ETV Bharat / state

ভেঙেছে সেতু, সাঁকো দিয়ে চলে ঝুঁকিপূর্ণ যাতায়াত - Paraga bridge

দু'বছর আগে বন্যার ফলে গঙ্গারামপুরের পারগা এলাকায় অনন্ত ভবন খাঁড়ির ব্রিজের অর্ধেক অংশ ভেঙে যায় ৷ বর্তমানে ভাঙা ব্রিজে বাঁশের সাঁকো লাগিয়ে চলছে ঝুঁকিপূর্ণ ভাবে যাতায়াত ৷ যার জেরে প্রাণও গেছে একজনের ৷ তবুও টনক নড়েনি প্রশাসনের ৷ সংস্কার হয়নি ব্রিজের ৷ তাই প্রশাসনিক এই উদাসীনতায় ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে ।

ব্রিজ
author img

By

Published : Sep 16, 2019, 11:41 PM IST

গঙ্গারামপুর , 16 সেপ্টেম্বর : দু'বছর আগে বন্যার ফলে গঙ্গারামপুরের পারগা এলাকায় অনন্ত ভবন খাঁড়ির ব্রিজের অর্ধেক অংশ ভেঙে যায় ৷ বর্তমানে ভাঙা ব্রিজে বাঁশের সাঁকো লাগিয়ে চলছে ঝুঁকিপূর্ণ ভাবে যাতায়াত ৷ যার জেরে প্রাণও গেছে একজনের ৷ তবুও টনক নড়েনি প্রশাসনের ৷ সংস্কার হয়নি ব্রিজের ৷ তাই প্রশাসনিক এই উদাসীনতায় ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে ।

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের শুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের পারগা এলাকায় পুনর্ভবা নদীর উপর তৈরি এই ব্রিজের দশা বেহাল ৷ বহু টালবাহানার পর আজ তা পরিদর্শনে যান গঙ্গারামপুরের BDO । গ্রামবাসীকে ব্রিজ সংস্কারের প্র্রতিশ্রুতিও দেন ৷

গঙ্গারামপুরের এই পারগা ব্রিজের অর্ধেক অংশ বন্যার জলে তলিয়ে যায় ৷ ব্রিজ ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েন কুশমণ্ডি ব্লক ,বংশীহারী ব্লক ও গঙ্গারামপুর ব্লকের মানুষ ৷ বর্তমানে ব্রিজ ভেঙে যাওয়াতে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগ নিয়ে একটি বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি-পূর্ণ ভাবে যাতায়াত করছেন । গ্রামবাসীদের অভিযোগ, ভয়াবহ বন্যার পর দু'বছর কাটলেও প্রশাসন ব্রিজ তৈরির কোনও চেষ্টাই করেনি । স্থানীয় প্রশাসনকে বারংর বলেও লাভ হয়নি । অন্ধকারে ভাঙা ব্রিজের উপর তৈরি বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে ।

দেখুন ভিডিয়ো

গ্রামের এক বাসিন্দা পার্বতী সরকার বলেন, "আমাদের এই ব্রিজটি খুব দরকার ৷ কারণ এই ব্রিজ দিয়ে আমাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ভয় লাগে ৷ যে কোনও সময় বিপদের ঝুঁকি নিয়ে চলতে হয় । এই ব্রিজের জন্য অনেকবার প্রশাসনকে বলেও কাজ হয়নি । গ্রামবাসীদের একটাই দাবি, ব্রিজ চাই ।"

ব্রিজ পরিদর্শনে এসে গঙ্গারামপুরের BDO অঙ্কিত আগরওয়াল বলেন, "খুব দ্রুত যাতে ব্রিজটি সারানো যায় সেই চেষ্টাই করব ।"

গঙ্গারামপুর , 16 সেপ্টেম্বর : দু'বছর আগে বন্যার ফলে গঙ্গারামপুরের পারগা এলাকায় অনন্ত ভবন খাঁড়ির ব্রিজের অর্ধেক অংশ ভেঙে যায় ৷ বর্তমানে ভাঙা ব্রিজে বাঁশের সাঁকো লাগিয়ে চলছে ঝুঁকিপূর্ণ ভাবে যাতায়াত ৷ যার জেরে প্রাণও গেছে একজনের ৷ তবুও টনক নড়েনি প্রশাসনের ৷ সংস্কার হয়নি ব্রিজের ৷ তাই প্রশাসনিক এই উদাসীনতায় ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে ।

