ETV Bharat / state

বালুরঘাটে রাস্তায় সবজিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ BJP - র - VEGETABLES_PRICE_HIGH_PROTEST_AGITATION

আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট টাউন BJP সভাপতি সুমন বর্মণ, মহিলা মোর্চা সভানেত্রী সঙ্ঘমিত্রা রায়-সহ শহর মণ্ডলের নেতৃত্বরা ।

VEGETABLES_PRICE_HIGH_PROTEST_AGITATION_
বালুরঘাটে রাস্তায় সবজিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ BJP - র
author img

By

Published : Sep 6, 2020, 6:52 PM IST

বালুরঘাট, 6 সেপ্টেম্বর : সবজির দাম দিন দিন অস্বাভাবিকভাবে বাড়ছে । সবজির এইভাবে দাম বাড়ার প্রতিবাদে আজ বালুরঘাট হিলি মোড়ে শুধু ভাতের থালা নিয়ে ও শুধু ভাত খেয়ে অবস্থান বিক্ষোভ BJP - র । আজ ভাতের পাশাপাশি সবজিতে আগুন জ্বালিয়ে প্রতিবাদ দেখায় BJP নেতৃত্ব । এই কর্মসূচিতে নেতৃত্ব দেন BJP - র বালুরঘাট টাউন মণ্ডল কমিটির সভাপতি সুমন বর্মণ-সহ অন্যান্য BJP নেতৃত্বরা । তাদের দাবি, অবিলম্বে সবজির দাম নিয়ন্ত্রণে আনতে হবে সরকারকে । তা না হলে আগামীদিনে বড় আন্দোলনে নামবেন বলে সাফ জানিয়েছেন সুমনবাবু ।

প্রসঙ্গত, লকডাউনের মধ্যে সাধারণ মানুষ যখন কর্মহারা , ঠিক সেই সময় সবজির দাম আকাশ ছোঁয়া । বাজারে সবজি কিনতে গিয়ে বিপাকে পড়ছে আমজনতা । বালুরঘাটে প্রতি কেজি লঙ্কা বিক্রি হচ্ছে 200 - 250 টাকা, আলু 35 টাকা, বেগুন 80 টাকা ও পেঁয়াজ প্রতি কিলো 30 টাকা দরে বিক্রি হচ্ছে । অন্য সবজির দামও একইরকম আকাশছোঁয়া । সবজির দাম বাড়লেও বাড়তি দাম পাচ্ছে না কৃষকরা ৷ মাঝে এক শ্রেণির লোক এই মুনাফা লাভ করছে । যখন লোকের অর্থাভাব সামনে এসেছে এমন সময় সবজির দাম বাড়লেও নেই সরকারের নিয়ন্ত্রণ । তাই সবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ BJP - র বালুরঘাট টাউন মণ্ডল কমিটির পক্ষ থেকে হিলি মোড়ে অবস্থান বিক্ষোভ দেখানো হয় । সাদা ভাত খেয়ে ও সামনে সবজি ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ দেখানো হয় ।

আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট টাউন BJP সভাপতি সুমন বর্মণ, মহিলা মোর্চা সভানেত্রী সঙ্ঘমিত্রা রায়-সহ অন্য নেতৃত্ব । আজ BJP - র বালুরঘাট টাউন মণ্ডল কমিটির সভাপতি সুমন বর্মণ বলেন, এমন পরিস্থিতিতে কাজ নেই লোকের । যারা অন্যের অধীনে বা বাড়িতে কাজ করেন তারা আর্থিক সমস্যায় ভুগছেন । ঠিক এমন সময় অগ্নিমূল্য সবজির । কাঁচালঙ্কা 200, আলু 35, বেগুন 80 করে বিকোচ্ছে । রাজ্য সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই । অথচ পেট্রলের দাম কিছু বাড়লে তৃণমূল সরব হয় । আবার কেন্দ্রের রেশন সামগ্রী চুরি করছেন তৃণমূল নেতৃত্বরা । তাই এর প্রতিবাদে এমন অভিনবভাবে প্রতিবাদ জানালেন । দ্রুত সবজির দাম নিয়ন্ত্রণ না করলে এনিয়ে আগামীদিনে আরও বড় আন্দোলনে নামবেন সাফ জানিয়েছেন তিনি । এদিকে অবস্থান বিক্ষোভের জেরে সমস্যায় পড়েন পথচারী থেকে বিভিন্ন গাড়ি চালকরা । অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী । প্রায় ঘন্টাখানেক পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি ।

