ETV Bharat / state

প্রশাসন এল দুয়ারে, পরিষেবা মিলল কোথায় ? - Mamata Banerjee

উত্তরবঙ্গে এই প্রথম দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের দুয়ারে । 'আপনার দুয়ারে প্রশাসন' নামক কর্মসূচিটি অনুষ্ঠিত হয় তপন ব্লকের মাঝিখণ্ডা ফুটবল মাঠে । আজ অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক নিখিল নির্মল । এছাড়াও ছিলেন প্রত্যেক বিভাগের আধিকারিকরা । সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধা পাইয়ে দিতে অনুষ্ঠান চত্বরে ছিল 22টি স্টল । আগামী দিনে জেলার বাকি সাতটি ব্লকেও এই কর্মসূচি নেওয়া হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ।

'আপনার দুয়ারে প্রশাসন' কর্মসূচি
author img

By

Published : Aug 28, 2019, 5:40 PM IST

তপন, 28 অগাস্ট: সাধারণ মানুষের সমস্যা কমাতে এবার 'আপনার দুয়ারে প্রশাসন' কর্মসূচি চালু করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ৷ কিন্তু সেই কর্মসূচি থেকেই উপভোক্তারা যথাযথ পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ ৷ ক্ষোভ উগরে দিলেন অনেকেই ৷

অনেক ক্ষেত্রেই দেখা যায় সরকারি পরিষেবা পেতে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে৷ তাই তাঁদের হয়রানি কমাতে এবার উদ্যোগী হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । আর যেতে হবে না প্রশাসনের কাছে ৷ বরং প্রশাসনিক আধিকারিকরা যাবেন সাধারণ মানুষের কাছে । প্রত্যেক এলাকায় একটি ক্যাম্পের আয়োজন করা হবে ৷ সেখানে গিয়ে উপভোক্তারা তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন ৷ এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'আপনার দুয়ারে প্রশাসন' ৷ কিন্তু এই প্রকল্পে উপভোক্তাদের বেশি হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ । দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর বলা হচ্ছে BDO অফিসে যোগাযোগ করতে । বরং এর থেকে কোনও সমস্যা হলে গ্রাম পঞ্চায়েত বা BDO অফিসে যোগাযোগ করাই বেশি ভালো ছিল বলে মনে করছেন অনেকে ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে পৌঁছাতে, তাঁদের অভাব অভিযোগ শুনতে, এলাকায় প্রশাসনিক বৈঠকের জন্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে যান । ঠিক সেই ধাঁচেই 'আপনার দুয়ারে প্রশাসন' কর্মসূচির সূচনা করেন জেলাশাসক নিখিল নির্মল ৷ সঙ্গে ছিলেন প্রত্যেকের বিভাগের প্রশাসনিক আধিকারিকরাও ৷ কর্মসূচিটি অনুষ্ঠিত হয় তপন ব্লকের মাঝিখণ্ডা ফুটবল মাঠে । উপভোক্তাদের সরকারি সুবিধা পাইয়ে দিতে অনুষ্ঠান চত্বরে ছিল 22টি স্টল । আগামী দিনে জেলার বাকি সাতটি ব্লকের জন্যও এই কর্মসূচি গ্রহণ করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ।

অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষ সরকারি সুবিধা নিতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন । এক স্টল থেকে আরেক স্টলে ঘোরানো হচ্ছে ৷ তারপর বলা হচ্ছে নিজ নিজ গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করার জন্য । অনেকে আবার ঠিক কোন স্টলে নিজের সমস্যার কথা জানাবেন বা পরিষেবা পাবেন তা বুঝতে পারছেন না ৷ সরকারি কর্মীদের কাছে তা জানতে গেলে তাঁদের মধ্যে অনেককে ভুল স্টলও দেখিয়ে দেওয়া হয়েছে ৷ ফলে হয়রানির শিকার হতে হয়েছে অনেককেই ৷ এমন কী, অভিযোগ কেন্দ্রেও সবার অভিযোগ নেওয়া হচ্ছে না ।

এই বিষয়ে সরকারি পরিষেবা নিতে আসা সিদ্দিক মণ্ডল, নিখিল সরকার ও গৌতম সাহা জানান, তাঁরা কেউ আধার কার্ড, আবার কেউ ভোটার কার্ড বিষয়ক সমস্যা সমাধানের জন্য এসেছিলেন । সকাল 10টা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা । যখন তাঁদের ডাকা হল তখন সবকিছু দেখে সরকারি আধিকারিকরা তাঁদের পঞ্চায়েত অথবা BDO অফিসে যোগাযোগ করার কথা বলেন । এছাড়াও তাঁরা যে সমস্যার সমাধানের আবেদন জানিয়েছিলেন তার কোনও রিসিভ পেপার বা আবেদনের প্রমাণপত্র হিসেবে কিছুই দেওয়া হয়নি বলে অভিযোগ । এক উপভোক্তার কথায়, "এখান থেকেই সব সুবিধা মিলবে বলা হলেও কোথায় মিলছে ? এইভাবে কাজ হলে কমিটি গঠনের কোনও দরকারই ছিল না ৷ এমন ধরনের কর্মসূচির উদ্যোগ নেওয়ার কোনও মানেই হয় না ।"

