ETV Bharat / state

MP স্টিকার লাগানো গাড়িতে প্রচার অর্পিতার, MCC লঙ্ঘনের অভিযোগ BJP-র - tmc

সাংসদের স্টিকার লাগানো গাড়ি নিয়ে ভোট প্রচার করছেন বালুরঘাটের তৃণমূল পার্থী অর্পিতা ঘোষ। এই বিষয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের জেলা BJP-র।

MP স্টিকার লাগানো গাড়ি
author img

By

Published : Mar 29, 2019, 10:16 AM IST

Updated : Mar 29, 2019, 11:14 AM IST

বালুরঘাট, 29 মার্চ : সাংসদের স্টিকার লাগানো গাড়ি নিয়ে ভোট প্রচার বালুরঘাট আসনের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের। আদর্শ আচরণ বিধি (MCC) লঙ্ঘনের অভিযোগ তুলে জেলা নির্বাচন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করল জেলা BJP নেতৃত্ব। গতকাল সন্ধ্যায় BJP-র সাধারণ সম্পাদক বাপি সরকার অর্পিতার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের করেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর দেরি করেননি বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। নেমে পড়েন দলীয় প্রচারে। তবে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গে আদর্শ নির্বাচনী আচরণ বিধি লাগু হয়েছে দেশজুড়ে। রাজনৈতিক ফ্লেক্স, ব্যানার থেকে সরকারি হোর্ডিংয়ে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ছবি কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। অভিযোগ, আদর্শ নির্বাচনী আচরণ বিধি লাগুর মধ্যেই অর্পিতা মেম্বার অফ পার্লামেন্ট লেখা গাড়ি নিয়ে দলীয় প্রচারে বেরোচ্ছেন। এক দু'দিন নয়। বিগত কয়েকদিন ধরেই এই গাড়ি নিয়ে প্ৰচার করছেন তিনি। বিষয়টি নজরে আসতেই গতকাল সন্ধ্যায় নির্বাচন আধিকারিকের কাছে অর্পিতার নামে অভিযোগ দায়ের করে BJP। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি জানায় BJP।

tmc candidate arpita ghosh
তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ

BJP-র সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, ৬ নম্বর বালুরঘাট লোকসভা আসনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ যে গাড়িতে করে ভোট প্রচার করছেন তাতে সাংসদের স্টিকার লাগানো রয়েছে। এমন কী সাংসদ থাকাকালীন পুলিশ প্রশাসন যেভাবে সাহায্য করতেন এখনও সেই সাহায্য পুলিশ প্রশাসনের কাছ থেকে পাচ্ছেন তিনি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে নির্বাচন আধিকারিককে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে। আশ্বাস পেয়েছেন তিনি।

যদিও অর্পিতা ঘোষের কথায়, "ওঁরা অভিযোগ করতেই পারেন। আগামী ৩ জুন পর্যন্ত আমি সাংসদ রয়েছি। মনোয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচনী আচরণ বিধি লাগু হয়। যতক্ষণ না পর্যন্ত মনোনয়ন জমা দিচ্ছি ততক্ষণ নির্বাচনী আচরণবিধি লাগু হয় না।" অন্যদিকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক দীপাপ প্রিয়া পি।

বালুরঘাট, 29 মার্চ : সাংসদের স্টিকার লাগানো গাড়ি নিয়ে ভোট প্রচার বালুরঘাট আসনের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের। আদর্শ আচরণ বিধি (MCC) লঙ্ঘনের অভিযোগ তুলে জেলা নির্বাচন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করল জেলা BJP নেতৃত্ব। গতকাল সন্ধ্যায় BJP-র সাধারণ সম্পাদক বাপি সরকার অর্পিতার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের করেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর দেরি করেননি বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। নেমে পড়েন দলীয় প্রচারে। তবে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গে আদর্শ নির্বাচনী আচরণ বিধি লাগু হয়েছে দেশজুড়ে। রাজনৈতিক ফ্লেক্স, ব্যানার থেকে সরকারি হোর্ডিংয়ে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ছবি কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। অভিযোগ, আদর্শ নির্বাচনী আচরণ বিধি লাগুর মধ্যেই অর্পিতা মেম্বার অফ পার্লামেন্ট লেখা গাড়ি নিয়ে দলীয় প্রচারে বেরোচ্ছেন। এক দু'দিন নয়। বিগত কয়েকদিন ধরেই এই গাড়ি নিয়ে প্ৰচার করছেন তিনি। বিষয়টি নজরে আসতেই গতকাল সন্ধ্যায় নির্বাচন আধিকারিকের কাছে অর্পিতার নামে অভিযোগ দায়ের করে BJP। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি জানায় BJP।

tmc candidate arpita ghosh
তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ

