বংশীহারী, ১ মার্চ : তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা । উচ্ছেদ করা হল বেশ কয়েকটি দোকান । দোকানের সঙ্গেই থাকত অনেকের পরিবারও । তাদেরও চলে যাওয়ার নির্দেশ দিয়েছে বুনিয়াদপুর পৌরসভা ।
আগামী 8 তারিখ দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর ফুটবল মাঠে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । যে কারণে রাতারাতি উচ্ছেদ করা হল মাঠের বেশ কয়েকটি দোকান । দোকান মালিকদের তিন দিনের মধ্যে মাঠ ছাড়ার নির্দেশ দিল বুনিয়াদপুর পৌরসভা । পুুনর্বাসনের ব্যবস্থা না করেই এমন উচ্ছেদ বলে অভিযোগ করছে তারা ।
কারও চায়ের দোকান । কেউ বা চায়ের দোকানে কাজ করেন । কোনওমতে দিন চলে তাদের । 10 বছর ধরে ঠাঁই বুনিয়াদপুর ফুটবল মাঠ । মাত্র তিন দিনের নির্দেশিকায় মাঠ ছাড়তে বলায় মাথায় হাত তাদের । কোথায় যাবেন, কোথায় থাকবেন, জানা নেই কারোর ।
এবিষয়ে ববিতা মণ্ডল নামে এক দোকান মালিক বলেন, বহুদিন ধরেই আমরা এই মাঠে থাকি । হঠাৎ করে তিন দিনের সময় দিয়ে মাঠ ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে । পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি নিয়ে SDO অফিস ও BDO অফিসে গিয়েও কোনও সুরাহা হয়নি । পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মনের কাছে গেলে তিনিও মাঠ ছেড়ে দেওয়ার কথা বলেন । আমাদের একমাত্র আয়ের রাস্তা ছিল এই দোকান । কিন্তু এই নোটিশের কারণে আমরা পথে বসতে চলেছি । মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের অনুরোধ যে আমাদের জন্য কিছু ব্যবস্থা করে দিন ।
এই বিষয়ে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মণ বলেন, এদের অনেকদিন আগেই সরে যাওয়ার কথা বলা হয়েছিল । কিন্তু আগামী ৪ মার্চ বুনিয়াদপুর ফুটবল মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য এই পরিবারগুলোকে চলে যেতে বলা হচ্ছে ।