যদিও এবিষয়ে নিখিল নির্মল বলেন, " 'আপনার দুয়ারে প্রশাসন' এই কর্মসূচির মাধ্যমে আধিকারিকরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেন । সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্প তুলে ধরা হবে । এর ফলে সাধারণ মানুষের হয়রানি অনেকটাই কমবে ।"

তপন, 28 অগাস্ট: সাধারণ মানুষের সমস্যা কমাতে এবার 'আপনার দুয়ারে প্রশাসন' কর্মসূচি চালু করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ৷ কিন্তু সেই কর্মসূচি থেকেই উপভোক্তারা যথাযথ পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ ৷ ক্ষোভ উগরে দিলেন অনেকেই ৷

অনেক ক্ষেত্রেই দেখা যায় সরকারি পরিষেবা পেতে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে৷ তাই তাঁদের হয়রানি কমাতে এবার উদ্যোগী হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । আর যেতে হবে না প্রশাসনের কাছে ৷ বরং প্রশাসনিক আধিকারিকরা যাবেন সাধারণ মানুষের কাছে । প্রত্যেক এলাকায় একটি ক্যাম্পের আয়োজন করা হবে ৷ সেখানে গিয়ে উপভোক্তারা তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন ৷ এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'আপনার দুয়ারে প্রশাসন' ৷ কিন্তু এই প্রকল্পে উপভোক্তাদের বেশি হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ । দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর বলা হচ্ছে BDO অফিসে যোগাযোগ করতে । বরং এর থেকে কোনও সমস্যা হলে গ্রাম পঞ্চায়েত বা BDO অফিসে যোগাযোগ করাই বেশি ভালো ছিল বলে মনে করছেন অনেকে ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে পৌঁছাতে, তাঁদের অভাব অভিযোগ শুনতে, এলাকায় প্রশাসনিক বৈঠকের জন্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে যান । ঠিক সেই ধাঁচেই 'আপনার দুয়ারে প্রশাসন' কর্মসূচির সূচনা করেন জেলাশাসক নিখিল নির্মল ৷ সঙ্গে ছিলেন প্রত্যেকের বিভাগের প্রশাসনিক আধিকারিকরাও ৷ কর্মসূচিটি অনুষ্ঠিত হয় তপন ব্লকের মাঝিখণ্ডা ফুটবল মাঠে । উপভোক্তাদের সরকারি সুবিধা পাইয়ে দিতে অনুষ্ঠান চত্বরে ছিল 22টি স্টল । আগামী দিনে জেলার বাকি সাতটি ব্লকের জন্যও এই কর্মসূচি গ্রহণ করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ।

অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষ সরকারি সুবিধা নিতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন । এক স্টল থেকে আরেক স্টলে ঘোরানো হচ্ছে ৷ তারপর বলা হচ্ছে নিজ নিজ গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করার জন্য । অনেকে আবার ঠিক কোন স্টলে নিজের সমস্যার কথা জানাবেন বা পরিষেবা পাবেন তা বুঝতে পারছেন না ৷ সরকারি কর্মীদের কাছে তা জানতে গেলে তাঁদের মধ্যে অনেককে ভুল স্টলও দেখিয়ে দেওয়া হয়েছে ৷ ফলে হয়রানির শিকার হতে হয়েছে অনেককেই ৷ এমন কী, অভিযোগ কেন্দ্রেও সবার অভিযোগ নেওয়া হচ্ছে না ।

এই বিষয়ে সরকারি পরিষেবা নিতে আসা সিদ্দিক মণ্ডল, নিখিল সরকার ও গৌতম সাহা জানান, তাঁরা কেউ আধার কার্ড, আবার কেউ ভোটার কার্ড বিষয়ক সমস্যা সমাধানের জন্য এসেছিলেন । সকাল 10টা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা । যখন তাঁদের ডাকা হল তখন সবকিছু দেখে সরকারি আধিকারিকরা তাঁদের পঞ্চায়েত অথবা BDO অফিসে যোগাযোগ করার কথা বলেন । এছাড়াও তাঁরা যে সমস্যার সমাধানের আবেদন জানিয়েছিলেন তার কোনও রিসিভ পেপার বা আবেদনের প্রমাণপত্র হিসেবে কিছুই দেওয়া হয়নি বলে অভিযোগ । এক উপভোক্তার কথায়, "এখান থেকেই সব সুবিধা মিলবে বলা হলেও কোথায় মিলছে ? এইভাবে কাজ হলে কমিটি গঠনের কোনও দরকারই ছিল না ৷ এমন ধরনের কর্মসূচির উদ্যোগ নেওয়ার কোনও মানেই হয় না ।"

