ETV Bharat / state

রহস্যজনকভাবে গুলিবিদ্ধ BSF জওয়ান - BSF jawan shoted

কুতুবপুর BOP-র সোমগিয়া আউট পোস্টে কর্তব্যরত ছিলেন মুকেশ কুমার । দুপুরে হঠাৎই গুলির আওয়াজ পান সেখানে কর্তব্যরত জওয়ানরা ৷ গুলির উৎস খুঁজতে গিয়ে তারা দেখতে পান মুকেশ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছেন ৷

মুকেশ
author img

By

Published : Sep 1, 2019, 8:24 PM IST

কুমারগঞ্জ, 1 সেপ্টেম্বর: গুরুতর আহত অবস্থায় জওয়ানকে হাসপাতালে নিয়ে আসার পরই সন্দেহ হয়েছিল চিকিৎসকদের ৷ একটু খুঁটিয়ে পরীক্ষা করতেই সন্দেহ আরও গাঢ় হয় ৷ কারণ, আহত BSF জওয়ানের কোমরে বিদ্ধ হয়েছিল দুটি গুলি ৷ সহকর্মীদের বক্তব্য ছিল, ওই জওয়ান তাঁর ব্যবহৃত ইনসাস রাইফেল দিয়েই গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন ৷ কিন্তু, প্রশ্ন এখানেই ৷ বিশেষজ্ঞদের মতে, ইনসাস রাইফেল নিজের কোমরে লাগিয়ে গুলি চালানো কার্যত অসম্ভব ৷ আবার, ইনসাস রাইফেল দিয়ে কেউ যদি আত্মহত্যা করতে চান তাহলে তিনি সাধারণত থুতনির নিচে তা লাগিয়ে গুলি চালিয়ে থাকেন৷ কিন্তু, এখানে তেমনটি হয়নি ৷ আবার দ্বিতীয় সন্দেহ, কেউ আত্মঘাতী হওয়ার চেষ্টা করলে সাধারণ একবারই গুলি চালিয়ে থাকেন, তাহলে দু'বার গুলি চলল কীভাবে?

জখম BSF জওয়ানের নাম মুকেশ কুমার, তাঁর বয়স 35 । তাঁর বাড়ি জম্মুতে ৷ আজ কুতুবপুর BOP-র সোমগিয়া আউট পোস্টে কর্তব্যরত ছিলেন মুকেশ কুমার । দুপুরে হঠাৎই গুলির আওয়াজ পান সেখানে কর্তব্যরত জওয়ানরা ৷ গুলির উৎস খুঁজতে গিয়ে তারা দেখতে পান মুকেশ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছেন ৷ তাঁর কোমরে গুলির আঘাত ছিল ৷

আহত অবস্থায় মুকেশকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসায় জানা যায় মুকেশের কোমরে দুটি গুলির আঘাত রয়েছে ৷ তাঁর অবস্থা সংকটজনক হওয়ায় পরে তাঁকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি চালানোর আগে আর এক জওয়ানের সঙ্গে হাতাহাতি হয়েছিল মুকেশের৷ সেই সময়ই গুলি চলে বলে জানিয়েছেন তারা৷ তবে ওই জওয়ান মুকেশকে গুলি চালিয়েছে কি না তা স্পষ্ট নয়৷ তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছে ৷ সেই সঙ্গে মুকেশ কুমার মানসিক অবসাদে ভুগছিলেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

