ETV Bharat / state

Bolla Kali Puja 2021 : কোভিডের কারণে বন্ধ মেলা, ফিকে উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম কালীপুজো - Bolla Kali Puja 2021

দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালীপুজোয় (Bolla Kali Puja 2021) বহু দূরদূরান্ত থেকে ভক্ত সমাগম হয় ৷ বিশাল মেলা বসে ৷ কিন্তু করোনার কারণে গতবারের মত এবারও মেলা বন্ধের নির্দেশ দিল প্রশাসন ৷

kali pujo
bolla kali pujo
author img

By

Published : Nov 27, 2021, 9:38 AM IST

Updated : Nov 27, 2021, 2:01 PM IST

বালুরঘাট, 27 নভেম্বর : উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হল দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বোল্লা কালী মেলা ৷ নিয়ম মেনে প্রতিবছরই রাস পূর্ণিমার পরের শুক্রবার পুজো হয় বোল্লার রক্ষা কালীর (Bolla Kali Puja 2021) । বহু দূরদূরান্ত থেকে লোক আসেন ৷ মেলা বসে ৷ তবে কোভিডের কারণে এবারে সবই ফিকে ৷

গত বছর করোনা আবহে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্দির চত্বরে ভক্তদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হলেও এ বছর জেলাবাসীর আবেদন মেনে নির্দেশিকা কিছুটা শিথিল করেছে । মন্দির চত্বরে প্রবেশ নিষিদ্ধ থাকলেও করোনা বিধি মেনে এবার মাকে দর্শন করতে পারবেন ভক্তরা ৷

বোল্লার এই পুজাে উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ৷ মন্দির চত্বরে 16টি সিসিটিভি লাগানোর পাশাপাশি নজরদারি চালানো হচ্ছে ৷ রয়েছে সাদা পোশাক ও অ্যান্টি ক্রাইম পুলিশ ৷ তবে ভক্তদের মাকে দর্শন করবার সুযোগ দেওয়া হলেও এই পুজো (Bolla Kali Puja in south dinajpur) ঘিরে যে বিশাল মেলা বসে তার অনুমতি দেওয়া হয়নি জেলা প্রশাসনের পক্ষ থেকে ।

আরও পড়ুন : Kali Puja: দশমীর সাত দিন পর নিয়ম মেনে বোল্লা রক্ষাকালীর কাঠামো পুজো

পুরোহিত অরূপ চক্রবর্তী বলেন, ‘‘করোনা বিধিনিষেধ মেনে পূজিত হচ্ছে মা বোল্লা কালী । যদিও ভক্তরা মন্দিরের ভেতর প্রবেশ করতে পারছেন না, হয়তো এটা মায়ের ইচ্ছা । আমরা মায়ের কাছে প্রার্থনা করব আগামী বার যেন সকলের মঙ্গল করেন এই করোনা থেকে মুক্ত করেন । আর সকলে যেন মন্দিরের ভেতরে এসে মায়ের পুজো দিতে পারেন ।’’

বোল্লা কালী পুজো
মালদা জেলা থেকে আসা এক ভক্ত শোভা ভগৎ বলেন, ‘‘গতবার পুজো দিতে পারিনি কোভিডের কারণে । এবার এসে দূর থেকেই মায়ের দর্শন করতে হল ৷ পুজো দিলাম । আমরা চাই মা তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক করুন ৷ আগামীবার যেন মন্দিরে প্রবেশ করে মায়ের কাছে গিয়ে পুজো দিতে পারি ।’’ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ জানিয়েছেন, পুজোর কয়েকদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা করা হয়েছে । মন্দিরের ভেতর ভক্তদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কোভিডের কারণে । এছাড়াও যতদূর সম্ভব সামাজিক দূরত্ব মানার চেষ্টা করা হচ্ছে । রাস্তায় ট্রাফিকের ব্যবস্থা করা হয়েছে । এছাড়াও নিরাপত্তার স্বার্থে মোতায়েন রয়েছে পুলিশ ৷ পিক পকেটের দিকে নজর রাখতে বসানো হয়েছে সিসি ক্যামেরা ।

