ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে এক রাতে 3 নাবালিকার বিয়ে রুখল চাইল্ড লাইন - নাবালাকার বিয়ে রুখল প্রশাসন

বুধবার  গোপন সূত্রে চাইল্ড লাইনের কাছে খবর আসে দক্ষিণ দিনাজপুরের তিনটি ব্লকে নাবালিকার বিয়ে দিচ্ছে তাদের পরিবার । খবর পেয়েই গতকাল পুলিশ প্রশাসনের সাহায্যে তিনটি জায়গায় হানা দেয় চাইল্ড লাইন ।

Child Line
নাবালিকার বিয়ে রুখল চাইল্ড লাইন
author img

By

Published : Dec 12, 2019, 11:09 PM IST

বালুরঘাট, 12 ডিসেম্বর: তিন নাবালিকার বিয়ে রুখল চাইল্ড লাইন । গোপন সূত্রে খবর পেয়ে, বুধবার রাতে পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় বালুরঘাট, হিলি ও গঙ্গারামপুরের তিনটি পৃথক জায়গায় অভিযান চালিয়ে তিন নাবালিকার বিয়ে বন্ধ করল চাইল্ড লাইন । এদিন পরিবারের পক্ষ থেকে 18 বছর আগে নাবালিকাদের বিয়ে দেবে না বলে চাইল্ড লাইন কর্তৃপক্ষকে মুচলেকা দেওয়া হয়েছে । অন্যদিকে 18 বছরের আগে যাতে ওই নাবালিকাদের বিয়ে না দেওয়া হয় সেই জন্য তাঁদের উপর বিশেষ নজর রাখবে চাইল্ড লাইন ।

বুধবার গোপন সূত্রে চাইল্ড লাইনের কাছে খবর আসে দক্ষিণ দিনাজপুরের তিনটি ব্লকে নাবালিকার বিয়ে দিচ্ছে তাদের পরিবার । খবর পেয়েই গতকাল পুলিশ প্রশাসনের সাহায্যে তিনটি জায়গায় হানা দেয় চাইল্ড লাইন । বালুরঘাট ব্লকের শরণগ্রাম, হিলি ব্লকের জগদীশপুর ও গঙ্গারামপুরে মল্লিকপুর এলাকায় হানা দেয় তারা । তিনটি জায়গায় হানা দিয়ে তিন নাবালিকার বিয়ে রুখতে সক্ষম হয় চাইল্ড লাইন । সেই সঙ্গে ওই তিন নাবালিকার পরিবারের থেকে মুচলেকা নেয় চাইল্ড লাইন । 18 বছর আগে কোনও ভাবে ওই নাবালিকাদের বিয়ে দেওয়া হবে না বলে মুচলেকা দেয় পরিবার ।

চাইল্ড লাইনের সদস্য রিতা মাহাত জানান, " গোপন সূত্রে খবর পেয়ে বুধবার তিনটি নাবালিকার বিয়ে বন্ধ করে চাইল্ড লাইন । এছাড়াও চলতি বছরে এখন পর্যন্ত 10টির বেশি নাবালিকার বিয়ে রুখতে সক্ষম হয়েছি আমরা ।"

বালুরঘাট, 12 ডিসেম্বর: তিন নাবালিকার বিয়ে রুখল চাইল্ড লাইন । গোপন সূত্রে খবর পেয়ে, বুধবার রাতে পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় বালুরঘাট, হিলি ও গঙ্গারামপুরের তিনটি পৃথক জায়গায় অভিযান চালিয়ে তিন নাবালিকার বিয়ে বন্ধ করল চাইল্ড লাইন । এদিন পরিবারের পক্ষ থেকে 18 বছর আগে নাবালিকাদের বিয়ে দেবে না বলে চাইল্ড লাইন কর্তৃপক্ষকে মুচলেকা দেওয়া হয়েছে । অন্যদিকে 18 বছরের আগে যাতে ওই নাবালিকাদের বিয়ে না দেওয়া হয় সেই জন্য তাঁদের উপর বিশেষ নজর রাখবে চাইল্ড লাইন ।

