ETV Bharat / state

বালুরঘাটে BJP কর্মীদের উপর হামলা, অভিযুক্ত তৃণমূল - Result Counting

BJP- কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনায় মাথা ফাটে এক BJP কর্মীর । ঘটনাস্থানে মোতায়েন রয়েছে পুলিশ ।

বালুরঘাট হাইস্কুলে মাঠে তাণ্ডব চালায় BJP
author img

By

Published : May 23, 2019, 6:59 PM IST

বালুরঘাট, 23 মে : BJP-র কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । পালটা প্রতিবাদ করলে BJP ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে । বালুরঘাটের নাট্যমন্দির এলাকার ঘটনা । সংঘর্ষের জেরে জখম হয় এক BJP কর্মী । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ বাহিনী ।

আজ ভোটগণনা শুরুর হওয়ার প্রথম কয়েক রাউন্ডে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ এগিয়ে ছিলেন । কিন্তু 5/7 রাউন্ডের পর থেকেই BJP প্রার্থী সুকান্ত মজুমদার এগিয়ে যান । জয় একপ্রকার নিশ্চিত জেনে BJP-র কর্মী-সমর্থকরা বালুরঘাট নাট্যমন্দির সংলগ্ন এলাকায় বিজয় উল্লাসে মেতে ওঠে । অভিযোগ, তখনই BJP-র কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে তৃণমূলের কর্মী-সমর্থকরা । পরে BJP-র কর্মীরা প্রতিবাদ করলে তাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায় । এই ঘটনায় মাথা ফাটে BJP কর্মী জয় সরকারের ।

BJP-তৃণমূলের সংঘর্যের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । দু'পক্ষকে ছত্রভঙ্গ করে । BJP নেতা পিন্টু সরকার বলেন, "তৃণমূলের দুষ্কৃতীরা হঠাৎ করে এসেই আমাদের উপর হামলা চালায় । আশঙ্কাজনক অবস্থায় এক দলীয় কর্মী বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় আরও বেশকিছু কর্মী-সমর্থক জখম হয়েছে । তারা হেরে গেছে । সেই কারণেই BJP কর্মীদের উপর হামলা চালাচ্ছে ।"

তৃণমূলের পালটা অভিযোগ, BJP সমর্থকরা বালুরঘাট হাইস্কুল মাঠে থাকা তৃণমূলের কর্মীদের বাইক ভাঙচুর করেছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ।

বালুরঘাট, 23 মে : BJP-র কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । পালটা প্রতিবাদ করলে BJP ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে । বালুরঘাটের নাট্যমন্দির এলাকার ঘটনা । সংঘর্ষের জেরে জখম হয় এক BJP কর্মী । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ বাহিনী ।

আজ ভোটগণনা শুরুর হওয়ার প্রথম কয়েক রাউন্ডে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ এগিয়ে ছিলেন । কিন্তু 5/7 রাউন্ডের পর থেকেই BJP প্রার্থী সুকান্ত মজুমদার এগিয়ে যান । জয় একপ্রকার নিশ্চিত জেনে BJP-র কর্মী-সমর্থকরা বালুরঘাট নাট্যমন্দির সংলগ্ন এলাকায় বিজয় উল্লাসে মেতে ওঠে । অভিযোগ, তখনই BJP-র কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে তৃণমূলের কর্মী-সমর্থকরা । পরে BJP-র কর্মীরা প্রতিবাদ করলে তাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায় । এই ঘটনায় মাথা ফাটে BJP কর্মী জয় সরকারের ।

BJP-তৃণমূলের সংঘর্যের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । দু'পক্ষকে ছত্রভঙ্গ করে । BJP নেতা পিন্টু সরকার বলেন, "তৃণমূলের দুষ্কৃতীরা হঠাৎ করে এসেই আমাদের উপর হামলা চালায় । আশঙ্কাজনক অবস্থায় এক দলীয় কর্মী বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় আরও বেশকিছু কর্মী-সমর্থক জখম হয়েছে । তারা হেরে গেছে । সেই কারণেই BJP কর্মীদের উপর হামলা চালাচ্ছে ।"

তৃণমূলের পালটা অভিযোগ, BJP সমর্থকরা বালুরঘাট হাইস্কুল মাঠে থাকা তৃণমূলের কর্মীদের বাইক ভাঙচুর করেছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ।

Intro:বালুরঘাট, ২৩ মে: প্রথম দুটো রাউন্ডে তৃণমূল এগিয়ে থাকার পরই তৃতীয় রাউন্ড থেকে বিজেপি এগিয়ে আছে। এদিকে ভোট গণনা কেন্দ্রে প্রধান তিন দল বিজেপি বামফ্রন্ট ও তৃণমূলের সমর্থকরা জমায়েত হয়েছিল। তৃতীয় রাউন্ডের পর থেকে বালুরঘাট গণনা কেন্দ্রের চারপাশে পুরো ফাঁকা। রাস্তা ঘাট জন মানব শূন্য। দেখা নেই কোন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের। রাস্তার মোড়ে শুধু পুলিশ মোতায়েন রয়েছে। বন্ধ রয়েছে বালুরঘাট কলেজ চত্বরে সব দোকানপাট ও। গত পঞ্চায়েত নির্বাচনে ও বালুরঘাট কলেজ চত্বরে চিত্রটা ছিল সম্পূর্ণ আলাদা। প্রথম রাউন্ড থেকেই জয়ী প্রার্থীদের কর্মী সর্মথকরা আনন্দ উল্লাসে মেতে উঠত। তবে এবার সেই উল্লাস নেই কোন দলের কর্মী-সমর্থকদের মধ্যে। বালুরঘাট আসোনি হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি ও তৃণমূলের মধ্যে।


Body:Balurghat


Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.