ETV Bharat / state

গঙ্গারামপুরে দলীয় কর্মসূচিতে বেরিয়ে আক্রান্ত BJP কার্যকর্তা, অভিযুক্ত তৃণমূল - Gangarampur

বেরিয়েছিলেন দলেরই কাজে ৷ পথেই আক্রান্ত গঙ্গারামপুরের BJP কার্যকর্তা অজিত সাহা ৷

আক্রান্ত BJP কার্যকর্তা
author img

By

Published : Jul 21, 2019, 6:21 PM IST

গঙ্গারামপুর, 21 জুলাই : সদস্যতা কর্মসূচিতে বেরিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক BJP কার্যকর্তা ৷ নাম অজিত সাহা ৷ বয়স 52 ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ ৷ গঙ্গারামপুরের ড্রাইভার কলোনি এলাকার ঘটনা ৷ তাঁকে গুরুতর জখম অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

6 জুলাই থেকে BJP-র তরফে সদস্যতা অভিযান কর্মসূচি শুরু হয়েছে ৷ 11 অগাস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি ৷ সেই কারণেই আজ গঙ্গারামপুরের 10 নম্বর ওয়ার্ডে ড্রাইভার কলোনিতে যান BJP-র 7 নম্বর ইন্দ্রনারায়ণপুর কলোনি এলাকার বুথ সভাপতি অজিত সাহা ৷ অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা লাঠি নিয়ে তাঁর উপর চড়াও হয় ৷ মারধর করা হয় তাঁকে ৷ ভয়ে সেখান থেকে পালিয়ে যায় BJP যুব মোর্চার অন্য কর্মকর্তারা ৷ পরে অজিত সাহাকে জখম অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় ৷

অজিত সাহা বলেন, "হঠাৎ করে কয়েকজন লাঠি নিয়ে আসে ৷ তারপর প্রাণে মারার হুমকি দিয়ে মারধর করতে শুরু করে ৷ মোবাইল, টাকাপয়সা সব নিয়ে নিয়েছে ৷"

গঙ্গারামপুর ব্লকের BJP-র মণ্ডল সভাপতি সনাতন কর্মকার বলেন, "হামলাকারীরা তৃণমূল আশ্রিত ৷ গঙ্গারামপুর থানায় আমরা এই ঘটনায় অভিযোগ দায়ের করব ৷" যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতা সত্যেন্দ্রনাথ রায় ৷ বলেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয় ৷ নিজেদের গন্ডগোল চাপা দিতে আমাদের নামে অপবাদ দেওয়া হচ্ছে ৷"

গঙ্গারামপুর, 21 জুলাই : সদস্যতা কর্মসূচিতে বেরিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক BJP কার্যকর্তা ৷ নাম অজিত সাহা ৷ বয়স 52 ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ ৷ গঙ্গারামপুরের ড্রাইভার কলোনি এলাকার ঘটনা ৷ তাঁকে গুরুতর জখম অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

6 জুলাই থেকে BJP-র তরফে সদস্যতা অভিযান কর্মসূচি শুরু হয়েছে ৷ 11 অগাস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি ৷ সেই কারণেই আজ গঙ্গারামপুরের 10 নম্বর ওয়ার্ডে ড্রাইভার কলোনিতে যান BJP-র 7 নম্বর ইন্দ্রনারায়ণপুর কলোনি এলাকার বুথ সভাপতি অজিত সাহা ৷ অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা লাঠি নিয়ে তাঁর উপর চড়াও হয় ৷ মারধর করা হয় তাঁকে ৷ ভয়ে সেখান থেকে পালিয়ে যায় BJP যুব মোর্চার অন্য কর্মকর্তারা ৷ পরে অজিত সাহাকে জখম অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় ৷

অজিত সাহা বলেন, "হঠাৎ করে কয়েকজন লাঠি নিয়ে আসে ৷ তারপর প্রাণে মারার হুমকি দিয়ে মারধর করতে শুরু করে ৷ মোবাইল, টাকাপয়সা সব নিয়ে নিয়েছে ৷"

