বালুরঘাট, 6 মে : কোরোনা মোকাবিলায় এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন তুলে দিলেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের অধীনস্থ সমবায় সমিতির কর্মীরা । গতকাল দুপুরে বালুরঘাটে জেলাশাসক নিখিল নির্মলের হাতে 85 হাজার টাকার চেক তুলে দেন ব্যাঙ্কের চেয়ারম্যান বিপ্লব খাঁ। পাশাপাশি মল্লিকপুর নিবেদিতা স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে পাঁচ হাজার টাকার চেক ও IMA দক্ষিণ দিনাজপুর জেলার পক্ষ থেকে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয় জেলাশাসকের হাতে ।
ইতিমধ্যে বিশ্বের 200 টিরও বেশি দেশে থাবা বসিয়েছে কোরোনা । ভারতবর্ষেও আক্রান্তের সংখ্যা 49 হাজার ছাড়িয়েছে । পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা । পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা 1200 ছাড়িয়েছে । মৃতের সংখ্যা 70 ছুঁইছুঁই । এই অবস্থায় কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল গঠন করেছেন । সেখানে সাধারণ মানুষকে সাধ্যমতো অর্থ সাহায্যের আবেদন করেছেন তিনি । সেই ত্রাণ তহবিলে বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, পুজো কমিটি সাধ্যমতো অর্থ সাহায্য করছে । মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেক আগেই দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে একদিনের বেতন তুলে দেওয়া হয়েছে । এবার দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের অধীনস্থ 57 টি সমবায় সমিতির প্রায় 200 জন কর্মী একদিনের বেতন তুলে দিলেন । গতকাল সবমিলিয়ে 85 হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়া হয় ।