আরও পড়ুন : Puja Parikrama: চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের মণ্ডপ সেজেছে মাদুর শিল্পে

বালুরঘাট, 27 নভেম্বর : উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হল দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বোল্লা কালী মেলা ৷ নিয়ম মেনে প্রতিবছরই রাস পূর্ণিমার পরের শুক্রবার পুজো হয় বোল্লার রক্ষা কালীর (Bolla Kali Puja 2021) । বহু দূরদূরান্ত থেকে লোক আসেন ৷ মেলা বসে ৷ তবে কোভিডের কারণে এবারে সবই ফিকে ৷

গত বছর করোনা আবহে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্দির চত্বরে ভক্তদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হলেও এ বছর জেলাবাসীর আবেদন মেনে নির্দেশিকা কিছুটা শিথিল করেছে । মন্দির চত্বরে প্রবেশ নিষিদ্ধ থাকলেও করোনা বিধি মেনে এবার মাকে দর্শন করতে পারবেন ভক্তরা ৷

বোল্লার এই পুজাে উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ৷ মন্দির চত্বরে 16টি সিসিটিভি লাগানোর পাশাপাশি নজরদারি চালানো হচ্ছে ৷ রয়েছে সাদা পোশাক ও অ্যান্টি ক্রাইম পুলিশ ৷ তবে ভক্তদের মাকে দর্শন করবার সুযোগ দেওয়া হলেও এই পুজো (Bolla Kali Puja in south dinajpur) ঘিরে যে বিশাল মেলা বসে তার অনুমতি দেওয়া হয়নি জেলা প্রশাসনের পক্ষ থেকে ।

আরও পড়ুন : Kali Puja: দশমীর সাত দিন পর নিয়ম মেনে বোল্লা রক্ষাকালীর কাঠামো পুজো

পুরোহিত অরূপ চক্রবর্তী বলেন, ‘‘করোনা বিধিনিষেধ মেনে পূজিত হচ্ছে মা বোল্লা কালী । যদিও ভক্তরা মন্দিরের ভেতর প্রবেশ করতে পারছেন না, হয়তো এটা মায়ের ইচ্ছা । আমরা মায়ের কাছে প্রার্থনা করব আগামী বার যেন সকলের মঙ্গল করেন এই করোনা থেকে মুক্ত করেন । আর সকলে যেন মন্দিরের ভেতরে এসে মায়ের পুজো দিতে পারেন ।’’

বোল্লা কালী পুজো
মালদা জেলা থেকে আসা এক ভক্ত শোভা ভগৎ বলেন, ‘‘গতবার পুজো দিতে পারিনি কোভিডের কারণে । এবার এসে দূর থেকেই মায়ের দর্শন করতে হল ৷ পুজো দিলাম । আমরা চাই মা তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক করুন ৷ আগামীবার যেন মন্দিরে প্রবেশ করে মায়ের কাছে গিয়ে পুজো দিতে পারি ।’’ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ জানিয়েছেন, পুজোর কয়েকদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা করা হয়েছে । মন্দিরের ভেতর ভক্তদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কোভিডের কারণে । এছাড়াও যতদূর সম্ভব সামাজিক দূরত্ব মানার চেষ্টা করা হচ্ছে । রাস্তায় ট্রাফিকের ব্যবস্থা করা হয়েছে । এছাড়াও নিরাপত্তার স্বার্থে মোতায়েন রয়েছে পুলিশ ৷ পিক পকেটের দিকে নজর রাখতে বসানো হয়েছে সিসি ক্যামেরা ।

আরও পড়ুন : Puja Parikrama: চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের মণ্ডপ সেজেছে মাদুর শিল্পে

Last Updated : Nov 27, 2021, 2:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.