ETV Bharat / state

এক বছরে তিন বার! 15 দিনের মধ্যেই BJP ছেড়ে তৃণমূলে মৌসুমি - Arpita Ghosh

যোগদানের 15 দিনের মাথায় ফের BJP ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রামের পঞ্চায়েত প্রধান । এই নিয়ে এক বছরে তিন বার দলবদল করলেন মৌসুমি রায়।

ফের তৃণমূলে মৌসুমী
author img

By

Published : Jun 13, 2019, 9:59 AM IST

Updated : Jun 13, 2019, 11:25 AM IST

বালুরঘাট, 13 জুন: BJP-তে যোগদানের 15 দিনের মাথায় ফের তৃণমূলে যোগ দিলেন বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েত প্রধান মৌসুমি রায়। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তিনি ফের তৃণমূলে যোগ দেন। এই নিয়ে তিনি গত এক বছরে তিন বার দল পরিবর্তন করলেন। প্রথমে CPI(M) থেকে তৃণমূল, সেখান থেকে BJP তে এবং এদিন ফের BJP থেকে তৃণমূলে যোগ দেন তিনি।

বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। CPI(M)-র সহযোগিতায় এই অঞ্চলে বোর্ড গঠন করে তৃণমূল। বোর্ড গঠনের ঠিক আগে CPI(M)-র জয়ী প্রার্থী মৌসুমি রায় তৃণমূলে যোগ দেন। এবং তাঁকে প্রধান করা হয়। অভিযোগ, পঞ্চায়েত প্রধান হলেও তাঁর হাতে কোন ক্ষমতা ছিল না। গত 29 মে তৃণমূল ছেড়ে BJP তে যোগ দেন মৌসুমি । BJP তে যোগদানের 2 সপ্তাহের মাথায় ফের তৃণমূলে ফিরলেন তিনি ।

balurghat
কিছুদিন আগেই BJP-তে যোগ দেন

মৌসুমি রায় বলেন, "BJP জোর করে, ভয় দেখিয়ে দলে যোগ দিতে বাধ্য করেছিল । পরে ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরে এলাম।"

তৃণমূলে যোগদান মৌসুমি রায়ের

এবিষয়ে জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানালেন যে, মৌসুমী তাঁর ভুল বুঝতে পেরে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তারপরেই মৌসুমীকে দলে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় । অন্য দিকে BJP-র সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, "এটা পঞ্চায়েত প্রধানের নিজের পরিবারগত সমস্যা। সমস্যা সমাধানে দলের হস্তক্ষেপ চেয়েছিল । BJP সেটা করেনি। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে নানা ভাবে হুমকিও দেওয়া হচ্ছিল। ফলে বাধ্য হয়ে তৃণমূলে যোগ দেন তিনি । "

বালুরঘাট, 13 জুন: BJP-তে যোগদানের 15 দিনের মাথায় ফের তৃণমূলে যোগ দিলেন বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েত প্রধান মৌসুমি রায়। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তিনি ফের তৃণমূলে যোগ দেন। এই নিয়ে তিনি গত এক বছরে তিন বার দল পরিবর্তন করলেন। প্রথমে CPI(M) থেকে তৃণমূল, সেখান থেকে BJP তে এবং এদিন ফের BJP থেকে তৃণমূলে যোগ দেন তিনি।

বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। CPI(M)-র সহযোগিতায় এই অঞ্চলে বোর্ড গঠন করে তৃণমূল। বোর্ড গঠনের ঠিক আগে CPI(M)-র জয়ী প্রার্থী মৌসুমি রায় তৃণমূলে যোগ দেন। এবং তাঁকে প্রধান করা হয়। অভিযোগ, পঞ্চায়েত প্রধান হলেও তাঁর হাতে কোন ক্ষমতা ছিল না। গত 29 মে তৃণমূল ছেড়ে BJP তে যোগ দেন মৌসুমি । BJP তে যোগদানের 2 সপ্তাহের মাথায় ফের তৃণমূলে ফিরলেন তিনি ।

balurghat
কিছুদিন আগেই BJP-তে যোগ দেন

মৌসুমি রায় বলেন, "BJP জোর করে, ভয় দেখিয়ে দলে যোগ দিতে বাধ্য করেছিল । পরে ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরে এলাম।"