যদিও এবিষয়ে নিখিল নির্মল বলেন, " 'আপনার দুয়ারে প্রশাসন' এই কর্মসূচির মাধ্যমে আধিকারিকরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেন । সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্প তুলে ধরা হবে । এর ফলে সাধারণ মানুষের হয়রানি অনেকটাই কমবে ।"

Intro:'আপনার দুয়ারে প্রশাসন', সরকারি কর্মসূচি থেকে পরিষেবা না পেয়ে ক্ষোভ উগরে দিলেন সাধারণ মানুষরা।।

তপন, ২৮ আগস্ট: সাধারণ মানুষের হয়রানি কমাতে এবার উদ্যোগী হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। সাধারণ মানুষ প্রশাসনের কাছে নয় বরং প্রশাসনিক আধিকারিকরা যাবে আপনার দুয়ারে। সেই প্রশাসনের দুয়ারে এসে সাধারণ মানুষদের বেশি হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর বলা হচ্ছে বিডিও অফিসে যোগাযোগ করতে। তাহলে তো এর থেকে গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস বেশি ভাল বলে অনেকেই আক্ষেপ করে বলেন।

সম্ভবত উত্তরবঙ্গে এই প্রথম দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের দুয়ারে। আপনার দুয়ারে প্রশাসন নামক কর্মসূচিটি অনুষ্ঠিত হয় তপন ব্লকের মাঝিখন্ডা ফুটবল মাঠে। এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা শাসক নিখিল নির্মল। এছাড়াও ছিলেন প্রত্যেক দফতরের আধিকারিকরা। সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধা পাইয়ে দিতে অনুষ্ঠান চত্বরে দেওয়া হয় ২২ স্টল। আগামী দিনে জেলার বাকি সাতটি ব্লকেও এই কর্মসূচি নেওয়া হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন সাধারণ মানুষের কাছে পৌঁছতে ও তাদের অভাব অভিযোগ শুনতে এলাকায় প্রশাসনিক বৈঠকের জন্য মিনি নবান্নকে সঙ্গে নিয়ে যান। ঠিক তেমনই ধাঁচে বুধবার সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধা পাইয়ে দিতে সাধারণ মানুষের দুয়ারে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে গেলেন জেলা শাসক নিখিল নির্মল। প্রত্যেক দপ্তরের প্রধান আধিকারিকদের নিয়ে যার পাশাপাশি সেইসব দপ্তরের জলের ব্যবস্থা করা হয় সরকারি ওই অনুষ্ঠানে। যেখান থেকে সাধারণ মানুষরা বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন।

অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষরা সরকারি সুবিধা নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। এক স্টল থেকে আরেক স্টলে ঘোরানোর পর বলা হচ্ছে নিজ নিজ গ্রাম পঞ্চায়েত ব্লক অফিসে যোগাযোগ করার জন্য। অনেকে আবার ঠিক কোন স্টলে নিজের সমস্যার কথা জানাবেন বা পরিষেবা পাবেন তা জানতে গেলে অন্য স্টল দেখিয়ে দিচ্ছেন সরকারি কর্মীরা বলে অভিযোগ উপভোক্তাদের। জন অভিযোগ কেন্দ্রেও নেওয়া হচ্ছে না সাধারণ মানুষের অভিযোগ।

এ বিষয়ে সরকারি পরিষেবা নিতে আস সিদ্দিক মণ্ডল, নিখিল সরকার ও গৌতম সাহা জানান, তারা কেউ আধার কার্ড, আবার কেউ ভোটার কার্ডের জন্য এসেছিলেন। সকাল দশটা থেকে রোদ গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছেন। যখন তাদের নাম্বার এল তখন সবকিছু দেখে বলা হচ্ছে আপনারা পঞ্চায়েত অথবা বিডিও অফিসে যোগাযোগ করবেন। এমনকি তারা যে সেখানে গেলেন আবেদন জানালেন তার জন্য কোন রিসিভ বা আবেদনের প্রমাণ হিসেবে কিছু দেওয়া হচ্ছে না। এখান থেকেই সব সুবিধা মিলবে বলা হলেও তার কোথায় মিলছে। এমন কমিটির উদ্যোগ না নিলে চলত এমন কর্মসূচির উদ্যোগ নেওয়ার কোনো মানেই হয় না।

যদিও এবিষয়ে জেলা শাসক নিখিল নির্মল জানান, আপনার দুয়ারে প্রশাসন। এই কর্মসূচির মাধ্যমে আধিকারিকরা সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবেন। সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্প তুলে ধরা হবে। এর ফলে সাধারণ মানুষের হয়রানি অনেকটাই কমবে।


Body:Tapan


Conclusion:Tapan
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.