া হয়েছে।"
অন্যদিকে, বালুরঘাটের ব্রতী সংঘ অ্যান্ড লাইব্রেরি ও শিবতলি ক্লাবের তরফেও আজ মোট 20,000 টাকা দেওয়া হয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ।