ETV Bharat / state

Blood Donation in Reception Ceremony : বৌভাতের অনুষ্ঠানে রক্তদান ও মরণোত্তর চক্ষুদান শিবিরের আয়োজন নবদম্পতির - Blood and Eye Donation Camp at marraige Reception Ceremony in Balurghat

বিয়ের মতো জীবনের বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখার এ এক অভিনব পন্থা ৷ বৌভাতের অনুষ্ঠানে রক্তদান শিবির, চক্ষুদান এবং দরিদ্রসেবার মতো সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করলেন বালুঘাটের কাশিয়াডাঙা গ্রামের নবদম্পতি বিপ্লব বর্মন এবং লতা সেনবর্মন (Blood and Eye Donation Camp at marraige Reception Ceremony in Balurghat) ৷ নিজেরাও মরণোত্তর চক্ষুদান করেছেন (Posthumous eye donation by Newlyweds) ৷

Blood and Eye Donation Camp at Reception Ceremony in Balurghat
Blood and Eye Donation Camp at Reception Ceremony in Balurghat
author img

By

Published : Mar 13, 2022, 5:14 PM IST

বালুরঘাট, 13 মার্চ : রক্তদান করে বধূবরণ ৷ এমনটাই দেখা গেল বালুরঘাট থানার জলঘর গ্রাম পঞ্চায়েতের কাশিয়াডাঙা গ্রামের একটি বিয়েবাড়িতে । শনিবার ছিল কাশিয়াডাঙা গ্রামের বাসিন্দা বিপ্লব বর্মন এবং লতা সেনবর্মনের বৌভাতের অনুষ্ঠান ৷ সেখানেই আয়োজন করা হয় রক্তদান শিবিরের (Blood and Eye Donation Camp at marraige Reception Ceremony in Balurghat) ৷ ইচ্ছুক অতিথিরা সেখানে রক্তদানও করলেন ৷ সেই সঙ্গে এলাকার গরিব-দুঃস্থ মানুষদের বিলি করা হয় নতুন জামাকাপড় ৷ আর নবদম্পতি নিজেদের মরণোত্তর চক্ষুদান করেছেন (Posthumous eye donation by Newlyweds) ৷

বালুরঘাটের বাসিন্দা প্রাথমিক স্কুল শিক্ষক বিপ্লব বর্মন এবং পেশায় নার্স লতা সেনবর্মন ৷ দু’দিন আগে তাঁদের বিয়ে হয়েছে ৷ নিজেদের বিয়েকে স্মরণীয় করে রাখতে, বিপ্লববাবু বৌভাতের অনুষ্ঠানে সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করেন । এ দিন অনুষ্ঠান বাড়িতে রক্তদান, বস্ত্রদান এবং মরণোত্তর চক্ষুদানের জন্য বিশেষ ক্যাম্প করা হয় ৷

বৌভাতে স্বামী বিপ্লব বর্মনের জনহিতকর কাজে খুশি নববধূ লতা সেন বর্মন ৷ তিনি জানান, একজন স্বাস্থ্যকর্মী হিসেবে করোনা পরিস্থিতিতে নানান সমস্যার সম্মুখীন হয়েছেন ৷ তাই নিজেপ বিয়েতে স্বামীর উদ্যোগে তিনি মরণোত্তর চক্ষুদান করে খুশি নববধূ লতা ৷

আরও পড়ুন : Kanthi Blood Donation Camp : কাঁথিতে নারী দিবস উপলক্ষ্যে রক্তদান শিবির

বিপ্লব বর্মন বলেন, ‘‘জীবনের নতুন পথ চলার শুরু করছি ৷ সেই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে আগামী প্রজন্মের উদ্দেশ্যে মরণোত্তর চক্ষুদান করলাম ৷ এটা ভেবে ভাল লাগছে যে ভবিষ্যতে আমার এই চোখ দিয়ে অন্য কেউ বিশ্ব দেখতে পারবে ৷’’ নবদম্পতির এমন উদ্যোগকে কুর্নিশ করছেন আত্মীয় পরিজন এবং এলাকাবাসীরা ৷

বালুরঘাট, 13 মার্চ : রক্তদান করে বধূবরণ ৷ এমনটাই দেখা গেল বালুরঘাট থানার জলঘর গ্রাম পঞ্চায়েতের কাশিয়াডাঙা গ্রামের একটি বিয়েবাড়িতে । শনিবার ছিল কাশিয়াডাঙা গ্রামের বাসিন্দা বিপ্লব বর্মন এবং লতা সেনবর্মনের বৌভাতের অনুষ্ঠান ৷ সেখানেই আয়োজন করা হয় রক্তদান শিবিরের (Blood and Eye Donation Camp at marraige Reception Ceremony in Balurghat) ৷ ইচ্ছুক অতিথিরা সেখানে রক্তদানও করলেন ৷ সেই সঙ্গে এলাকার গরিব-দুঃস্থ মানুষদের বিলি করা হয় নতুন জামাকাপড় ৷ আর নবদম্পতি নিজেদের মরণোত্তর চক্ষুদান করেছেন (Posthumous eye donation by Newlyweds) ৷

বালুরঘাটের বাসিন্দা প্রাথমিক স্কুল শিক্ষক বিপ্লব বর্মন এবং পেশায় নার্স লতা সেনবর্মন ৷ দু’দিন আগে তাঁদের বিয়ে হয়েছে ৷ নিজেদের বিয়েকে স্মরণীয় করে রাখতে, বিপ্লববাবু বৌভাতের অনুষ্ঠানে সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করেন । এ দিন অনুষ্ঠান বাড়িতে রক্তদান, বস্ত্রদান এবং মরণোত্তর চক্ষুদানের জন্য বিশেষ ক্যাম্প করা হয় ৷

বৌভাতে স্বামী বিপ্লব বর্মনের জনহিতকর কাজে খুশি নববধূ লতা সেন বর্মন ৷ তিনি জানান, একজন স্বাস্থ্যকর্মী হিসেবে করোনা পরিস্থিতিতে নানান সমস্যার সম্মুখীন হয়েছেন ৷ তাই নিজেপ বিয়েতে স্বামীর উদ্যোগে তিনি মরণোত্তর চক্ষুদান করে খুশি নববধূ লতা ৷

আরও পড়ুন : Kanthi Blood Donation Camp : কাঁথিতে নারী দিবস উপলক্ষ্যে রক্তদান শিবির

বিপ্লব বর্মন বলেন, ‘‘জীবনের নতুন পথ চলার শুরু করছি ৷ সেই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে আগামী প্রজন্মের উদ্দেশ্যে মরণোত্তর চক্ষুদান করলাম ৷ এটা ভেবে ভাল লাগছে যে ভবিষ্যতে আমার এই চোখ দিয়ে অন্য কেউ বিশ্ব দেখতে পারবে ৷’’ নবদম্পতির এমন উদ্যোগকে কুর্নিশ করছেন আত্মীয় পরিজন এবং এলাকাবাসীরা ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.