বুধবার গোপন সূত্রে চাইল্ড লাইনের কাছে খবর আসে দক্ষিণ দিনাজপুরের তিনটি ব্লকে নাবালিকার বিয়ে দিচ্ছে তাদের পরিবার । খবর পেয়েই গতকাল পুলিশ প্রশাসনের সাহায্যে তিনটি জায়গায় হানা দেয় চাইল্ড লাইন । বালুরঘাট ব্লকের শরণগ্রাম, হিলি ব্লকের জগদীশপুর ও গঙ্গারামপুরে মল্লিকপুর এলাকায় হানা দেয় তারা । তিনটি জায়গায় হানা দিয়ে তিন নাবালিকার বিয়ে রুখতে সক্ষম হয় চাইল্ড লাইন । সেই সঙ্গে ওই তিন নাবালিকার পরিবারের থেকে মুচলেকা নেয় চাইল্ড লাইন । 18 বছর আগে কোনও ভাবে ওই নাবালিকাদের বিয়ে দেওয়া হবে না বলে মুচলেকা দেয় পরিবার ।

চাইল্ড লাইনের সদস্য রিতা মাহাত জানান, " গোপন সূত্রে খবর পেয়ে বুধবার তিনটি নাবালিকার বিয়ে বন্ধ করে চাইল্ড লাইন । এছাড়াও চলতি বছরে এখন পর্যন্ত 10টির বেশি নাবালিকার বিয়ে রুখতে সক্ষম হয়েছি আমরা ।"

Intro:একদিনেই ৩ ও চলতি মরশুমে ১০ নাবালিকার বিয়ে রুখল চাইল্ড লাইন।। 

বালুরঘাট, ১২ ডিসেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে তিনটি বিয়ে রুখল চাইল্ড লাইন। গতকাল রাতে পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় বালুরঘাট, হিলি ও গঙ্গারামপুরে তিনটি পৃথক জায়গায় বিয়ে রুখে দেয় চাইল্ড লাইন। তিনটি জায়গা থেকেই পরিবারের পক্ষ থেকে ১৮ বছর আগে মেয়ের বিয়ে দেবে না বলে চাইল্ড লাইন কর্তৃপক্ষকে মুচলেখা দেওয়া হয়েছে। ১৮ বছর আগে যাতে নাবালিকাদের বিয়ে না হয় সেই জন্য তিনটি নাবালিকার উপর বিশেষ নজর রাখবে চাইল্ড লাইন।

জানা গেছে, গতকাল অগ্রহায়ণ মাসের শেষ বিয়ের তারিখ ছিল। এদিন দক্ষিণ দিনাজপুরে রেকর্ড পরিমাণ বিয়ে হয়। এদিকে গতকাল গোপন সূত্রে জানা গেছে খবর আসে জেলার তিনটি ব্লকে নাবালিকার বিয়ে হচ্ছে। এমন খবর পেয়ে গতকালই পুলিশ প্রশাসনের সঙ্গে নিয়ে তিনটি জায়গায় হানা দেয় চাইল্ড লাইন। বালুরঘাট ব্লকের শরণগ্রাম, হিলি ব্লকের জগদীশপুর ও গঙ্গারামপুরে মল্লিকপুর এলাকায় তিনটি নাবালিকার বিয়ে হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে এই তিনটি এলাকায় গতকাল রাতেই স্থানীয় পুলিশ ও প্রশাসনদের সঙ্গে নিয়ে অনুষ্ঠান বাড়িতে গিয়ে নাবালিকাদের বিয়ে আটকায়। ১৮ বছর আগে মেয়েদের বিয়ে দেবে না এমন মুচলেখা চাইল্ড লাইন কর্তৃপক্ষকে দেয় পরিবার। পাশাপাশি ১৮ বছর আগে মেয়ের বিয়ে দিলে কি রকম সমস্যা হতে পারে তা পরিবারের লোকদের বোঝানো হয়। চাইল্ড লাইন সূত্রে জানা গেছে, চলতি বিয়ের মরসুমে এখন পর্যন্ত দশটিরও বেশি নাবালিকার বিয়ে রুখতে সক্ষম হয়েছেন তারা। 

এবিষয়ে চাইল্ড লাইনের সদস্য রিতা মাহাত জানান, গতকাল গোপন সূত্রে খবর পেয়ে তিনটি নাবালিকার বিয়ে বন্ধ করেন। বালুরঘাট, হিলি ও গঙ্গারামপুর ৩ নাবালিকার বিয়ে রুখতে সক্ষম হয়েছেন। চলতি মরসুমে এখন পর্যন্ত দশটিরও বেশি নাবালিকার বিয়ে রুখেছেন তারা। Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.