ETV Bharat / state

Girl Student Body Recovered: উদ্ধার একাদশ শ্রেণির ছাত্রীর দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের - ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের

একাদশ শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু (Girl Student Body Recovered) । দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানার মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের কাঁঠাল হাট এলাকার ঘটনা । ধর্ষণ করে খুনের আশংকা করছে পরিবার ৷

Girl Student Body Recovered
ছাত্রীর রহস্যজনক মৃত্যু
author img

By

Published : Mar 9, 2023, 9:02 PM IST

কুশমণ্ডি, 9 মার্চ: ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় ছাত্রীর দেহ উদ্ধার (class eleven girl student Body recovered) ৷ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কুশমণ্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের কাঠাল হাট এলাকায় । মৃত ছাত্রীর বয়স 18 বছর ৷ একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন । পরিবারের অনুমান, ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে । ঘটনার খবর পেয়ে ছুটে আসে কুশমণ্ডি থানার পুলিশ । পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় । ওই ছাত্রী আত্মহত্যা করেছে, না খুন হয়েছে সেই বিষয়ে ময়নাতদন্তের পরেই সমস্ত কিছু উঠে আসবে বলে পুলিশ জানিয়েছে । সমস্ত ঘটনা তদন্ত করছে কুশমণ্ডি থানার পুলিশ ।

সূত্রের খবর, এদিন সকালে নিজের বিছানায় উপুড় হয়ে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায় ওই ছাত্রীকে । মৃতের চোখে, মুখে রক্তের ছোপ দেখতে পাওয়া যাওয়ায় পরিবারের লোকেরা খুনের অভিযোগ তুলেছে । এদিকে মৃত্যুর খবর পেয়ে কুশমণ্ডি থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে আসে । পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে । মৃত্যু সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । তবে খুন, না আত্মহত্যা সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে ।

এই বিষয়ে মৃতের বাবা জানান, আজ সকালবেলা মেয়েকে তাঁর নিজের ঘরে মেঝেতে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি । পরবর্তীতে চিৎকার-শুনে এলাকার লোকজন ছুটে আসে ৷ তাঁর অনুমান, মেয়ের অন্য একজনের সঙ্গে সম্পর্ক ছিল ৷ সেই কারণেই হয়ত তাঁকে এইভাবে মেরে ফেলা হয়েছে । তিনি মেয়ের খুনের সঠিক তদন্ত এবং দোষীর উপযুক্ত সাজা চান বলে জানিয়েছেন ৷

মৃতের আত্মীয় জানান, সকালবেলা তিনি খবর পান ওই ছাত্রী মৃত অবস্থায় পড়ে রয়েছে তাঁর শোওয়ার ঘরে । তিনি ছুটে গিয়ে দেখেন ঘরের মধ্যে মেঝেতে উপুর হয়ে পড়ে রয়েছে মেয়েটি । অনুমান ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে ৷ এই কাজ করেছে দুষ্কৃতীরা । গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) দীপাঞ্জন ভট্টাচার্য জানান, একাদশ শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে । তদন্ত শুরু হয়েছে । তদন্ত এগোলে মৃত্যুর কারণ জানা যাবে ।

আরও পড়ুন: জগদলপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার নাবালক-সহ পাঁচ, দু'জন পলাতক

কুশমণ্ডি, 9 মার্চ: ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় ছাত্রীর দেহ উদ্ধার (class eleven girl student Body recovered) ৷ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কুশমণ্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের কাঠাল হাট এলাকায় । মৃত ছাত্রীর বয়স 18 বছর ৷ একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন । পরিবারের অনুমান, ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে । ঘটনার খবর পেয়ে ছুটে আসে কুশমণ্ডি থানার পুলিশ । পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় । ওই ছাত্রী আত্মহত্যা করেছে, না খুন হয়েছে সেই বিষয়ে ময়নাতদন্তের পরেই সমস্ত কিছু উঠে আসবে বলে পুলিশ জানিয়েছে । সমস্ত ঘটনা তদন্ত করছে কুশমণ্ডি থানার পুলিশ ।

সূত্রের খবর, এদিন সকালে নিজের বিছানায় উপুড় হয়ে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায় ওই ছাত্রীকে । মৃতের চোখে, মুখে রক্তের ছোপ দেখতে পাওয়া যাওয়ায় পরিবারের লোকেরা খুনের অভিযোগ তুলেছে । এদিকে মৃত্যুর খবর পেয়ে কুশমণ্ডি থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে আসে । পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে । মৃত্যু সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । তবে খুন, না আত্মহত্যা সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে ।

এই বিষয়ে মৃতের বাবা জানান, আজ সকালবেলা মেয়েকে তাঁর নিজের ঘরে মেঝেতে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি । পরবর্তীতে চিৎকার-শুনে এলাকার লোকজন ছুটে আসে ৷ তাঁর অনুমান, মেয়ের অন্য একজনের সঙ্গে সম্পর্ক ছিল ৷ সেই কারণেই হয়ত তাঁকে এইভাবে মেরে ফেলা হয়েছে । তিনি মেয়ের খুনের সঠিক তদন্ত এবং দোষীর উপযুক্ত সাজা চান বলে জানিয়েছেন ৷

মৃতের আত্মীয় জানান, সকালবেলা তিনি খবর পান ওই ছাত্রী মৃত অবস্থায় পড়ে রয়েছে তাঁর শোওয়ার ঘরে । তিনি ছুটে গিয়ে দেখেন ঘরের মধ্যে মেঝেতে উপুর হয়ে পড়ে রয়েছে মেয়েটি । অনুমান ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে ৷ এই কাজ করেছে দুষ্কৃতীরা । গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) দীপাঞ্জন ভট্টাচার্য জানান, একাদশ শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে । তদন্ত শুরু হয়েছে । তদন্ত এগোলে মৃত্যুর কারণ জানা যাবে ।

আরও পড়ুন: জগদলপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার নাবালক-সহ পাঁচ, দু'জন পলাতক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.