ETV Bharat / state

পোঁতা হয়নি বাঁশ, তৈরি হয়নি প্রতিমাও ; অনিশ্চিত বিগ বাজেটের পুজো

author img

By

Published : Aug 29, 2020, 10:31 AM IST

Updated : Aug 29, 2020, 11:50 AM IST

কোরোনা আবহে এবার বিগ বাজেটের দুর্গাপুজো হবে না বালুরঘাট-সহ দক্ষিণ দিনাজপুরে ৷ এখনও অধিকাংশ বিগ বাজেটের পুজোকর্তারা প্রতিমা বা মণ্ডপ তৈরির উদ্যোগই নেননি ৷ বেশিরভাগ ক্ষেত্রেই উদ্যোক্তাদের মত, এবার বড় করে নয়, ছোটো করে পুজোর আয়োজন করবেন তাঁরা ।

big budget durga puja
অনিশ্চিত বিগ বাজেটের দুর্গা পূজা

বালুরঘাট, 27 অগাস্ট : পুজোর আর দু'মাসও নেই। এই সময় সাধারণত দম ফেলার সময় থাকে না পুজো উদ্যোক্তাদের । তবে এবার পুজো দোরগোঁড়ায় এলেও নেই কোনও ব্যস্ততা । নেই উৎসাহ বা উদ্দীপনাও । কারণ, এবার দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেটের পুজো উদ্যোক্তারা এখনও ততটা তৎপর নন ৷ মণ্ডপ তৈরির জন্য এখনও পোঁতা হয়নি বাঁশ । প্রতিমার উপর পড়েনি মাটির প্রলেপ। পুজোর প্রস্তুতি বা কাজ কবে শুরু হবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা । তবে বেশিরভাগ ক্ষেত্রেই উদ্যোক্তাদের মত, এবার বড় করে নয়, ছোটো করে পুজোর আয়োজন করবেন তাঁরা । এবং পুজোর যে অর্থ ব্যয় হয় তার একটি অংশ সামাজিক কর্মকাণ্ডে ব্যয় করবে ।

দক্ষিণ দিনাজপুর জেলার হিলি, বালুরঘাট ও গঙ্গারামপুরে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো হয় । জেলা তো বটেই জেলার বাইরে থেকেও বহু মানুষ প্রত্যেক বছর দক্ষিণ দিনাজপুরের বিগ বাজেটের পুজো মণ্ডপ ও প্রতিমা পরিদর্শন করতে আসে । তিন-চার মাস আগে থেকেই মণ্ডপ ও প্রতিমার কাজ শুরু করে থাকেন উদ্যোক্তারা । পুজোর ঠিক আগে চরম ব্যস্ততা থাকে উদ্যোক্তাদের মধ্যে । তবে এবার কোরোনার প্রভাবে পুরো চিত্রটাই বদলে গিয়েছে ৷ পুজোর আর দু'মাসও বাকি নেই। এই সময়েও এখনও পুজো মণ্ডপ ও প্রতিমার কাজে হাতই দেননি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট, হিলি, গঙ্গারামপুর সহ অন্য জায়গার পুজো উদ্যোক্তারা। পুজো আদৌ করা সম্ভব হবে কি না বা কতটা হবে তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা । যার ফলে এবারে পুজো উদ্যোক্তারা এখনও মণ্ডপ ও দুর্গা প্রতিমা তৈরি করার সাহস পাচ্ছেন না । এবারের দুর্গা পুজো জাঁকজমকপূর্ণ হবে না বললেই চলে ।

এবিষয়ে বালুরঘাট সৃজন সংঘ ক্লাবের সম্পাদক গোবিন্দ দে জানান, এবার কোরোনা ও লকডাউনের জন্য ক্লাবের সদস্যরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন, এবারে বড় করে দুর্গাপুজো করবেন না । প্রত্যেক বছরই তাদের দুটি জায়গায় দুর্গাপুজো করা হয় । একটি মায়ের মন্দির ও একটি দর্শনার্থীদের জন্য। এবার শুধুমাত্র মন্দিরে পুজো করবেন। বড় করে আলোকসজ্জা হবে না ৷

অনিশ্চিত বিগ বাজেটের দুর্গাপুজো

বালুরঘাট কচিকলা অ্যাকাডেমির সম্পাদক সুখেন্দু চ্যাটার্জি জানান, বরাবরই তাঁদের ক্লাবের পুজো দর্শকের প্রশংসা পায় । তবে এবার কোরোনা সংক্রমণের জন্য সেভাবে পুজো করা সম্ভব হবে না । এমনকী এবার দর্শনার্থীরাও সেভাবে ভিড় করবেন না পুজোমণ্ডপে । ফলে এবার বড় করে পুজোর আয়োজন তাঁরা করবেন না। সরকারি নির্দেশ এবং স্বাস্থ্যবিধি মেনেই ছোটো করে পুজোর আয়োজন করবেন । যেহেতু পুজো করতেই হবে তাই প্রতিমার কাজ শুরু হয়েছে । পুজো মণ্ডপ ও লাইটিং এবার একবারে থাকবে না বললেই চলে । ক্লাবের যারা সদস্য রয়েছে তাদের সাহায্যে এবার পুজো হবে । কোথাও চাঁদা তুলবেন না তারা। এই সময়ে সকলকেই সকলের পাশে থাকতে হবে।

