ETV Bharat / state

ব্যবসায়ীকে অপহরণ দুষ্কৃতীদের, তদন্তে তপন থানার পুলিশ - MISCREANTS

দক্ষিণ দিনাজপুরের তপন থানার করদহ এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । বৃহস্পতিবার গভীর রাতে ব্যবসায়ীকে অপহরণ করে বলে অভিযোগ । ঘটনার তদন্তে তপন থানার পুলিশ ।

TAPAN
ব্যবসায়ীকে অপহরণ দুষ্কৃতীদের, তদন্তে তপন থানার পুলিশ
author img

By

Published : Jun 11, 2021, 6:19 PM IST

তপন, ১১ জুন: দক্ষিণ দিনাজপুরের তপন থানার করদহ এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । বৃহস্পতিবার গভীর রাতে ব্যবসায়ীকে অপহরণ করে বলে অভিযোগ । ঘটনার তদন্তে তপন থানার পুলিশ ।

তপনের করদহ হাইস্কুল পাড়ায় বেকারী ব্যবসায়ী অসীম প্রামাণিককে কয়েকজন দুষ্কৃতী অপহরণ করে বলে অভিযোগ । জানা গিয়েছে, গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা রুটি কেনার নাম করে ওই ব্যবসায়ীর বাড়িতে আসে । রুটি নেই জানার পর বিস্কুট নেবে বলে বাড়িতে ঢোকে । এরপর ওই ব্যবসায়ী ও তাঁর স্ত্রীর হাত পা বেঁধে মারধর করে নগদ কিছু টাকা, গয়না সহ ওই ব্যক্তিকে অপহরণ করে দুষ্কৃতীরা । ঘটনায় অভিযোগ করা হয়েছে তপন থানায় । অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে তপন থানার বিশাল পুলিশ বাহিনী । ঘটনার তদন্তে নেমেছে তপন থানার পুলিশ ।

ব্যবসায়ীকে অপহরণ দুষ্কৃতীদের, তদন্তে তপন থানার পুলিশ

আরও পড়ুন: ঘিঞ্জি বস্তিসহ সরকারি দফতর জীবাণুমুক্ত করার উদ্যোগ নিল রেড ভলেন্টিয়ার্স

এদিকে এখনও পর্যন্ত ওই ব্যবসায়ীর কোনও খোঁজ পাওয়া যায়নি । অপহরণকারীরা এখনও পর্যন্ত কোনও মুক্তিপণের দাবি না জানানোয় চিন্তায় রয়েছে ব্যবসায়ীর পরিবার । ব্যবসায়ীর স্ত্রী রাখী প্রামাণিক জানান, গতকাল রাত এগারোটা নাগাদ রুটি কেনার নামে চারজন আসে । এরপর বাড়িতে ঢুকে চাকু বের করে সবকিছু লুঠ করে নিয়ে যায় । মারধর করে এবং বলপূর্বক তাঁর স্বামীকে তুলে নিয়ে চলে যায় । অসীম প্রামাণিকের মাসতুতো ভাই ফটিক চন্দ্র সরকার জানান, গতকাল রাতে কান্নাকাটি শুনে আমরা আসি এবং বিষয়টি জানতে পারি । এরপর পুলিশ রাতে তিনবার এসেছিল । আমরা চাই ভাইকে উদ্ধার করুক পুলিশ । এই ঘটনায় দ্রুত ওই ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে তপন থানায় স্থানীয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে । পুলিশ সুপার রাহুল দে জানান, অভিযোগ দায়ের হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ । গাড়ির নম্বর থেকে ফোন নম্বর ট্রেকিং করা হচ্ছে । আশা করা যায় দু-একদিনের মধ্যেই অপরাধীরা ধরা পড়বে ।

তপন, ১১ জুন: দক্ষিণ দিনাজপুরের তপন থানার করদহ এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । বৃহস্পতিবার গভীর রাতে ব্যবসায়ীকে অপহরণ করে বলে অভিযোগ । ঘটনার তদন্তে তপন থানার পুলিশ ।

তপনের করদহ হাইস্কুল পাড়ায় বেকারী ব্যবসায়ী অসীম প্রামাণিককে কয়েকজন দুষ্কৃতী অপহরণ করে বলে অভিযোগ । জানা গিয়েছে, গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা রুটি কেনার নাম করে ওই ব্যবসায়ীর বাড়িতে আসে । রুটি নেই জানার পর বিস্কুট নেবে বলে বাড়িতে ঢোকে । এরপর ওই ব্যবসায়ী ও তাঁর স্ত্রীর হাত পা বেঁধে মারধর করে নগদ কিছু টাকা, গয়না সহ ওই ব্যক্তিকে অপহরণ করে দুষ্কৃতীরা । ঘটনায় অভিযোগ করা হয়েছে তপন থানায় । অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে তপন থানার বিশাল পুলিশ বাহিনী । ঘটনার তদন্তে নেমেছে তপন থানার পুলিশ ।

ব্যবসায়ীকে অপহরণ দুষ্কৃতীদের, তদন্তে তপন থানার পুলিশ

আরও পড়ুন: ঘিঞ্জি বস্তিসহ সরকারি দফতর জীবাণুমুক্ত করার উদ্যোগ নিল রেড ভলেন্টিয়ার্স

এদিকে এখনও পর্যন্ত ওই ব্যবসায়ীর কোনও খোঁজ পাওয়া যায়নি । অপহরণকারীরা এখনও পর্যন্ত কোনও মুক্তিপণের দাবি না জানানোয় চিন্তায় রয়েছে ব্যবসায়ীর পরিবার । ব্যবসায়ীর স্ত্রী রাখী প্রামাণিক জানান, গতকাল রাত এগারোটা নাগাদ রুটি কেনার নামে চারজন আসে । এরপর বাড়িতে ঢুকে চাকু বের করে সবকিছু লুঠ করে নিয়ে যায় । মারধর করে এবং বলপূর্বক তাঁর স্বামীকে তুলে নিয়ে চলে যায় । অসীম প্রামাণিকের মাসতুতো ভাই ফটিক চন্দ্র সরকার জানান, গতকাল রাতে কান্নাকাটি শুনে আমরা আসি এবং বিষয়টি জানতে পারি । এরপর পুলিশ রাতে তিনবার এসেছিল । আমরা চাই ভাইকে উদ্ধার করুক পুলিশ । এই ঘটনায় দ্রুত ওই ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে তপন থানায় স্থানীয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে । পুলিশ সুপার রাহুল দে জানান, অভিযোগ দায়ের হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ । গাড়ির নম্বর থেকে ফোন নম্বর ট্রেকিং করা হচ্ছে । আশা করা যায় দু-একদিনের মধ্যেই অপরাধীরা ধরা পড়বে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.