বালুরঘাট, 18 এপ্রিল : ভোটের আগে বাড়ি বাড়ি লিফলেট বিলির করে টাকা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । গতকাল দুপুরে বালুরঘাট ব্লকের ভাটপাড়া পঞ্চায়েতের কালাইবাড়ি এলাকায় এক মহিলা বাড়ি বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা লিফলেট বিলি করছিল । সেই লিফলেটে লেখা ছিল, তপশিলি জাতি উপজাতির কার্ডহোল্ডারদের এক হাজার টাকা করে দেওয়া হবে ৷ সঙ্গে ছিল আরও এক যুবক ৷ সম্পর্কে ওই মহিলার স্বামী বলে পরিচয় দেয় অভিযুক্ত মহিলা ৷ ঘটনায় প্রচারে বাধা দেয় এলাকাবাসী । খবর দেওয়া হয় বালুরঘাট থানায় ।
জানা গিয়েছে, অভিযুক্ত বিথীকা মণ্ডল স্বনির্ভর দলের সদস্যা ৷ গতকাল বাড়ি বাড়ি সার্ভে করেন ৷ সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া একটি লিফলেট বিলি করেন ৷ স্থানীয়দের অভিযোগ, তিনি ভোটের প্রচার করার জন্য টাকা বিলি করছেন ৷ প্রত্যেক তপশিলি জাতি উপজাতির কার্ডহোল্ডারদের লিফলেট সহ এক হাজার টাকা বিলি করছে ৷ টাকা দিয়ে ভোট কেনা কিংবা ভোটারদের প্ররোচিত করার জন্য তাকে স্থানীয়রা আটকে রাখে ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ পুলিশ ওই মহিলাকে আটক করে ৷ পুলিশকে অভিযুক্ত ওই মহিলা জানায়, তিনি পঞ্চায়েতের কাজ করছিলেন ৷ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে ৷ তাঁর কাছে কোনও টাকা নেই বলেও জানায় ৷
আরও পড়ুন : পার্টি অফিস থেকে বেরোতেই বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে গুলি, মালদায় উত্তেজনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
এবিষয়ে স্থানীয় বিজেপি কর্মী মীরা মণ্ডল জানান, ভোটের সময় টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল ৷ বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের লিফলেট ও টাকা বিলি করছে ওই মহিলা ৷ সঙ্গে রয়েছে ওর স্বামীও ৷"
প্রসঙ্গত, এপ্রিলের 8 তারিখে বালুরঘাট শহরের রবীন্দ্রনগর এলাকায় এইভাবে প্রচার করে এক যুবক । সেইসময় তাকে পুলিশের হাতে দেওয়া হয়েছিল এবং ঘটনার কথা নির্বাচন কমিশনে জানানো হয়েছিল ৷ পুনরায় একই অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।