ETV Bharat / state

বালুরঘাট ও তপনে তৃণমূল ও BJP-তে যোগদান একাধিক কর্মীর

author img

By

Published : Jun 8, 2020, 3:19 AM IST

রবিবার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য বুলবুলি বেসরা সহ 250 জন BJP ছেড়ে যোগ দেন তৃণমূলে । এদিকে তপন ব্লকের দ্বীপখণ্ডা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি অমিত প্রসাদ গুপ্তা ও স্বপন বর্মণ সহ 40টি পরিবারের সদস্যরা তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন ।

bjp join
BJP-তে যোগদান

তপন, 8 জুন: একই দিনে দক্ষিণ দিনাজপুর জেলায় ধরা পড়ল দুই ছবি ৷ বালুরঘাটে 250 জন BJP ছেড়ে যোগ দিলেন তৃণমূলে ৷ আবার তপনে 40টি পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিল BJP-তে ৷

রবিবার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য বুলবুলি বেসরা সহ 250 জন BJP ছেড়ে যোগ দেন তৃণমূলে । একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি দেবাশিস মজুমদার ।


এবিষয়ে BJP-র জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, ভয় দেখিয়ে তাঁদের সদস্যদের তৃণমূলে যোগদান করানো হচ্ছে । আসন্ন পৌর ও বিধানসভা নির্বাচনে এর জবাব মানুষই দেবে।

এদিকে গতকালই তপন ব্লকের দ্বীপখণ্ডা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি অমিত প্রসাদ গুপ্তা ও স্বপন বর্মণ সহ 40টি পরিবারের সদস্যরা তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । এছাড়াও ছিলেন BJP-র জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ সহ অন্যরা ৷

সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের দুর্নীতিতে বীতশ্রদ্ধ মানুষ। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একের পর এক উন্নয়ন দেখে আজ তৃণমূল ছেড়ে অনেকে BJP-তে যোগ দেন ।


এই বিষয়ে তৃণমূল নেতা বাচ্চু হাঁসদা বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে সত্যি যদি দল ত্যাগ করে থাকেন সেই বিষয়ে বিস্তারিত খবর নিয়ে কী সমস্যা রয়েছে তা মেটানোর চেষ্টা করা হবে।

তপন, 8 জুন: একই দিনে দক্ষিণ দিনাজপুর জেলায় ধরা পড়ল দুই ছবি ৷ বালুরঘাটে 250 জন BJP ছেড়ে যোগ দিলেন তৃণমূলে ৷ আবার তপনে 40টি পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিল BJP-তে ৷

রবিবার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য বুলবুলি বেসরা সহ 250 জন BJP ছেড়ে যোগ দেন তৃণমূলে । একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি দেবাশিস মজুমদার ।


এবিষয়ে BJP-র জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, ভয় দেখিয়ে তাঁদের সদস্যদের তৃণমূলে যোগদান করানো হচ্ছে । আসন্ন পৌর ও বিধানসভা নির্বাচনে এর জবাব মানুষই দেবে।

এদিকে গতকালই তপন ব্লকের দ্বীপখণ্ডা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি অমিত প্রসাদ গুপ্তা ও স্বপন বর্মণ সহ 40টি পরিবারের সদস্যরা তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । এছাড়াও ছিলেন BJP-র জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ সহ অন্যরা ৷

সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের দুর্নীতিতে বীতশ্রদ্ধ মানুষ। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একের পর এক উন্নয়ন দেখে আজ তৃণমূল ছেড়ে অনেকে BJP-তে যোগ দেন ।


এই বিষয়ে তৃণমূল নেতা বাচ্চু হাঁসদা বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে সত্যি যদি দল ত্যাগ করে থাকেন সেই বিষয়ে বিস্তারিত খবর নিয়ে কী সমস্যা রয়েছে তা মেটানোর চেষ্টা করা হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.