ETV Bharat / state

Conjoined Twins Baby : জটিল অস্ত্রোপচারে জন্ম হল 'কনজয়েন্ট টুইন বেবি'র - Conjoined Twins Baby was Born at Balurghat Super speciality Hospital

বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে জন্ম হল 'কনজয়েন্ট টুইন'বেবি (Conjoined Twins Baby was Born at Balurghat) ৷ অস্ত্রোপচারের পর সুস্থ আছেন মা ও জয়েন্ট টুইন বেবি । এই জটিল অস্ত্রোপচারটি করেন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন কুমার মুস্তাফি ৷

Conjoined Twins Baby
জটিল অস্ত্রোপচারে জন্ম হল 'কনজয়েন্ট টুইন বেবি'র
author img

By

Published : Jun 16, 2022, 10:00 PM IST

Updated : Jun 16, 2022, 10:51 PM IST

বালুরঘাট, 16 জুন : বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসূতি বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন কুমার মুস্তাফি জটিল অস্ত্রোপচার করে 'কনজয়েন্ট টুইন' বেবি-র প্রসব ঘটিয়ে তাক লাগালেন । অস্ত্রোপচারের পর সুস্থ মা ও জয়েন্ট টুইন বেবি (Conjoined Twins Baby was Born at Balurghat)।

দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বিশ্বনাথপুর এলাকার বাসিন্দা গৌরী প্রসাদ দাস মণ্ডলের স্ত্রী জয়া দাস মণ্ডল প্রসব যন্ত্রণা নিয়ে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন । সেখানে চিকিৎসক রঞ্জন কুমার মুস্তাফি পরীক্ষা করে দেখেন যে জয়া দাস মণ্ডলের পেটে যমজ সন্তান রয়েছে ৷ তাদের প্রসব করাতে গিয়ে ডাক্তারবাবু দেখেন ওই জমজ বেবি দুটি 'কনজয়েন্ট টুইন'। এই অবস্থায় বাচ্চাদের প্রসব করানো জটিল এবং বিরলও বটে । মূলত এই ধরনের প্রসব মেডিক্যাল হাসপাতালেই হয়ে থাকে । সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হওয়ায় সুপার স্পেশালিটি হাসপাতালের সুযোগকে কাজে লাগিয়ে বালুরঘাট শহরের মতো প্রত্যন্ত এলাকায় এই ধরনের প্রসব করিয়ে তাক লাগালেন ডাক্তারবাবু । মা ও দুই সদ্যজাত ভাল আছে বলে চিকিৎসক জানিয়েছেন।

জটিল অস্ত্রোপচারে জন্ম হল 'কনজয়েন্ট টুইন বেবি'র

আরও পড়ুন : চলছে মস্তিষ্কের অস্ত্রোপচার, গুনগুন করে গজল গাইছেন রোগী

জটিল অস্ত্রোপচারের পর প্রসূতি বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন কুমার মুস্তাফি জানান, এদিন রোগী প্রসব যন্ত্রণা নিয়ে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল ভর্তি হন । মায়ের শারীরিক গঠন অনুসারে পেটে বেবির আকার বড় মনে হওয়ায় আলট্রাসোনোগ্রাফি করা হয় । এর পরেই দেখা যায় যে জমজ সন্তান রয়েছে । সিজার করতে গেলে দেখা যায় দুটো বেবি একসঙ্গে জোড়া লেগে রয়েছে ৷ যেটাকে ডাক্তারি ভাষায় বলা হচ্ছে 'কনজয়েন্ট টুইন' বেবি । এই অবস্থাতেই সিজার করে শিশু দু'টিকে বের করা হয় । জটিল অস্ত্রোপচারের পর মা ও সদ্যজাতরা সুস্থ রয়েছে । সুপার স্পেশালিটি হাসপাতাল ও ডাক্তারবাবুকে ধন্যবাদ জানিয়েছে রোগীর পরিবার ।

বালুরঘাট, 16 জুন : বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসূতি বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন কুমার মুস্তাফি জটিল অস্ত্রোপচার করে 'কনজয়েন্ট টুইন' বেবি-র প্রসব ঘটিয়ে তাক লাগালেন । অস্ত্রোপচারের পর সুস্থ মা ও জয়েন্ট টুইন বেবি (Conjoined Twins Baby was Born at Balurghat)।

দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বিশ্বনাথপুর এলাকার বাসিন্দা গৌরী প্রসাদ দাস মণ্ডলের স্ত্রী জয়া দাস মণ্ডল প্রসব যন্ত্রণা নিয়ে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন । সেখানে চিকিৎসক রঞ্জন কুমার মুস্তাফি পরীক্ষা করে দেখেন যে জয়া দাস মণ্ডলের পেটে যমজ সন্তান রয়েছে ৷ তাদের প্রসব করাতে গিয়ে ডাক্তারবাবু দেখেন ওই জমজ বেবি দুটি 'কনজয়েন্ট টুইন'। এই অবস্থায় বাচ্চাদের প্রসব করানো জটিল এবং বিরলও বটে । মূলত এই ধরনের প্রসব মেডিক্যাল হাসপাতালেই হয়ে থাকে । সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হওয়ায় সুপার স্পেশালিটি হাসপাতালের সুযোগকে কাজে লাগিয়ে বালুরঘাট শহরের মতো প্রত্যন্ত এলাকায় এই ধরনের প্রসব করিয়ে তাক লাগালেন ডাক্তারবাবু । মা ও দুই সদ্যজাত ভাল আছে বলে চিকিৎসক জানিয়েছেন।

জটিল অস্ত্রোপচারে জন্ম হল 'কনজয়েন্ট টুইন বেবি'র

আরও পড়ুন : চলছে মস্তিষ্কের অস্ত্রোপচার, গুনগুন করে গজল গাইছেন রোগী

জটিল অস্ত্রোপচারের পর প্রসূতি বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন কুমার মুস্তাফি জানান, এদিন রোগী প্রসব যন্ত্রণা নিয়ে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল ভর্তি হন । মায়ের শারীরিক গঠন অনুসারে পেটে বেবির আকার বড় মনে হওয়ায় আলট্রাসোনোগ্রাফি করা হয় । এর পরেই দেখা যায় যে জমজ সন্তান রয়েছে । সিজার করতে গেলে দেখা যায় দুটো বেবি একসঙ্গে জোড়া লেগে রয়েছে ৷ যেটাকে ডাক্তারি ভাষায় বলা হচ্ছে 'কনজয়েন্ট টুইন' বেবি । এই অবস্থাতেই সিজার করে শিশু দু'টিকে বের করা হয় । জটিল অস্ত্রোপচারের পর মা ও সদ্যজাতরা সুস্থ রয়েছে । সুপার স্পেশালিটি হাসপাতাল ও ডাক্তারবাবুকে ধন্যবাদ জানিয়েছে রোগীর পরিবার ।

Last Updated : Jun 16, 2022, 10:51 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.