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের শুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের পারগা এলাকায় পুনর্ভবা নদীর উপর তৈরি এই ব্রিজের দশা বেহাল ৷ বহু টালবাহানার পর আজ তা পরিদর্শনে যান গঙ্গারামপুরের BDO । গ্রামবাসীকে ব্রিজ সংস্কারের প্র্রতিশ্রুতিও দেন ৷

গঙ্গারামপুরের এই পারগা ব্রিজের অর্ধেক অংশ বন্যার জলে তলিয়ে যায় ৷ ব্রিজ ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েন কুশমণ্ডি ব্লক ,বংশীহারী ব্লক ও গঙ্গারামপুর ব্লকের মানুষ ৷ বর্তমানে ব্রিজ ভেঙে যাওয়াতে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগ নিয়ে একটি বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি-পূর্ণ ভাবে যাতায়াত করছেন । গ্রামবাসীদের অভিযোগ, ভয়াবহ বন্যার পর দু'বছর কাটলেও প্রশাসন ব্রিজ তৈরির কোনও চেষ্টাই করেনি । স্থানীয় প্রশাসনকে বারংর বলেও লাভ হয়নি । অন্ধকারে ভাঙা ব্রিজের উপর তৈরি বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে ।

দেখুন ভিডিয়ো

গ্রামের এক বাসিন্দা পার্বতী সরকার বলেন, "আমাদের এই ব্রিজটি খুব দরকার ৷ কারণ এই ব্রিজ দিয়ে আমাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ভয় লাগে ৷ যে কোনও সময় বিপদের ঝুঁকি নিয়ে চলতে হয় । এই ব্রিজের জন্য অনেকবার প্রশাসনকে বলেও কাজ হয়নি । গ্রামবাসীদের একটাই দাবি, ব্রিজ চাই ।"

ব্রিজ পরিদর্শনে এসে গঙ্গারামপুরের BDO অঙ্কিত আগরওয়াল বলেন, "খুব দ্রুত যাতে ব্রিজটি সারানো যায় সেই চেষ্টাই করব ।"

Intro:চার বছর পরে এলাকার মানুষের কথা ভেবে বাঁশের সাঁকো পরিদর্শনে গঙ্গারামপুর এর বিডিও।।

গঙ্গারামপুর 16 সেপ্টেম্বর ;- গঙ্গারামপুর এলাকার পার্গ ব্রীজটি প্রায় 2 বছর ধরে খারাপ ।এই ব্রীজটি সংস্কার না হওয়ায় বিভিন্য জায়গায় বাঁশের সাঁকো ভেঙে গেছে ।বিভিন্ন গ্রামগুলোতে বিভিন্ন গ্রামগুলোতে ওই রাস্তা দিয়ে যাতায়াতের সময চরম দুর্ভোগে পড়তে হয় চরম দুর্ভোগে পড়তে হয় এলাকার লোকজনকে।।

বাঁশের সাঁকো ভগ্নদশা প্রায়ই কয়েক বছর ধরে, প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করে স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামের লোকজনকে।অভিযোগ সরকারি দপ্তরে গিয়েও কোনো কাজ হয় নি ।শুধুই মিলেছে প্রতিশ্রুতি ।এলাকার মানুষরা অনেকবার পথ অবরোধ করেছিল।কিন্তু কোনো লাভ হয় নি ।কোনো রুগীকে হাসপাতালে নিয়ে যাওয়া খুব ঝুঁকিপূর্ণ ।রুগীকে ঘাড়ে করে নিয়ে যেতে হয় ,বলে দাবি গ্রামবাসীদের ।
সুখদেবপুর এলাকার ব্রীজটি প্রায় 2 বছর ধরে খারাপ ।গত 2017 সালে বন্যা তে এই কংক্রিট ব্রীজটি ভেঙে যায় ।এই ব্রীজটি সংস্কার না হওয়ায় বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে ।ব্লকের বিডিও কে বহুবার বলা হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেই নি ।এলাকার মানুষের কথা ভেবে গঙ্গারামপুর ব্লকের নতুন বিডিও অংকিত আগারওয়াল এই ব্রিজ পরিদর্শনে যায় এবং এলাকার লোকজন কে কথা দেয় খুব তাড়াতাড়ি এই ব্রীজটি করে দেবে ব্লকের পক্ষ থেকে ।এই বিষয় নিয়ে তিনি জেলায় জানাবেন ।