এবিষয়ে ত্রিমোহনী অমর ফ্রেন্ডস স্ট্যাফ ক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাস জানান, তাঁদের ক্লাবের এবার 50 তম বর্ষপূর্তি । ক্লাবের 50 তম বর্ষে জাঁকজমকভাবে দুর্গাপুজোর আয়োজন করার চিন্তাভাবনা করেছিলেন তাঁরা । তবে লকডাউন করার জন্য এবার সেসব কিছুই হবে না। একদম ছোটো করে দুর্গাপুজোর আয়োজন করবেন । পাশাপাশি এবারে ক্লাবের পুজোর বরাদ্দ থেকে সমাজসেবা মূলক কাজ করবেন। এবিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সব রকম নির্দেশ মেনে এবার দুর্গা পুজোর আয়োজন করতে হবে উদ্যোক্তাদের।

বালুরঘাট, 27 অগাস্ট : পুজোর আর দু'মাসও নেই। এই সময় সাধারণত দম ফেলার সময় থাকে না পুজো উদ্যোক্তাদের । তবে এবার পুজো দোরগোঁড়ায় এলেও নেই কোনও ব্যস্ততা । নেই উৎসাহ বা উদ্দীপনাও । কারণ, এবার দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেটের পুজো উদ্যোক্তারা এখনও ততটা তৎপর নন ৷ মণ্ডপ তৈরির জন্য এখনও পোঁতা হয়নি বাঁশ । প্রতিমার উপর পড়েনি মাটির প্রলেপ। পুজোর প্রস্তুতি বা কাজ কবে শুরু হবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা । তবে বেশিরভাগ ক্ষেত্রেই উদ্যোক্তাদের মত, এবার বড় করে নয়, ছোটো করে পুজোর আয়োজন করবেন তাঁরা । এবং পুজোর যে অর্থ ব্যয় হয় তার একটি অংশ সামাজিক কর্মকাণ্ডে ব্যয় করবে ।

দক্ষিণ দিনাজপুর জেলার হিলি, বালুরঘাট ও গঙ্গারামপুরে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো হয় । জেলা তো বটেই জেলার বাইরে থেকেও বহু মানুষ প্রত্যেক বছর দক্ষিণ দিনাজপুরের বিগ বাজেটের পুজো মণ্ডপ ও প্রতিমা পরিদর্শন করতে আসে । তিন-চার মাস আগে থেকেই মণ্ডপ ও প্রতিমার কাজ শুরু করে থাকেন উদ্যোক্তারা । পুজোর ঠিক আগে চরম ব্যস্ততা থাকে উদ্যোক্তাদের মধ্যে । তবে এবার কোরোনার প্রভাবে পুরো চিত্রটাই বদলে গিয়েছে ৷ পুজোর আর দু'মাসও বাকি নেই। এই সময়েও এখনও পুজো মণ্ডপ ও প্রতিমার কাজে হাতই দেননি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট, হিলি, গঙ্গারামপুর সহ অন্য জায়গার পুজো উদ্যোক্তারা। পুজো আদৌ করা সম্ভব হবে কি না বা কতটা হবে তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা । যার ফলে এবারে পুজো উদ্যোক্তারা এখনও মণ্ডপ ও দুর্গা প্রতিমা তৈরি করার সাহস পাচ্ছেন না । এবারের দুর্গা পুজো জাঁকজমকপূর্ণ হবে না বললেই চলে ।

এবিষয়ে বালুরঘাট সৃজন সংঘ ক্লাবের সম্পাদক গোবিন্দ দে জানান, এবার কোরোনা ও লকডাউনের জন্য ক্লাবের সদস্যরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন, এবারে বড় করে দুর্গাপুজো করবেন না । প্রত্যেক বছরই তাদের দুটি জায়গায় দুর্গাপুজো করা হয় । একটি মায়ের মন্দির ও একটি দর্শনার্থীদের জন্য। এবার শুধুমাত্র মন্দিরে পুজো করবেন। বড় করে আলোকসজ্জা হবে না ৷

অনিশ্চিত বিগ বাজেটের দুর্গাপুজো

বালুরঘাট কচিকলা অ্যাকাডেমির সম্পাদক সুখেন্দু চ্যাটার্জি জানান, বরাবরই তাঁদের ক্লাবের পুজো দর্শকের প্রশংসা পায় । তবে এবার কোরোনা সংক্রমণের জন্য সেভাবে পুজো করা সম্ভব হবে না । এমনকী এবার দর্শনার্থীরাও সেভাবে ভিড় করবেন না পুজোমণ্ডপে । ফলে এবার বড় করে পুজোর আয়োজন তাঁরা করবেন না। সরকারি নির্দেশ এবং স্বাস্থ্যবিধি মেনেই ছোটো করে পুজোর আয়োজন করবেন । যেহেতু পুজো করতেই হবে তাই প্রতিমার কাজ শুরু হয়েছে । পুজো মণ্ডপ ও লাইটিং এবার একবারে থাকবে না বললেই চলে । ক্লাবের যারা সদস্য রয়েছে তাদের সাহায্যে এবার পুজো হবে । কোথাও চাঁদা তুলবেন না তারা। এই সময়ে সকলকেই সকলের পাশে থাকতে হবে।

এবিষয়ে ত্রিমোহনী অমর ফ্রেন্ডস স্ট্যাফ ক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাস জানান, তাঁদের ক্লাবের এবার 50 তম বর্ষপূর্তি । ক্লাবের 50 তম বর্ষে জাঁকজমকভাবে দুর্গাপুজোর আয়োজন করার চিন্তাভাবনা করেছিলেন তাঁরা । তবে লকডাউন করার জন্য এবার সেসব কিছুই হবে না। একদম ছোটো করে দুর্গাপুজোর আয়োজন করবেন । পাশাপাশি এবারে ক্লাবের পুজোর বরাদ্দ থেকে সমাজসেবা মূলক কাজ করবেন। এবিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সব রকম নির্দেশ মেনে এবার দুর্গা পুজোর আয়োজন করতে হবে উদ্যোক্তাদের।

Last Updated : Aug 29, 2020, 11:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.