তৃণমূলে যোগদান মৌসুমি রায়ের

এবিষয়ে জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানালেন যে, মৌসুমী তাঁর ভুল বুঝতে পেরে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তারপরেই মৌসুমীকে দলে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় । অন্য দিকে BJP-র সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, "এটা পঞ্চায়েত প্রধানের নিজের পরিবারগত সমস্যা। সমস্যা সমাধানে দলের হস্তক্ষেপ চেয়েছিল । BJP সেটা করেনি। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে নানা ভাবে হুমকিও দেওয়া হচ্ছিল। ফলে বাধ্য হয়ে তৃণমূলে যোগ দেন তিনি । "

Intro:যোগদানের ১৫ দিনের মাথায় ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত প্রধান, এক বছরে চার চারবার দলবদল করলেন মৌসুমি রায়।।

বালুরঘাট, ১২ জুন: বিজেপিতে যোগদানের ১৫ দিনের মাথায় ফের তৃণমূলে যোগ দিলেন বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী রায়। বুধবার বালুরঘাটে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা সভাপতি অর্পিতা ঘোষের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তিনি ফের তৃণমূলে যোগ দেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বালুরঘাট কমিটির তৃণমূল সভাপতি সুভাষ চাকি, বোয়ালদার তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জিব চৌধুরী সহ অন্যান্য জেলা নেতৃত্ব। এই নিয়ে তিনি গত এক বছরে চার চারবার দল পরিবর্তন করলেন। প্রথমে বামফ্রন্ট থেকে তৃণমূল, সেখান থেকে বিজেপিতে এবং এদিন ফের বিজেপি থেকে তৃণমূলে যোগ দনে তিনি। এদিকে বিজেপিতে যোগ দেবার পর থেকেই তিনি শিলিগুড়িতে আত্মগোপন ছিলেন বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, বালুঘাট ব্লকের বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। সিপিএমের সহযোগিতায় এই অঞ্চলে বোর্ড গঠন করে তৃণমূল। বোর্ড গঠনের ঠিক আগে সিপিএমের জয়ী প্রার্থী মৌসুমী রায় তৃণমূলে যোগ দেন। এবং তাকে প্রধান করা হয়। অভিযোগ, পঞ্চায়েত প্রধান হলেও তার হাতে কোন ক্ষমতায় ছিল না। বিভিন্ন জায়গায় দুর্নীতি ও কাজে বাধা দেয়া হত। এমনকি বাজে ব্যবহার করা হত তার সঙ্গে। তাই তিনি গত ২৯ মে পতিরাম ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। দলীয় পতাকা তুলে দিয়েছিলে বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার। বিজেপিতে যোগদানের ২ সপ্তাহের মাথায় ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মৌসুমি রায়।

এবিষয়ে মৌসুমি রায় বলেন, বিজেপি তাকে জোর করে ভয় দেখিয়ে ও ভুল বুঝিয়ে তাদের দলে নিয়ে গিয়েছিল। পরে ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরে এলাম।

এবিষয়ে জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন, মৌসুমি তার ভুল বুঝতে পেরে তার সঙ্গে যোগাযোগ করে। তিনি তাকে আবার বালুরঘাটে ফিরে আসতে বলেন। এদিন তিনি ফিরে এলে তার হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। তিনি আবার তৃণমূলের বোয়ালদার গ্রাম পঞ্চায়েত বোর্ডের প্রধান পদে বসবেন।

অন্য দিকে এবিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার, বিষয়টি তিনি শুনেছেন। ওই পঞ্চায়েত প্রধানের নিজের পরিবারগত সমস্যা ছিল। সেই সমস্যায় দলকে হস্তক্ষেপ করতে বলেছিল। বিজেপি সেটা না করেনি। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে নানান ভাবে হুমকি দিচ্ছিল। যার জেরে তিনি পঞ্চায়েতেও যেতে পারছিলেন না। Body:Balurghat Conclusion:Balurghat
Last Updated : Jun 13, 2019, 11:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.