বালুরঘাট, ২ এপ্রিল : কেন্দ্রীয় বাহিনী নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ। আজ তিনি সাংবাদিক বৈঠক করে জানান, রাজ্যের দুই দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা সন্তোষজনক নয়।
আজ বালুরঘাটের একটি বেসরকারি লজে তৃণমূলের তপন বিধানসভার প্রার্থী কল্পনা কিস্কু ও হরিরামপুর বিধানসভার প্রার্থী বিপ্লব মিত্রকে নিয়ে বৈঠক করেন অর্পিতা ঘোষ। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে মুখ খোলেন অর্পিতা। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী থাকলেও গতকাল নন্দীগ্রামে বেশ কিছু বুথে তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেওয়া হয়নি ৷
আরও পড়ুন- মমতাকে 'এই দিদি' বলে মহুয়ার রকবাজির খোঁচা খেলেন মোদি
আজকের সাংবাদিক বৈঠকের শুরুতেই হরিরামপুরের প্রার্থী তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল চেয়ারম্যান বিপ্লব মিত্র জানান, মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি বিধানসভায় প্রার্থী হতে পারেন বলে যে অপপ্রচার চালাচ্ছে বিজেপি, তা সম্পূর্ণ ভিত্তিহীন ৷ ওই ঘটনার তীব্র প্রতিবাদ করেন তিনি। তাঁর সাফ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে জিতবেন, ফলে অন্য আসনে লড়ার কোনও বিষয় নেই। বিজেপি অপপ্রচারের মাধ্যমে পরবর্তী ছয় দফা ভোটে প্রভাব ফেলতে চাইছে বলে মন্তব্য় করেন তিনি।
অন্য়দিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ স্বল্পসঞ্চয়ে সুদের হার কমানো এবং তড়িঘড়ি তা প্রত্যাহার করা নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও গতকাল যে ঘটনা ঘটেছে, তাতে, ফ্রি ও ফেয়ার ইলেকশন করাতে নির্বাচন কমিশন ব্যর্থ।’’