বালুরঘাট, 20 জুন: লাদাখে ভারতীয় সেনা জওয়ানদের উপর পরিকল্পিত হামলা করেছে চিন । অনেকেই এই অভিযোগ করেছেন ৷ আর অন্য জায়গার মতো গতকাল দিনভর বালুরঘাটে BJP মহিলা মোর্চা এবং হিন্দু জাগরণ মঞ্চের তরফে শহিদদের শ্রদ্ধা জানানো হয় ৷ মোমবাতি মিছিলও করা হয় । এই মিছিলে ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এছাড়াও ছিলেন BJP জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ, সাধারণ সম্পাদক বাপি সরকার, মহিলা মোর্চার পূর্ণিমা মহন্ত সহ অন্যান্যরা ।
সোমবার রাতে লাদাখের গালওয়ানে সংঘর্ষে জড়ায় ভারত ও চিন সেনা জওয়ানরা ৷ 20 জন ভারতীয় সেনা জওয়ান শহিদ হন । তাঁদের শ্রদ্ধা জানাতে গতকাল মহিলা মোর্চার সদস্য়রা মোমবাতি হাতে মৌন মিছিল করেন । মিছিলটি শুরু হয় বালুরঘাট থানা মোড় থেকে । অন্যদিকে বালুরঘাট কলেজ মোড় এলাকায় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে শহিদের শ্রদ্ধা জানানো হয় এবং চিনের প্রেসিডেন্টের কুশপুত্তলিকাও দাহ করা হয় ।
বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "ভারত মায়ের সম্মান বাঁচাতে লাদাখে 20 জন জওয়ান শহিদ হয়েছেন । তাঁদের আত্মার শান্তি কামনায় গতকাল যুব মোর্চার পক্ষ থেকে মোমবাতি জ্বালানো হয়েছিল । আজ মহিলা মোর্চার পক্ষ থেকে শহিদ জওয়ানদের আত্মার শান্তি কামনায় মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয় ।"