কুমারগঞ্জ, 17 জুন: কুমারগঞ্জ ব্লকের বরাহার মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন BJP কর্মী-সমর্থকরা । যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ এবং দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ দেখান তাঁরা । এদিকে পথ অবরোধ ও বিক্ষোভের জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা । প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ প্রদর্শনের পর পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
সোমবার কলকাতায় সৌমিত্র খাঁ এবং সায়ন্তন বসুকে গ্রেপ্তার করে পুলিশ । যদিও পরে তাঁরা ছাড়া পান । এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে কুমারগঞ্জে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান BJP কর্মী-সমর্থকরা । প্রতিবাদ কর্মসূচিতে হাজির ছিলেন BJP-র ST সেলের জেলা সভাপতি বুদ্ৰাই টুডু, রজত ঘোষ সহ অন্যরা । অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থানে মোতায়েন ছিল পুলিশ ।
এবিষয়ে কুমারগঞ্জ ব্লকের BJP-র সাধারণ সম্পাদক রজত ঘোষ বলেন, “আমাদের রাজ্য নেতৃত্বকে বিনা কারণে গ্রেপ্তার করেছে পুলিশ । এর পিছনে তৃণমূলের মদত রয়েছে । তাই বিক্ষোভ দেখালাম । আগামীদিনে আরও বড় আন্দোলনে সামিল হব।"