BJP-র সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, ৬ নম্বর বালুরঘাট লোকসভা আসনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ যে গাড়িতে করে ভোট প্রচার করছেন তাতে সাংসদের স্টিকার লাগানো রয়েছে। এমন কী সাংসদ থাকাকালীন পুলিশ প্রশাসন যেভাবে সাহায্য করতেন এখনও সেই সাহায্য পুলিশ প্রশাসনের কাছ থেকে পাচ্ছেন তিনি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে নির্বাচন আধিকারিককে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে। আশ্বাস পেয়েছেন তিনি।

যদিও অর্পিতা ঘোষের কথায়, "ওঁরা অভিযোগ করতেই পারেন। আগামী ৩ জুন পর্যন্ত আমি সাংসদ রয়েছি। মনোয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচনী আচরণ বিধি লাগু হয়। যতক্ষণ না পর্যন্ত মনোনয়ন জমা দিচ্ছি ততক্ষণ নির্বাচনী আচরণবিধি লাগু হয় না।" অন্যদিকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক দীপাপ প্রিয়া পি।

Intro:চার মন্ত্রীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ।।

বালুরঘাট, ২৮ মার্চ: বৃহস্পতিবার দুপুর ১২ ঢাক বাজিয়ের চার মন্ত্রীকে নিয়ে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন পত্র জমা দিতে এলেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। প্রার্থীর সঙ্গে ছিলেন চার মন্ত্রী ছিলেন পূর্ণেন্দু বসু, রাজীব ব্যানার্জি, বাচ্চু হাঁসদা ও গৌতম দেব। এছাড়াও ছিলেন তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তী।

মনোনয়ন জমা দেওয়ার আগে এদিন সকালে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ বালুরঘাটের ঐতিহ্যবাহী বুড়া কালীবাড়িতে পুজো দেন। পুজো দিয়ে পথে মন্দিরের ভিক্ষুদের কাছে আশীর্বাদ নেন অর্পিতা। এরপর বালুরঘাট হাই স্কুল মাঠে সকলে একত্রিত হন। সেখান থেকে একটি মিছিল বের হয় যা বালুরঘাট হাই স্কুলের পাশ দিয়ে জেলা প্রশাসন ভবনের সামনে পর্যন্ত আসে। প্রার্থী, চার মন্ত্রী, জেলার বর্তমান ও প্রাক্তন সভাপতি সহ মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থক ছিলেন। অর্পিতা ঘোষ নমিনেশন পত্র তুলে দেন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক দীপাপ প্রিয়া পি'র হাতে। এরপর জেলা শাসকের সামনে শপথ বাক্য পাঠ করেন প্রার্থী।

নমিনেশন জমা দিয়ে বাইরে বেরিয়ে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ জানান, সবার প্রথম তৃণমূল প্রার্থী ঘোষণা করেছিল। তাই নমিনেশন প্রথম দিনেই তারা নমিনেশন জমা দিলেন। নমিনেশন জমা দেওয়া হয়ে গেলে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ আরও বেড়ে যায়। আজ থেকে সকলে আরও বেশি করে ঝাঁপিয়ে পরবেন। বাইরে থেকে তিন মন্ত্রী এসেছে তাদের নিয়ে আগামী দিনের কর্মসূচি ঠিক করা হবে। পাশাপাশি কোন সংস্থার এর মধ্যে আর কোনো অসন্তোষ নিয়ে বলেও অর্পিতা জানান।


Body:Balurghat


Conclusion:Balurghat
Last Updated : Mar 29, 2019, 11:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.