এই বিষয়ে অনন্ত রায় নামে এক গ্রামবাসী জানান তাদের এই ব্রিজের সমস্যা অনেকদিন থেকে ।ব্লকের বিডিওকে বহুবার বলা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো কাজ হয় নি ।এই ব্রীজটি দিয়ে প্রতিদিন বহু মানুষ চলাচল করে ।স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা এই ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করে ।গ্রামবাসীদের একটায় দাবি এই পার্গা ব্রিজ ব্লক প্রশাসন থেকে করে দিক ।

পার্বতী সরকার নামে অন্য এক গ্রামবাসী জানায় তাদের এই ব্রীজটির সমস্যা অনেকদিন থেকে ।ব্লকের বিডিওকে বহুবার বলা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো কাজ হয় নি ।এই ব্রীজটি দিয়ে প্রতিদিন বহু মানুষ চলাচল করে ।স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা এই ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করে ।গ্রামবাসীদের একটায় দাবি এই পার্গা ব্রিজ ব্লক প্রশাসন থেকে করে দিক ।গ্রামবাসীদের আর কিছু চাই না ।
গঙ্গারামপুর ব্লকের বিডিও অংকিত আগারওয়াল জানায় আমরা গঙ্গারামপুর ব্লকের পক্ষ থেকে পার্গা ব্রীজটি পরিদর্শনে গিয়েছিলাম ।আমি খুব তাড়াতাড়ি এই ব্রিজটি এলাকার মানুষের সুবিধার জন্য করে দেবার ব্যবস্থা করছি ।





Body:চার বছর পরে এলাকার মানুষের কথা ভেবে বাঁশের সাঁকো পরিদর্শনে গঙ্গারামপুর এর বিডিও।।

গঙ্গারামপুর 16 সেপ্টেম্বর ;- গঙ্গারামপুর এলাকার পার্গ ব্রীজটি প্রায় 2 বছর ধরে খারাপ ।এই ব্রীজটি সংস্কার না হওয়ায় বিভিন্য জায়গায় বাঁশের সাঁকো ভেঙে গেছে ।বিভিন্ন গ্রামগুলোতে বিভিন্ন গ্রামগুলোতে ওই রাস্তা দিয়ে যাতায়াতের সময চরম দুর্ভোগে পড়তে হয় চরম দুর্ভোগে পড়তে হয় এলাকার লোকজনকে।।

বাঁশের সাঁকো ভগ্নদশা প্রায়ই কয়েক বছর ধরে, প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করে স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামের লোকজনকে।অভিযোগ সরকারি দপ্তরে গিয়েও কোনো কাজ হয় নি ।শুধুই মিলেছে প্রতিশ্রুতি ।এলাকার মানুষরা অনেকবার পথ অবরোধ করেছিল।কিন্তু কোনো লাভ হয় নি ।কোনো রুগীকে হাসপাতালে নিয়ে যাওয়া খুব ঝুঁকিপূর্ণ ।রুগীকে ঘাড়ে করে নিয়ে যেতে হয় ,বলে দাবি গ্রামবাসীদের ।
সুখদেবপুর এলাকার ব্রীজটি প্রায় 2 বছর ধরে খারাপ ।গত 2017 সালে বন্যা তে এই কংক্রিট ব্রীজটি ভেঙে যায় ।এই ব্রীজটি সংস্কার না হওয়ায় বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে ।ব্লকের বিডিও কে বহুবার বলা হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেই নি ।এলাকার মানুষের কথা ভেবে গঙ্গারামপুর ব্লকের নতুন বিডিও অংকিত আগারওয়াল এই ব্রিজ পরিদর্শনে যায় এবং এলাকার লোকজন কে কথা দেয় খুব তাড়াতাড়ি এই ব্রীজটি করে দেবে ব্লকের পক্ষ থেকে ।এই বিষয় নিয়ে তিনি জেলায় জানাবেন ।

এই বিষয়ে অনন্ত রায় নামে এক গ্রামবাসী জানান তাদের এই ব্রিজের সমস্যা অনেকদিন থেকে ।ব্লকের বিডিওকে বহুবার বলা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো কাজ হয় নি ।এই ব্রীজটি দিয়ে প্রতিদিন বহু মানুষ চলাচল করে ।স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা এই ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করে ।গ্রামবাসীদের একটায় দাবি এই পার্গা ব্রিজ ব্লক প্রশাসন থেকে করে দিক ।

