তপন, 8 জুন: একই দিনে দক্ষিণ দিনাজপুর জেলায় ধরা পড়ল দুই ছবি ৷ বালুরঘাটে 250 জন BJP ছেড়ে যোগ দিলেন তৃণমূলে ৷ আবার তপনে 40টি পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিল BJP-তে ৷
রবিবার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য বুলবুলি বেসরা সহ 250 জন BJP ছেড়ে যোগ দেন তৃণমূলে । একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি দেবাশিস মজুমদার ।
এবিষয়ে BJP-র জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, ভয় দেখিয়ে তাঁদের সদস্যদের তৃণমূলে যোগদান করানো হচ্ছে । আসন্ন পৌর ও বিধানসভা নির্বাচনে এর জবাব মানুষই দেবে।
এদিকে গতকালই তপন ব্লকের দ্বীপখণ্ডা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি অমিত প্রসাদ গুপ্তা ও স্বপন বর্মণ সহ 40টি পরিবারের সদস্যরা তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । এছাড়াও ছিলেন BJP-র জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ সহ অন্যরা ৷
সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের দুর্নীতিতে বীতশ্রদ্ধ মানুষ। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একের পর এক উন্নয়ন দেখে আজ তৃণমূল ছেড়ে অনেকে BJP-তে যোগ দেন ।
এই বিষয়ে তৃণমূল নেতা বাচ্চু হাঁসদা বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে সত্যি যদি দল ত্যাগ করে থাকেন সেই বিষয়ে বিস্তারিত খবর নিয়ে কী সমস্যা রয়েছে তা মেটানোর চেষ্টা করা হবে।