কুমারগঞ্জ, 1 সেপ্টেম্বর: গুরুতর আহত অবস্থায় জওয়ানকে হাসপাতালে নিয়ে আসার পরই সন্দেহ হয়েছিল চিকিৎসকদের ৷ একটু খুঁটিয়ে পরীক্ষা করতেই সন্দেহ আরও গাঢ় হয় ৷ কারণ, আহত BSF জওয়ানের কোমরে বিদ্ধ হয়েছিল দুটি গুলি ৷ সহকর্মীদের বক্তব্য ছিল, ওই জওয়ান তাঁর ব্যবহৃত ইনসাস রাইফেল দিয়েই গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন ৷ কিন্তু, প্রশ্ন এখানেই ৷ বিশেষজ্ঞদের মতে, ইনসাস রাইফেল নিজের কোমরে লাগিয়ে গুলি চালানো কার্যত অসম্ভব ৷ আবার, ইনসাস রাইফেল দিয়ে কেউ যদি আত্মহত্যা করতে চান তাহলে তিনি সাধারণত থুতনির নিচে তা লাগিয়ে গুলি চালিয়ে থাকেন৷ কিন্তু, এখানে তেমনটি হয়নি ৷ আবার দ্বিতীয় সন্দেহ, কেউ আত্মঘাতী হওয়ার চেষ্টা করলে সাধারণ একবারই গুলি চালিয়ে থাকেন, তাহলে দু'বার গুলি চলল কীভাবে?

জখম BSF জওয়ানের নাম মুকেশ কুমার, তাঁর বয়স 35 । তাঁর বাড়ি জম্মুতে ৷ আজ কুতুবপুর BOP-র সোমগিয়া আউট পোস্টে কর্তব্যরত ছিলেন মুকেশ কুমার । দুপুরে হঠাৎই গুলির আওয়াজ পান সেখানে কর্তব্যরত জওয়ানরা ৷ গুলির উৎস খুঁজতে গিয়ে তারা দেখতে পান মুকেশ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছেন ৷ তাঁর কোমরে গুলির আঘাত ছিল ৷

আহত অবস্থায় মুকেশকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসায় জানা যায় মুকেশের কোমরে দুটি গুলির আঘাত রয়েছে ৷ তাঁর অবস্থা সংকটজনক হওয়ায় পরে তাঁকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি চালানোর আগে আর এক জওয়ানের সঙ্গে হাতাহাতি হয়েছিল মুকেশের৷ সেই সময়ই গুলি চলে বলে জানিয়েছেন তারা৷ তবে ওই জওয়ান মুকেশকে গুলি চালিয়েছে কি না তা স্পষ্ট নয়৷ তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছে ৷ সেই সঙ্গে মুকেশ কুমার মানসিক অবসাদে ভুগছিলেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

Intro:মানসিক অবসাদে নিজের সার্ভিস রিভলবার দিয়ে দুবার গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা বিএসএফ জওয়ানের।।

কুমারগঞ্জ, ১ সেপ্টেম্বর: কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলবার দিয়ে গুলি করে আত্মহত্যার চেষ্টা বিএসএফ জওয়ানের। ঘটনায় গুরুতর জখম ওই বিএসএফ জওয়ানকে প্রথমে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিএসএফ জওয়ানের নাম মুকেশ কুমার(৩৫)। বাড়ি জম্মু এলাকায়। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে কুমারগঞ্জ থানার জখিরপুর গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর বিওপি এলাকায়। মানসিক অবসাদ থেকেই আত্মহত্যার চেষ্টা বলে প্রাথমিক অনুমান বিএসএফের। গোটা ঘটনা খতিয়ে দেখছে বিএসএফের ২৮ নম্বর ব্যাটেলিয়ান ও কুমারগঞ্জ থানার পুলিশ।

জানা গেছে, এদিন কুতুবপুর বিওপিতে কর্তব্যরত অবস্থায় ছিলেন বিএসএফ জওয়ান মুকেশ কুমার। হঠাৎই দুপুরবেলা গুলির আওয়াজ সহকর্মীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখেন তাকে। তার শরীরের কোমরে দুটো গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই জখম বিএসএফ জাওয়ানকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঠিক কি কারণে ওই বিএসএফ জওয়ান আত্মহত্যা করার চেষ্টা করে তা খতিয়ে দেখছে বিএসএফ ও কুমারগঞ্জ থানার পুলিশ।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিএসএফের ২৮ ব্যাটেলিয়ানের উচ্চপদস্থ আধিকারিকরা। আসে পতিরাম হেডকোয়ার্টারের অন্যান্য বিএসএফ আধিকারিক ও পুলিশ।

যদিও এবিষয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলতে চাননি বিএসএফ অধিকারিকরা।


Body:Kumarganj


Conclusion:Kumarganj
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.