পার্বতী সরকার নামে অন্য এক গ্রামবাসী জানায় তাদের এই ব্রীজটির সমস্যা অনেকদিন থেকে ।ব্লকের বিডিওকে বহুবার বলা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো কাজ হয় নি ।এই ব্রীজটি দিয়ে প্রতিদিন বহু মানুষ চলাচল করে ।স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা এই ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করে ।গ্রামবাসীদের একটায় দাবি এই পার্গা ব্রিজ ব্লক প্রশাসন থেকে করে দিক ।গ্রামবাসীদের আর কিছু চাই না ।
গঙ্গারামপুর ব্লকের বিডিও অংকিত আগারওয়াল জানায় আমরা গঙ্গারামপুর ব্লকের পক্ষ থেকে পার্গা ব্রীজটি পরিদর্শনে গিয়েছিলাম ।আমি খুব তাড়াতাড়ি এই ব্রিজটি এলাকার মানুষের সুবিধার জন্য করে দেবার ব্যবস্থা করছি ।





Conclusion:চার বছর পরে এলাকার মানুষের কথা ভেবে বাঁশের সাঁকো পরিদর্শনে গঙ্গারামপুর এর বিডিও।।

গঙ্গারামপুর 16 সেপ্টেম্বর ;- গঙ্গারামপুর এলাকার পার্গ ব্রীজটি প্রায় 2 বছর ধরে খারাপ ।এই ব্রীজটি সংস্কার না হওয়ায় বিভিন্য জায়গায় বাঁশের সাঁকো ভেঙে গেছে ।বিভিন্ন গ্রামগুলোতে বিভিন্ন গ্রামগুলোতে ওই রাস্তা দিয়ে যাতায়াতের সময চরম দুর্ভোগে পড়তে হয় চরম দুর্ভোগে পড়তে হয় এলাকার লোকজনকে।।

বাঁশের সাঁকো ভগ্নদশা প্রায়ই কয়েক বছর ধরে, প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করে স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামের লোকজনকে।অভিযোগ সরকারি দপ্তরে গিয়েও কোনো কাজ হয় নি ।শুধুই মিলেছে প্রতিশ্রুতি ।এলাকার মানুষরা অনেকবার পথ অবরোধ করেছিল।কিন্তু কোনো লাভ হয় নি ।কোনো রুগীকে হাসপাতালে নিয়ে যাওয়া খুব ঝুঁকিপূর্ণ ।রুগীকে ঘাড়ে করে নিয়ে যেতে হয় ,বলে দাবি গ্রামবাসীদের ।
সুখদেবপুর এলাকার ব্রীজটি প্রায় 2 বছর ধরে খারাপ ।গত 2017 সালে বন্যা তে এই কংক্রিট ব্রীজটি ভেঙে যায় ।এই ব্রীজটি সংস্কার না হওয়ায় বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে ।ব্লকের বিডিও কে বহুবার বলা হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেই নি ।এলাকার মানুষের কথা ভেবে গঙ্গারামপুর ব্লকের নতুন বিডিও অংকিত আগারওয়াল এই ব্রিজ পরিদর্শনে যায় এবং এলাকার লোকজন কে কথা দেয় খুব তাড়াতাড়ি এই ব্রীজটি করে দেবে ব্লকের পক্ষ থেকে ।এই বিষয় নিয়ে তিনি জেলায় জানাবেন ।

এই বিষয়ে অনন্ত রায় নামে এক গ্রামবাসী জানান তাদের এই ব্রিজের সমস্যা অনেকদিন থেকে ।ব্লকের বিডিওকে বহুবার বলা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো কাজ হয় নি ।এই ব্রীজটি দিয়ে প্রতিদিন বহু মানুষ চলাচল করে ।স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা এই ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করে ।গ্রামবাসীদের একটায় দাবি এই পার্গা ব্রিজ ব্লক প্রশাসন থেকে করে দিক ।

পার্বতী সরকার নামে অন্য এক গ্রামবাসী জানায় তাদের এই ব্রীজটির সমস্যা অনেকদিন থেকে ।ব্লকের বিডিওকে বহুবার বলা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো কাজ হয় নি ।এই ব্রীজটি দিয়ে প্রতিদিন বহু মানুষ চলাচল করে ।স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা এই ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করে ।গ্রামবাসীদের একটায় দাবি এই পার্গা ব্রিজ ব্লক প্রশাসন থেকে করে দিক ।গ্রামবাসীদের আর কিছু চাই না ।
গঙ্গারামপুর ব্লকের বিডিও অংকিত আগারওয়াল জানায় আমরা গঙ্গারামপুর ব্লকের পক্ষ থেকে পার্গা ব্রীজটি পরিদর্শনে গিয়েছিলাম ।আমি খুব তাড়াতাড়ি এই ব্রিজটি এলাকার মানুষের সুবিধার জন্য করে দেবার ব্যবস্থা করছি ।


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.