ETV Bharat / state

Snake Venom : কুমারগঞ্জের ধান খেত থেকে উদ্ধার 12 কোটি টাকার সাপের বিষ

ধান খেতে লুকোনো প্রায় 12 কোটি টাকার সাপের বিষ উদ্ধার করল বিএসএফ ৷ দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিওপির 61 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের তৎপরতায় তা উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ অবশ্য কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

Snake Venom seized in Dakshin Dinajpur
কুমারগঞ্জে ধান খেতে লুকোনো প্রায় 12 কোটি টাকার সাপের বিষ উদ্ধার করল বিএসএফ
author img

By

Published : Oct 24, 2021, 4:53 PM IST

কুমারগঞ্জ, 24 অক্টোবর : উদ্ধার হল 12 কোটি টাকার সাপের বিষ ৷ বাংলাদেশে পাচারের আগে কুমারগঞ্জ এলাকার একটি ধান খেতে কাচের জার ভর্তি সাপের বিষ লুকোনো ছিল ৷ সেটাই উদ্ধার করল বিএসএফ ৷ অবশ্য কাউকে গ্রেফতার করা যায়নি ৷ উদ্ধার হওয়া এই সাপের বিষের বাজারমূল্য প্রায় 12 কোটি টাকা ৷ উদ্ধার হওয়া যে কাচের জারে সাপের বিষ রয়েছে তার গায়ে 'মেড ইন ফ্রান্স' লেখা থাকতে দেখা গিয়েছে ৷

শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের কুমারগঞ্জ বিওপি এলাকার বিএসএফের 61 নম্বর ব্যাটেলিয়নের তৎপরতায় এই সাপের বিষ উদ্ধার হয় । ধানের খেতের মধ্যে কাচের জারটি লুকোনো ছিল ৷ টহলদারির সময় বিএসএফ জওয়ানদের চোখে পড়ে সেটি ৷ রাতেই তা বালুরঘাট বন দফতরের হাতে তুলে দেওয়া হয় ৷ পুরো ঘটনা খতিয়ে দেখছেন বিএসএফের 61 নম্বর ব্যাটেলিয়নের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বালুরঘাট বন দফতরের কর্মীরা । জানা গিয়েছে, যে বিষ উদ্ধার হয়েছে তা ক্রিস্টাল টাইপ ৷ বাংলাদেশ হয়ে এই সাপের বিষ চিনে যাচ্ছিল বলেই তদন্তকারীদের প্রাথমিক অনুমান ।

কুমারগঞ্জে ধান খেতে লুকোনো প্রায় 12 কোটি টাকার সাপের বিষ উদ্ধার করল বিএসএফ

এর আগেও দক্ষিণ দিনাজপুর জেলায় একাধিকবার সাপের বিষ ভর্তি জার উদ্ধার হয়েছে ৷ এই ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি বিএসএফ জওয়ানরা । বালুরঘাট বন দফতরের রেঞ্জ অফিসার সমীর শিকদার জানান, কুমারগঞ্জ বিওপি বিএসএফ এই কাঁচের জারটি জমা দিয়ে গিয়েছে । অনুমান করা হচ্ছে, এটা সাপের বিষ ৷ তবে এটা সত্যি সাপের বিষ কিনা সে বিষয়ে পরীক্ষা করতে বাইরে পাঠানো হবে ।

আরও পড়ুন : Ganja Seized : গোপালনগর 100 কেজি গাঁজা-সহ গ্রেফতার 1

কুমারগঞ্জ, 24 অক্টোবর : উদ্ধার হল 12 কোটি টাকার সাপের বিষ ৷ বাংলাদেশে পাচারের আগে কুমারগঞ্জ এলাকার একটি ধান খেতে কাচের জার ভর্তি সাপের বিষ লুকোনো ছিল ৷ সেটাই উদ্ধার করল বিএসএফ ৷ অবশ্য কাউকে গ্রেফতার করা যায়নি ৷ উদ্ধার হওয়া এই সাপের বিষের বাজারমূল্য প্রায় 12 কোটি টাকা ৷ উদ্ধার হওয়া যে কাচের জারে সাপের বিষ রয়েছে তার গায়ে 'মেড ইন ফ্রান্স' লেখা থাকতে দেখা গিয়েছে ৷

শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের কুমারগঞ্জ বিওপি এলাকার বিএসএফের 61 নম্বর ব্যাটেলিয়নের তৎপরতায় এই সাপের বিষ উদ্ধার হয় । ধানের খেতের মধ্যে কাচের জারটি লুকোনো ছিল ৷ টহলদারির সময় বিএসএফ জওয়ানদের চোখে পড়ে সেটি ৷ রাতেই তা বালুরঘাট বন দফতরের হাতে তুলে দেওয়া হয় ৷ পুরো ঘটনা খতিয়ে দেখছেন বিএসএফের 61 নম্বর ব্যাটেলিয়নের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বালুরঘাট বন দফতরের কর্মীরা । জানা গিয়েছে, যে বিষ উদ্ধার হয়েছে তা ক্রিস্টাল টাইপ ৷ বাংলাদেশ হয়ে এই সাপের বিষ চিনে যাচ্ছিল বলেই তদন্তকারীদের প্রাথমিক অনুমান ।

কুমারগঞ্জে ধান খেতে লুকোনো প্রায় 12 কোটি টাকার সাপের বিষ উদ্ধার করল বিএসএফ

এর আগেও দক্ষিণ দিনাজপুর জেলায় একাধিকবার সাপের বিষ ভর্তি জার উদ্ধার হয়েছে ৷ এই ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি বিএসএফ জওয়ানরা । বালুরঘাট বন দফতরের রেঞ্জ অফিসার সমীর শিকদার জানান, কুমারগঞ্জ বিওপি বিএসএফ এই কাঁচের জারটি জমা দিয়ে গিয়েছে । অনুমান করা হচ্ছে, এটা সাপের বিষ ৷ তবে এটা সত্যি সাপের বিষ কিনা সে বিষয়ে পরীক্ষা করতে বাইরে পাঠানো হবে ।

আরও পড়ুন : Ganja Seized : গোপালনগর 100 কেজি গাঁজা-সহ গ্রেফতার 1

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.