গঙ্গারামপুর, 17 এপ্রিল : বাংলার নির্বাচনী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি কথার লড়াই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদির মধ্যে ৷ প্রধানমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে তৃণমূল নেত্রী মাঝেমধ্যে এমন কিছু শব্দ প্রয়োগ করছেন, যা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে রাজ্য রাজনীতিতে ৷
আবার মমতার বলা সেই বিষয়গুলিকে উল্লেখ করে পালটা সমালোচনাও করছেন নরেন্দ্র মোদি ৷ কিন্তু শনিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের জনসভা থেকে সেই সমালোচনাকে একেবারে অন্য মাত্রা দিলেন প্রধানমন্ত্রী ৷ একেবারে তারিখ ধরে ধরে বললেন যে তৃণমূল নেত্রী তাঁকে কী কী গালমন্দ করেছেন ৷ কিছু শব্দ ব্যবহার করার আগে উপস্থিত জনতার কাছে স্বভাবসিদ্ধ ঢঙে ক্ষমাও চেনেন মোদি ৷ একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এটা কি বাংলার সংস্কৃতি ?
প্রধানমন্ত্রীর অভিযোগ, বাংলার দুর্দশা নিয়ে প্রশ্ন তুললে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও জবাব দেন না ৷ বরং গালি দেন ৷ তাঁকে (মোদি) কান ধরে ওঠবোস করার কথা বলেন ৷ মোদির মতে, মুখ্যমন্ত্রী যদি তোলাবাজদের কান ধরে শাস্তি দিতেন, ভাইপোকে ওঠবোস করাতেন, তাহলে বাংলার ভালো হত ৷ এর পরই তাঁর কটাক্ষ, ‘‘মোদিকে গালমন্দ না করলে দিদির দিন শুরু হয় না, শেষও হয় না ৷’’
আরও পড়ুন : ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য রামধনুকে বদলে রংধনু করেছেন মমতা : মোদি
পশ্চিমবঙ্গে প্রতি দফার ভোটেই নির্বাচনী প্রচার করতে আসছেন নরেন্দ্র মোদি৷ আর দু’টি করে সভা করছেন ৷ এদিনও একই ভাবে দু’টি সভা করেন প্রধানমন্ত্রী ৷ প্রথম সভাটি করেন আসানসোলে ৷ সেখান থেকে গঙ্গারামপুরে সভা করতে আসেন মোদি ৷