ETV Bharat / state

মাস্ক,স্যানিটাইজার সঙ্গে নিয়ে ভোট-যুদ্ধে অংশগ্রহণ মহিলা পোলিং অফিসারদের

author img

By

Published : Apr 25, 2021, 9:45 PM IST

Updated : Apr 25, 2021, 10:23 PM IST

আগামিকাল রাজ্যে সপ্তম দফায় দক্ষিণ দিনাজপুরের ছ'টি বিধানসভায় নির্বাচনে ৷ রবিবার তারই প্রস্তুতিতে কুশমন্ডি ও হরিরামপুরের ডিসিআরসিতে দেখা গেল চরম ব্যস্ততা ৷ সেখানেই দেখা গেল করোনা ঠেকাতে মহিলা ভোটকর্মীরা মাস্ক এবং স্যানিটাইজার সঙ্গে নিয়ে প্রস্তুতি সারছেন ৷ তাঁরা অনুরোধ করলেন, মানুষ যাতে করোনা বিধি মেনে ভোট দিতে আসেন ৷

মাস্ক-স্যানিটাইজারকে ঢাল করে ভোটে অংশগ্রহণ মহিলা পোলিং অফিসারদের ৷
মাস্ক-স্যানিটাইজারকে ঢাল করে ভোটে অংশগ্রহণ মহিলা পোলিং অফিসারদের ৷

বংশীহারি, 25 এপ্রিল: আগামিকাল রাজ্যে সপ্তম দফা নির্বাচন ৷ দক্ষিণ দিনাজপুরে ছ'টি বিধানসভায় এই সপ্তম দফায় নির্বাচনে ৷ জেলার কুশমন্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর এবং হরিরামপুর বিধানসভায় নির্বাচন হবে । জেলায় মোট বুথের সংখ্যা 1,755টি। এর মধ্যে অতিরিক্ত বুথ 450টি। জেলায় 9 হাজারের বেশি ভোট কর্মী কাজ করবেন । কুশমন্ডি ও হরিরামপুরের ডিসিআরসি করা হয়েছে বুনিয়াদপুর কলেজে এবং কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুরের ডিসিআরসি করা হয়েছে বালুরঘাট কলেজে । এদিন সকালেই ভোটকর্মীরা ডিসিআরসি থেকে ইভিএম নিয়ে বুথের উদ্দেশে রওনা দিয়েছেন ৷ করোনা আবহে আতঙ্কিত সবাই ৷ এর মধ্যে দেখা যাচ্ছে মাস্ক এবং স্যানিটাইজার নিয়ে প্রস্তুতিতে ব্যস্ত মহিলা ভোটকর্মীরা ৷

করোনা আবহে দেখা যাচ্ছে মহিলা ভোটকর্মীরা খুবই আতঙ্কিত ৷ সাবধানতা অবলম্বন করে মাস্ক, স্যানিটাইজার সঙ্গে নিয়ে তাঁরা এবারের বিধানসভা ভোটে অংশগ্রহণ করবেন বলে জানান বুনিয়াদপুর কলেজে আসা বেশিরভাগ মহিলা ভোটাররা । মৌসুমী দাস নামে এক ভোটকর্মী বলেন, ‘‘করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য আমরা সবাই প্রচণ্ড আতঙ্কিত ৷ দিন দিন সংক্রামিতের সংখ্যা বেড়েই চলেছে ৷ আমরা সেইজন্য মাস্ক এবং স্যানিটাইজার সঙ্গে করে এনেছি ৷ আমরা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করব কেউ যেন মাস্ক ছাড়া ভিতরে ঢুকতে না পারে এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলে তা দেখতে ৷’’

করোনা ঠেকাতে মহিলা ভোটকর্মীরা মাস্ক এবং স্যানিটাইজার সঙ্গে নিয়ে প্রস্তুতি সারছেন ৷

আর এক ভোটকর্মী দেবযানী সিংহ বলেন, আমরা করোনার জন্য ভীষণ ভয় পেয়ে আছি ৷ নির্বাচন গণতন্ত্রের একটা বড় অঙ্গ ৷ তাতে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত ৷ তবে করোনার মধ্যে কাজকর্ম যাতে ভালোভাবে সম্পন্ন করতে পারি এটাই চেষ্টা করব ।’’

আরও পড়ুন: গণতন্ত্রের উৎসব, ফুল দিয়ে সজ্জিত কাঁকসার মহিলা বুথ

বংশীহারি, 25 এপ্রিল: আগামিকাল রাজ্যে সপ্তম দফা নির্বাচন ৷ দক্ষিণ দিনাজপুরে ছ'টি বিধানসভায় এই সপ্তম দফায় নির্বাচনে ৷ জেলার কুশমন্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর এবং হরিরামপুর বিধানসভায় নির্বাচন হবে । জেলায় মোট বুথের সংখ্যা 1,755টি। এর মধ্যে অতিরিক্ত বুথ 450টি। জেলায় 9 হাজারের বেশি ভোট কর্মী কাজ করবেন । কুশমন্ডি ও হরিরামপুরের ডিসিআরসি করা হয়েছে বুনিয়াদপুর কলেজে এবং কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুরের ডিসিআরসি করা হয়েছে বালুরঘাট কলেজে । এদিন সকালেই ভোটকর্মীরা ডিসিআরসি থেকে ইভিএম নিয়ে বুথের উদ্দেশে রওনা দিয়েছেন ৷ করোনা আবহে আতঙ্কিত সবাই ৷ এর মধ্যে দেখা যাচ্ছে মাস্ক এবং স্যানিটাইজার নিয়ে প্রস্তুতিতে ব্যস্ত মহিলা ভোটকর্মীরা ৷

করোনা আবহে দেখা যাচ্ছে মহিলা ভোটকর্মীরা খুবই আতঙ্কিত ৷ সাবধানতা অবলম্বন করে মাস্ক, স্যানিটাইজার সঙ্গে নিয়ে তাঁরা এবারের বিধানসভা ভোটে অংশগ্রহণ করবেন বলে জানান বুনিয়াদপুর কলেজে আসা বেশিরভাগ মহিলা ভোটাররা । মৌসুমী দাস নামে এক ভোটকর্মী বলেন, ‘‘করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য আমরা সবাই প্রচণ্ড আতঙ্কিত ৷ দিন দিন সংক্রামিতের সংখ্যা বেড়েই চলেছে ৷ আমরা সেইজন্য মাস্ক এবং স্যানিটাইজার সঙ্গে করে এনেছি ৷ আমরা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করব কেউ যেন মাস্ক ছাড়া ভিতরে ঢুকতে না পারে এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলে তা দেখতে ৷’’

করোনা ঠেকাতে মহিলা ভোটকর্মীরা মাস্ক এবং স্যানিটাইজার সঙ্গে নিয়ে প্রস্তুতি সারছেন ৷

আর এক ভোটকর্মী দেবযানী সিংহ বলেন, আমরা করোনার জন্য ভীষণ ভয় পেয়ে আছি ৷ নির্বাচন গণতন্ত্রের একটা বড় অঙ্গ ৷ তাতে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত ৷ তবে করোনার মধ্যে কাজকর্ম যাতে ভালোভাবে সম্পন্ন করতে পারি এটাই চেষ্টা করব ।’’

আরও পড়ুন: গণতন্ত্রের উৎসব, ফুল দিয়ে সজ্জিত কাঁকসার মহিলা বুথ

Last Updated : Apr 25, 2021, 10:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.