বালুরঘাট, 6 সেপ্টেম্বর : সবজির দাম দিন দিন অস্বাভাবিকভাবে বাড়ছে । সবজির এইভাবে দাম বাড়ার প্রতিবাদে আজ বালুরঘাট হিলি মোড়ে শুধু ভাতের থালা নিয়ে ও শুধু ভাত খেয়ে অবস্থান বিক্ষোভ BJP - র । আজ ভাতের পাশাপাশি সবজিতে আগুন জ্বালিয়ে প্রতিবাদ দেখায় BJP নেতৃত্ব । এই কর্মসূচিতে নেতৃত্ব দেন BJP - র বালুরঘাট টাউন মণ্ডল কমিটির সভাপতি সুমন বর্মণ-সহ অন্যান্য BJP নেতৃত্বরা । তাদের দাবি, অবিলম্বে সবজির দাম নিয়ন্ত্রণে আনতে হবে সরকারকে । তা না হলে আগামীদিনে বড় আন্দোলনে নামবেন বলে সাফ জানিয়েছেন সুমনবাবু ।

প্রসঙ্গত, লকডাউনের মধ্যে সাধারণ মানুষ যখন কর্মহারা , ঠিক সেই সময় সবজির দাম আকাশ ছোঁয়া । বাজারে সবজি কিনতে গিয়ে বিপাকে পড়ছে আমজনতা । বালুরঘাটে প্রতি কেজি লঙ্কা বিক্রি হচ্ছে 200 - 250 টাকা, আলু 35 টাকা, বেগুন 80 টাকা ও পেঁয়াজ প্রতি কিলো 30 টাকা দরে বিক্রি হচ্ছে । অন্য সবজির দামও একইরকম আকাশছোঁয়া । সবজির দাম বাড়লেও বাড়তি দাম পাচ্ছে না কৃষকরা ৷ মাঝে এক শ্রেণির লোক এই মুনাফা লাভ করছে । যখন লোকের অর্থাভাব সামনে এসেছে এমন সময় সবজির দাম বাড়লেও নেই সরকারের নিয়ন্ত্রণ । তাই সবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ BJP - র বালুরঘাট টাউন মণ্ডল কমিটির পক্ষ থেকে হিলি মোড়ে অবস্থান বিক্ষোভ দেখানো হয় । সাদা ভাত খেয়ে ও সামনে সবজি ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ দেখানো হয় ।

আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট টাউন BJP সভাপতি সুমন বর্মণ, মহিলা মোর্চা সভানেত্রী সঙ্ঘমিত্রা রায়-সহ অন্য নেতৃত্ব । আজ BJP - র বালুরঘাট টাউন মণ্ডল কমিটির সভাপতি সুমন বর্মণ বলেন, এমন পরিস্থিতিতে কাজ নেই লোকের । যারা অন্যের অধীনে বা বাড়িতে কাজ করেন তারা আর্থিক সমস্যায় ভুগছেন । ঠিক এমন সময় অগ্নিমূল্য সবজির । কাঁচালঙ্কা 200, আলু 35, বেগুন 80 করে বিকোচ্ছে । রাজ্য সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই । অথচ পেট্রলের দাম কিছু বাড়লে তৃণমূল সরব হয় । আবার কেন্দ্রের রেশন সামগ্রী চুরি করছেন তৃণমূল নেতৃত্বরা । তাই এর প্রতিবাদে এমন অভিনবভাবে প্রতিবাদ জানালেন । দ্রুত সবজির দাম নিয়ন্ত্রণ না করলে এনিয়ে আগামীদিনে আরও বড় আন্দোলনে নামবেন সাফ জানিয়েছেন তিনি । এদিকে অবস্থান বিক্ষোভের জেরে সমস্যায় পড়েন পথচারী থেকে বিভিন্ন গাড়ি চালকরা । অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী । প্রায় ঘন্টাখানেক পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.