গঙ্গারামপুর ব্লকের BJP-র মণ্ডল সভাপতি সনাতন কর্মকার বলেন, "হামলাকারীরা তৃণমূল আশ্রিত ৷ গঙ্গারামপুর থানায় আমরা এই ঘটনায় অভিযোগ দায়ের করব ৷" যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতা সত্যেন্দ্রনাথ রায় ৷ বলেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয় ৷ নিজেদের গন্ডগোল চাপা দিতে আমাদের নামে অপবাদ দেওয়া হচ্ছে ৷"

Intro:বিজেপির সদস্যকরন কর্মসূচির উপর দুস্কৃতি হামলায় জখম ১, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷।

গঙ্গারামপুর, ২১ জুলাই: বিজেপির সদস্যকরন অভিযানে বেরিয়ে দুস্কৃতিদের হাতে আক্রান্ত হলেন গঙ্গারামপুর শহরের ৭ নম্বর ইন্দ্র নারায়ণপুর কলোনি এলাকার বুথ সভাপতি তথা বিজেপি কার্যকর্তা অজিত সাহা(৫২)। জখম অবস্থায় স্থানীয়রা অজিতবাবুকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। রবিবার ঘটনাটি ঘটে ১০ নম্বর ওয়ার্ডে ড্রাইভার কলোনি এলাকায়। এদিকে সদস্যকরন অভিযানে বের হওয়ার পর দুস্কৃতিদের হামলায় অন্যান্য যুব মোর্চার কর্মকর্তারা কোন রকমে ঘটনাস্থল থেকে পালিয়ে আসে। ঘটনায় গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছে বিজেপি। এদিকে ঘটনায় অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে। যদিও তৃণমূলের পক্ষ থেকে ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।

জানা গেছে, গত ৬ জুলাই থেকে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে সদস্যকরন কর্মসূচি শুরু হয়েছে। চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। জেলা থেকে ব্লক নেতৃত্বরা সদস্য পদ গ্রহণের জন্য ময়দানে নেমেছেন। রবিবার সকালে গঙ্গারামপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডের ইন্দ্র নারায়ণপুর কলোনি এলাকার বাসিন্দা তথা বুথ সভাপতি অজিত সাহা ১০ নম্বর ওয়ার্ডের ড্রাইভার কোলনি এলাকায় সদস্য করনের জন্য বের হন। অভিযোগ, সেই সময় কিছু দুষ্কৃতীরা তার উপর লাঠিসোটা নিয়ে চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় অজিতবাবুকে। ঘটনায় স্থানীয়রা সঙ্গে সঙ্গে অজিত সাহা কে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ বিজেপির। এনিয়ে গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করতে চলেছেন তারা। 

এবিষয়ে আক্রান্ত অজিত সাহা জানান, বিজেপির সদস্যকরনের জন্য এসেছিস তোকে জানে মেরে দেব। এই বলেই তার ওপর একদল দুষ্কৃতী চড়াও হয়। হাতে কি সব ছিল সেগুলো দিয়ে বেধড়ক তাকে মারধর করে। মোবাইল থেকে টাকা পয়সা যা ছিল পকেটে সব কেড়ে নেওয়া হয়।

গঙ্গারামপুর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি সনাতন কর্মকার জানান, আজ সকালে নিজের এলাকায় সদস্য করনের জন্য বের হয়েছিলেন তাদের দলের কার্যকর্তা অজিত সাহা। হঠাৎ করেই অজিত সাহার উপর একদল দুষ্কৃতী লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় অজিত বাবুর মাথা ফেটে যায়। আঘাত লাগে নাকেও। সংগঠনকে ওনাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। 

অন্য দিকে স্থানীয় তৃণমূল নেতা সত্যেন্দ্রনাথ রায় গোটা ঘটনার কথা অস্বীকার করেছেন। এমন কোন ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নেই। মিথ্যে অপবাদ দিতে ও নিজেদের গণ্ডগোল ঢাকতেই তৃণমূলের নাম নেওয়া হচ্ছে।Body:Gangarampur Conclusion:Gangarampur
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.