বংশিহারি, 13 এপ্রিল : বংশিহারি ব্লকের নুরপুর থেকে মহিপুর পাকা রাস্তার দাবিতে ভোট বয়কট ও রাস্তা অবরোধ করল সাতটি গ্রামের বাসিন্দারা । 34 বছরের বাম জমানায়, শুধু আশ্বাসই মিলেছে এবং 10 বছরের তৃণমূল জমানায় শুধুমাত্র প্রতিশ্রুতি । গ্রামের বাসিন্দারা একপ্রকার বাধ্য হয়েই রাস্তায় নামতে বাধ্য হয়েছেন ৷ এদিন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ।
দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহারি ব্লকের নুরপুর থেকে মহিপুর পর্যন্ত নেই পাকা রাস্তা ৷ এলাকায় একটিমাত্র প্রাথমিক বিদ্যালয় এবং এসএসকে স্কুল-সহ মোট দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে । এই সমস্ত গ্রাম গুলিতে তিন থেকে চারটি করে টিউবয়েল থাকলেও একটি মাত্র টিউবয়েল থেকে পানীয় জল পায় গ্রামের বাসিন্দারা । বছরের বেশিরভাগ সময় বাকিগুলো অকেজো হয়ে পড়ে থাকে । বহুবার গ্রাম পঞ্চায়েতে লিখিত আবেদন করা সত্ত্বেও মেরামতের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ ৷ গ্রামবাসীদের মিশন নির্মল বাংলা অসমাপ্ত রয়েছে বাড়ি বাড়ি শৌচাগারের কাজ ৷ বড়ঝারা গ্রামের বাসিন্দাদের অভিযোগ শৌচাগার বানানোর জন্য টাকা নিলেও আজও মেলেনি সেই শৌচাগার । বর্ষাকালে তাঁদের রাস্তায় এক হাঁটু কাদা জমে যায়, তার মধ্যেই চলাচল করতে হয় তাঁদের । ছেলেমেয়েরা স্কুলে যেতে চায়না । প্রসবকালে প্রসূতিদের বাঁশের মাচায় করে হাসপাতালে নিয়ে যেতে হয় । এই সমস্ত গ্রামের ছেলে মেয়েদের বিয়ে হতে চায় না ,পাত্র বা পাত্রীপক্ষ রাস্তার কারণেই বিয়ে দিতে চায় না বলে অভিযোগ । কেউ কেউ দূরে বা কোনও আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে ছেলে-মেয়েদের বিয়ে দেয় । 2011 এবং 2016 সালে তাঁদের প্রতিশ্রুতি দেওয়া হলেও হয়নি রাস্তার কাজ ৷
গ্রামবাসীদের একাংশের অভিযোগ আগে রাস্তা তার পরে ভোট । সেই জন্য নুরপুর বাসষ্ট্যান্ড এলাকায় দু'ঘণ্টা ধরে পথ অবরোধ করে গ্রামের মহিলারা । রাস্তা অবরোধের জেরে প্রচুর যানজটের সৃষ্টি হয় এলাকায় ৷ বন্ধ হয়ে যাই মহিপাল যাওয়ার রাস্তা । অবশেষে খবর পেয়ে বিক্ষোভস্থলে আসে বংশিহারি থানার পুলিশ । পুলিশের প্রচেষ্টায় অবশেষে রাস্তা অবরোধ তুলে নেয় গ্রাম বাসিন্দারা ।
আরও পড়ুন : কামারহাটিতে পদ্ম ফুটবেই, আত্মবিশ্বাসী রাজু
এই বিষয়ে গ্রামের এক বাসিন্দা সাবিত্রী সরকার জানান, "আমাদের এই গ্রামের রাস্তা প্রচণ্ড বেহাল ৷ বর্ষার সময় এক হাঁটু কাদায় চলতে হয় । আমাদের গ্রামের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে না । বাম জমানায় এবং তৃণমূলী জমানায় এখনও পর্যন্ত রাস্তা না হওয়ায়, আজ আমরা রাস্তা অবরোধ ৷" এবিষয়ে অবশ্য বংশিহারি ব্লকের বিডিও সুদেষ্ণা পাল জানান, "আমরা ভোটের পরে এই রাস্তাটি এনবিডিডি ফান্ড থেকে কাজ করবার জন্য টাকা বরাদ্দ হয়েছে এবং খুব তাড়াতাড়ি কাজ হবে ।"