ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর তহবিলে সাহায্য বুনিয়াদপুর পৌরসভা ও সিভিক ভলান্টিয়রের

author img

By

Published : Apr 3, 2020, 6:49 AM IST

কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লাখ ও 5 হাজার টাকার চেক দিল বুনিয়াদপুর পৌরসভা ও এক সিভিক ভলেন্টিয়র ৷ গতকাল বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মণ ও সিভিক পুলিশ কৃষ্ণ মাহাতো বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকারের হাতে এই চেক তুলে দেয় ৷

buniyadpur municipality and one civic volunteer gave 1 lakh and 5 thousand rupees check to cm relief fund to combat corona outbreak
কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লাখ ও 5 হাজার টাকার চেক দিল বুনিয়াদপুর পৌরসভা ও এক সিভিক ভলেন্টিয়র

বংশীহারী, 3 এপ্রিল : কোরোনা ভাইরাস মোকাবিলায় আর্থিক সাহায্যে এগিয়ে এল বুনিয়াদপুর পৌরসভা ও বংশীহারী থানার সিভিক পুলিশ ৷ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বুনিয়াদপুর পৌরসভার তরফ থেকে দেওয়া হল 1 লাখ টাকার চেক ৷ অন্যদিকে, বংশীহারী থানার সিভিক পুলিশ কৃষ্ণ মাহাতো দিল 5 হাজার টাকার চেক ৷ গতকাল বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মণ ও সিভিক পুলিশ কৃষ্ণ মাহাতো বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকারের হাতে এই চেক তুলে দেয় ৷

কোরোনা মোকাবিলায় আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল গঠন করেছেন । এই তহবিলে সকল সাধারণ নাগরিকদের আবেদন করেছেন অর্থ সাহায্যের জন্য । এখনও পর্যন্ত কোরোনা সংক্রমণে দেশজুড় প্রচুর লোক মারা গেছে । আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে । এই অবস্থায় দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের ত্রাণ তহবিলে সবাইকে সাহায্যের জন্য আবেদন জানান ৷ আজ সেই মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে বুনিয়াদপুর পৌরসভার পক্ষ থেকে 1 লাখ টাকার চেক তুলে দেওয়া হয় ৷ অন্যদিকে, বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকারকে 5 হাজার টাকার চেক তুলে দেন এক সিভিক ভলানটিয়র ।

buniyadpur municipality and one civic volunteer gave 1 lakh and 5 thousand rupees check to cm relief fund to combat corona outbreak
কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লাখ ও 5 হাজার টাকার চেক দিল বুনিয়াদপুর পৌরসভা ও এক সিভিক ভলান্টিয়র

এবিষয়ে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মণ বলেন, " আমরা রাজ্য সরকারের ফান্ডে 1 লাখ টাকা দান করলাম । চারদিকে কোরোনা ভাইরাসের জেরে যে পরিস্থিতি চলছে, মুখ্যমন্ত্রী প্রাণপণ চেষ্টা করছেন দুস্থদের পাশে দাঁড়ানোর ৷ আমরা সেই কারণেই তাঁর পাশে দাঁড়ানোর জন্য আজ তাঁর রিলিফ ফান্ডে অর্থদান করলাম । আমরা বুনিয়াদপুর পৌরসভা এলাকার সবাইকে অনুরোধ করব সবাই যেন এগিয়ে আসেন ৷ মাননীয়া মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ান ৷ তাঁর উদ্দেশ্য যেন সার্থক হয় । "

buniyadpur municipality and one civic volunteer gave 1 lakh and 5 thousand rupees check to cm relief fund to combat corona outbreak
কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লাখ ও 5 হাজার টাকার চেক দিল বুনিয়াদপুর পৌরসভা ও এক সিভিক ভলেন্টিয়র

বংশীহারী থানার সিভিক ভলেন্টিয়র কৃষ্ণ মাহাতো বলেন, " কোরোনা ভাইরাসের জেরে লকডাউন চলছে ৷ প্রচুর লোক বাড়ির বাইরে আটকে পড়েছেন ৷ দিন আনা দিন খাওয়া মানুষেরা খেতে পাচ্ছেন না ৷ সাধারণ মানুষকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে । এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর যে রিলিফ ফান্ড আমার উপার্জনের 5 হাজার টাকার চেক, তাতে জমা করলাম । "

বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার বলেন, " আমার থানার সিভিক ভলেন্টিয়র কৃষ্ণ মাহাতো খুব ভালো উদ্যোগ নিয়েছে । মাননীয়া মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে সাহায্যের হাত বাড়িয়েছে । সে তার উপার্জনের 5 হাজার টাকা দিয়ে মানুষের এই কঠিন পরিস্থিতিতে এগিয়ে এসেছে । একজন সিভিক ভলান্টিয়রের এই উদ্যোগ সমস্ত পুলিশকে উদ্বুদ্ধ করবে । "

বংশীহারী, 3 এপ্রিল : কোরোনা ভাইরাস মোকাবিলায় আর্থিক সাহায্যে এগিয়ে এল বুনিয়াদপুর পৌরসভা ও বংশীহারী থানার সিভিক পুলিশ ৷ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বুনিয়াদপুর পৌরসভার তরফ থেকে দেওয়া হল 1 লাখ টাকার চেক ৷ অন্যদিকে, বংশীহারী থানার সিভিক পুলিশ কৃষ্ণ মাহাতো দিল 5 হাজার টাকার চেক ৷ গতকাল বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মণ ও সিভিক পুলিশ কৃষ্ণ মাহাতো বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকারের হাতে এই চেক তুলে দেয় ৷

কোরোনা মোকাবিলায় আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল গঠন করেছেন । এই তহবিলে সকল সাধারণ নাগরিকদের আবেদন করেছেন অর্থ সাহায্যের জন্য । এখনও পর্যন্ত কোরোনা সংক্রমণে দেশজুড় প্রচুর লোক মারা গেছে । আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে । এই অবস্থায় দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের ত্রাণ তহবিলে সবাইকে সাহায্যের জন্য আবেদন জানান ৷ আজ সেই মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে বুনিয়াদপুর পৌরসভার পক্ষ থেকে 1 লাখ টাকার চেক তুলে দেওয়া হয় ৷ অন্যদিকে, বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকারকে 5 হাজার টাকার চেক তুলে দেন এক সিভিক ভলানটিয়র ।

buniyadpur municipality and one civic volunteer gave 1 lakh and 5 thousand rupees check to cm relief fund to combat corona outbreak
কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লাখ ও 5 হাজার টাকার চেক দিল বুনিয়াদপুর পৌরসভা ও এক সিভিক ভলান্টিয়র

এবিষয়ে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মণ বলেন, " আমরা রাজ্য সরকারের ফান্ডে 1 লাখ টাকা দান করলাম । চারদিকে কোরোনা ভাইরাসের জেরে যে পরিস্থিতি চলছে, মুখ্যমন্ত্রী প্রাণপণ চেষ্টা করছেন দুস্থদের পাশে দাঁড়ানোর ৷ আমরা সেই কারণেই তাঁর পাশে দাঁড়ানোর জন্য আজ তাঁর রিলিফ ফান্ডে অর্থদান করলাম । আমরা বুনিয়াদপুর পৌরসভা এলাকার সবাইকে অনুরোধ করব সবাই যেন এগিয়ে আসেন ৷ মাননীয়া মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ান ৷ তাঁর উদ্দেশ্য যেন সার্থক হয় । "

buniyadpur municipality and one civic volunteer gave 1 lakh and 5 thousand rupees check to cm relief fund to combat corona outbreak
কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লাখ ও 5 হাজার টাকার চেক দিল বুনিয়াদপুর পৌরসভা ও এক সিভিক ভলেন্টিয়র

বংশীহারী থানার সিভিক ভলেন্টিয়র কৃষ্ণ মাহাতো বলেন, " কোরোনা ভাইরাসের জেরে লকডাউন চলছে ৷ প্রচুর লোক বাড়ির বাইরে আটকে পড়েছেন ৷ দিন আনা দিন খাওয়া মানুষেরা খেতে পাচ্ছেন না ৷ সাধারণ মানুষকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে । এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর যে রিলিফ ফান্ড আমার উপার্জনের 5 হাজার টাকার চেক, তাতে জমা করলাম । "

বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার বলেন, " আমার থানার সিভিক ভলেন্টিয়র কৃষ্ণ মাহাতো খুব ভালো উদ্যোগ নিয়েছে । মাননীয়া মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে সাহায্যের হাত বাড়িয়েছে । সে তার উপার্জনের 5 হাজার টাকা দিয়ে মানুষের এই কঠিন পরিস্থিতিতে এগিয়ে এসেছে । একজন সিভিক ভলান্টিয়রের এই উদ্যোগ সমস্ত পুলিশকে উদ্বুদ্ধ করবে । "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.